ঢাকা ২৩ কার্তিক ১৪৩১, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

তৃতীয় ধাপে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে : প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম
তৃতীয় ধাপে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে : প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত

আগামী জুনের মধ্যে তৃতীয় ধাপে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। তিনি বলেন, ‘কোনো আবেদনকারী যেন প্রতারণার শিকার না হয় সেজন্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক আছে।’

শুক্রবার (২৯ মার্চ) সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

রুমানা আলী বলেন, ‘পরীক্ষার্থীরা সবাই সুশৃঙ্খল পরিবেশেই পরীক্ষা দিচ্ছেন। পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।’

কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ জন এবং পুরুষ ১৭ হাজার ৪৩২ জন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি

সালমান/

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া নিয়ে আলোচনা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া নিয়ে আলোচনা
ছবি: বাসস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরির লক্ষ্যে যৌথ মহড়ার আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

৬-৮ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাডের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। জেনারেল রাড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ ছাড়া প্রতিনিধিদলটি ঢাকার মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের সঙ্গেও বৈঠক করেছে। 

দ্বিপক্ষীয় আলোচনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরির লক্ষ্যে যৌথ মহড়ার আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক যৌথ উদ্যোগের বিষয়গুলো এই সফরে আলোচিত হয়। এ ছাড়া সেনাসদরে আয়োজিত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত একটি ব্রিফিং সেশনেও অংশগ্রহণ করে প্রতিনিধিদলটি। এ সময় যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চ্যালেঞ্জ এবং সক্ষমতার বিষয় আলোচিত হয়। 

‘ধর্মীয় বিরোধের মীমাংসা করতে হবে বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে’

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
‘ধর্মীয় বিরোধের মীমাংসা করতে হবে বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে’
আলোচনা সভায় ইসলামী চিন্তাবিদ ও গবেষকরা। ছবি: খবরের কাগজ

বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে ধর্মীয় বিরোধের ন্যায্য মীমাংসা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় আইন ও নীতিতে ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদের ধর্ম নির্দেশিত অভেদগুলো অর্জন করতে হবে। 
  
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সভাকক্ষে সাংস্কৃতিক সংগঠক ‘সংস্কৃতিবাংলা’ আয়োজিত 'বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি: ইসলামের অভেদ ভাব' শীর্ষক আলোচনা সভায় ইসলামী চিন্তাবিদ ও গবেষকরা এসব কথা বলেন।

অনুষ্ঠানের বক্তা লেখক ও গবেষক নূরুননবী শান্ত বলেন, ‘ইসলাম ধর্ম বিভিন্ন সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের মধ্যে সহাবস্থানের শিক্ষা দেয়। মুসলমান সম্প্রদায়ের নিজেদের মধ্যে প্রেম, সদ্ভাব ও একতা প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দেয় যাতে করে একই সমাজে ভিন্নমত থাকা সত্ত্বেও একে অপরকে সহযোগিতা করা যায়। জীবনাচারে সহিষ্ণুতা, মানবিক সম্পর্ক, মানবিক মর্যাদা, সাম্য ও সমতার প্রতিফলন ইসলামের অনন্য বিশেষত্ব।’ 

তিনি বলেন, ‘ভেদাভেদ দিয়ে কোনো জাতি বা রাষ্ট্র যেমন উন্নতি করতে পারে না, তেমনি ভেদাভেদ দিয়ে দ্বীন ও দুনিয়ার কল্যাণ তো আসেই না সাথে সাথে আখেরাতের কল্যাণও হাসিল হয় না৷ ইসলাম তো সব ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি সুরক্ষার তাগিদ দেয়।’

তিনি আরও বলেন, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই পারস্পরিক শান্তির প্রধান পথ। উদারতা, সৎব্যবহার ও শান্তি অন্বেষণই ইসলামের উদ্দেশ্য।’ 

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, ধর্মচর্চায় স্থান, কাল ও সমাজভেদে পার্থক্য তৈরি হতেই পারে। জগতের বৈচিত্র্যের প্রেক্ষিতে সব ভিন্নতার ন্যায্য অন্তর্ভুক্তি আমাদের কাম্য। মানবিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মসহ সব ধরনের আধ্যাত্মিক রীতির সঙ্গে সংহতি সমুন্নত করা আমাদের উদ্দেশ্য। 

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভায় ধারনাপত্র উপস্হাপন করেন লেখক ও গবেষক নূরুননবী শান্ত। আলোচক ছিলেন ঢাকার আশেকে রাসুল (সা.) জামে মসজিদের খতিব ফজলে রাব্বী মো. ফরহাদ, আল আজহার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি, সিলেটের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ও প্রকৃতি রক্ষা পরিষদের সমন্বয়ক আব্দুল করিম কিম, সুফি সাধক কাজী জাবের আহম্মেদ আল জাহাঙ্গীর, লেখক ও শিক্ষক জগলুল আসাদ, লেখক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান, ঢাকার আল মোজাদ্দেদিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মো. মূর্তাজা ইবনে মোস্তফা সালেহী এবং আলেম ও চিন্তক শেখ সাইফুল ইসলাম। 

জয়ন্ত সাহা/সুমন/এমএ/

গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছি: পরিবেশ উপদেষ্টা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছি: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার।’ তিনি বলেন, ‘বননির্ভর জনগোষ্ঠীর ভূমির অধিকার, পানির অধিকার, যাতায়াতের অধিকার, গোচারণের অধিকার ও বনজ দ্রব্য আহরণের অধিকার আইনগতভাবে নির্ধারণ করা হবে।’ 

শুক্রবার (৮ নভেম্বর) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বনবাসীদের সঙ্গে বন বিভাগের দ্বন্দ্ব নিরসনে কাজ করা হবে। এ লক্ষ্যে সামাজিক বনায়ন বিধিমালার প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে।’

তিনি বলেন, ‘গারোদের অধিকার প্রতিষ্ঠায় আদিবাসী পরিষদ কাজ শুরু করেছে। মধুপুর বনের বিরোধপূর্ণ সীমানা চিহ্নিত করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বনবাসীদের বাইরে রেখে কিছু করা হবে না। বালুদস্যু ও পাথরখেকোদের বিরুদ্ধে ভূমি ও পানি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘ওয়ানগালা গারো সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের বিশেষ প্রতীক। এটি আমাদের সমাজে সম্প্রীতির শক্তি বাড়ায়। ওয়ানগালা প্রকৃতি ও মানবসমাজের সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ফসল কাটার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্ত। আমাদের সবার উচিত পরিবেশ সুরক্ষায় গারোদের মতো প্রাকৃতিক সম্পদের যত্ন নেওয়া।’

ঢাকা ওয়ানগালা ২০২৪ উদযাপন অনুষ্ঠানে নকমা সীমান্ত চিসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য ফজলুল হক, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) নাফরিজা শায়মা, লেখক ও গবেষক পাভেল পার্থ, কবি ও গবেষক পরাগ রিচিল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রেজিস্ট্রার মো. শাকির হোসেন, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নকরেক, উন্নয়ন গবেষক ড. বাপন মানখিন, বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ অধ্যক্ষ ড. মশিউর রহমান, দ্য ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি হেমন্টো করায়া প্রমুখ।

এ সময় অতিথিরা গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত উপভোগ করেন। পরে উপদেষ্টা ওয়ানগালা উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

চীন সফরে বিমান বাহিনী প্রধান

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম
চীন সফরে বিমান বাহিনী প্রধান
এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: সংগৃহীত

সরকারি সফরে চীন গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (৮ নভেম্বর) চীনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান 'কমান্ডার অব দ্যা চাইনিজ পিএলএ এয়ারফোর্স' এর আমন্ত্রণে ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চীন সফর করবেন। এ সময় তিনি চীনে অনুষ্ঠিতব্য '১৫তম চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন (ঝুহায় এয়ার শো)' এবং এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি চায়নিজ এয়ার ফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজসহ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। 

আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

আলমগীর হোসেন/সুমন/এমএ/

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব গ্রেপ্তার

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব গ্রেপ্তার
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ও পুলিশের সিনিয়র এএসপি আনম ইমরান খান ইমন।

তিনি জানান, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে তাহজীবকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ঝিনাইদহে জামায়াতে ইসলামীকর্মী আবদুস সালাম হত্যার ঘটনার ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা করা হয়।

মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। 

নিহত ব্যক্তির শ্বশুর, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

নাইমুর/সাদিয়া নাহার/