ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
English
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সমাজ পরিবর্তনে পোশাকশিল্পের ভূমিকা রয়েছে : পাটমন্ত্রী

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৯:৩৮ পিএম
সমাজ পরিবর্তনে পোশাকশিল্পের ভূমিকা রয়েছে : পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সরকার পোশাকশিল্পকে শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের সব থেকে বড় ক্ষেত্র হিসেবে দেখছে না, সমাজ পরিবর্তনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

সোমবার (১৩ মে) সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের। 

নানক বলেন, ‘দারিদ্র্যবিমোচনে পোশাক শিল্পখাত মুখ্য ভূমিকা পালন করছে। এ খাতে প্রায় ৪২ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এই শিল্পের সঙ্গে জড়িত অধিকাংশ শ্রমিক নারী। এই শিল্পের কল্যাণে নারীর ক্ষমতায়ন ফিরে এসেছে। কাজেই সেই শিল্পকে আমাদের অগ্রাধিকার দিতে হবে।’ 

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুজ্জামান এবং বিজিএমইএর নবনির্বাচিত  সভাপতি এস এম মান্নান কচির নেতৃত্বে প্রতিনিধিদলে সহ-সভাপতি এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।  

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৫, ১০:৫৭ পিএম
লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১৩ জুন) সকালে।

মধ্যপ্রাচ্যের একটি দেশ এই বৈঠকের মধ্যস্থতা করেছে।

লন্ডনে অনুষ্ঠিতব্য এই বৈঠকে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ জুন প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যেকার এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠককে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা এবং বিরোধী দলের একজন শীর্ষ নেতার মধ্যে এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। এই আলোচনার ফলাফল দেশের রাজনৈতিক অস্থিরতা কমাতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করতে সহায়ক হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করছেন, এই বৈঠক সফল হলে বিএনপির জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদ্যমান সংশয় ও অনিশ্চয়তা অনেকাংশেই কেটে যাবে।

সূত্র আরও জানায়, প্রধান উপদেষ্টা এপ্রিলে জাতীয় নির্বাচন ঘোষণার পর তার বিরুদ্ধে বিএনপির কিছু নেতার কড়া বক্তব্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দৃষ্টিগোচর হয়েছে। এতে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। 

সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে ।

সফরের সময় বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। 

এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন। 

আগামী ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

শফিকুল/পপি/

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। ছবি: ইন্দ্রজিৎ কুমার ঘোষ

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের করতে চার দিনের সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সফরের সময় ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।
 
১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন তৎকালীন প্রিন্স অব ওয়েলসের প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা। প্রতিবছর টেকসই উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে দ্য কিংস ফাউন্ডেশন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। 

তারা মনে করছেন, প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক আরও দৃঢ় করতে এই সফর সহায়ক হবে। ড. ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।

এর আগে সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শন করেন রাজা তৃতীয় চার্লস। স্থানীয় প্রবাসীদের সঙ্গে আলাপের সময় সেখানে ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গও উঠে আসে।

প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

পপি/

চামড়া শিল্পে নৈরাজ্য সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৮ এএম
চামড়া শিল্পে নৈরাজ্য সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
যশোর অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম রাজারহাট বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

চামড়া শিল্পে নৈরাজ্য সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিসি বলেন, ‘১৫ বছর ধরে চামড়া শিল্পের যে অধপতন হয়েছে, যে নৈরাজ্য সিন্ডিকেট গড়ে উঠেছে, তা এতো দ্রুত ভাঙ্গা সম্ভব নয়। তবে চামড়া শিল্পে এ সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে। সবকিছু সরকারের পর্যবেক্ষণে রয়েছে। কন্ট্রোল টিমও কাজ করছে।’

সোমবার (৯ জুন) দুপুরে যশোর অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম রাজারহাট বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সকালে সাতক্ষীরা সফর শেষে দুপুরে যশোরের চামড়ার বাজার ঘুরে দেখেন শেখ বশিরউদ্দীন। এর পর উত্তরবঙ্গ সফর করার কথা রয়েছে তার।

সাংবাদিকদের প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়া শিল্পে এতিমখানা ও মাদরাসাগুলোর যেন স্বার্থ রক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে।’

সবাই যেন চামড়ার সঠিক মূল্য পেতে পারে সেজন্য সারা দেশে সাড়ে ৭ লাখ টন লবন বিতরণ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সরকার লবন ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদরাসা লবন ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমী ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তারা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।’

তিনি বলেন, ‘ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য ঈদের আগেই প্রণোদনার ২২০ কোটি টাকা ছাড় করেছে সরকার। বাজার ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে। এসব উদ্যোগের কারণে বহির্বিশ্বে চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘চামড়া শিল্পে নৈরাজ্যের জন্য অনেকে এখন সরকারের ওপর দায় চাপাচ্ছে। চামড়া শিল্প রক্ষার্থে বর্তমান সরকার যত কর্মকাণ্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার তা করেনি।’

রাজারহাট চামড়া বাজার পরিদর্শনের সময় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত ছিলেন।

তুহিন/পপি/

নির্বাচনের রোডম্যাপ যথাসময়ে দেবে কমিশন: উপদেষ্টা আসিফ

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
নির্বাচনের রোডম্যাপ যথাসময়ে দেবে কমিশন: উপদেষ্টা আসিফ
ছবি: খবরের কাগজ

আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনী রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে- স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য যে সময় বলেছেন সে অনুযায়ী রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে।

সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াসহ স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবাকার্যক্রম বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা বিঘ্নিত হচ্ছে। এই দিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে বলতে পারি। সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল। 

গণমাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করে বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।

জহির শান্ত/অমিয়/

চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:২৫ পিএম
চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে
ছবি: খবরের কাগজ

দেশের চারটি বিভাগে বজ্রবৃষ্টি এবং বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তাছাড়া, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সিনপটিক বিশ্লেষণে বলা হয়, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি থেকে দুর্বল অবস্থায় রয়েছে।

অমিয়/