ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩২, সোমবার, ০৯ জুন ২০২৫
English

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো তিক্ততা ছিল না : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৭:৩৯ পিএম
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো তিক্ততা ছিল না : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশে কথা বলছেন ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো তিক্ততা ছিল না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বুধবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে লুর সঙ্গে আলোচনা হয়েছে। আমার মনে হয়, নির্বাচন নিয়ে তাদের কোনো তিক্ততা ছিল না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডোনাল্ড লুর সঙ্গে নির্বাচন ও মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। শুধু ইতিবাচক ইস্যুগুলো নিয়েই আলোচনা হয়েছে।’

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক আরও বেশি রপ্তানি হবে এবং শিক্ষার্থীরা ওই দেশে বেশি যাবার সুযোগ পাবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ৫৩ বছরের অভিযাত্রায় যুক্তরাষ্ট্র গঠনমূলক ভূমিকা রেখেছে।’

রিয়াজ/সালমান/

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৮:০৬ এএম
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। 

রবিবার (৮ জুন) রাত দেড়টার দিকে তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ঢাকা বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, রাত দেড়টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রাত ৩টার দিকে কিশোরগঞ্জে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে গত ৮ মে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওইদিন রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

এ সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ।

আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার মেয়াদ শেষে ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।

অমিয়/

গত বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:০৮ এএম
গত বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
রাজধানীর পোস্তায় চামড়া আড়তে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

গত বছরগুলোর তুলনায় এবার কোরবানির পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার (৮ জুন) রাত ৮টার দিকে রাজধানীর পোস্তায় চামড়া আড়তে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন শেষে এ দাবি করেন তিনি। 

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আধাপচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে। গেল বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি। লবনবিহীন চামড়ার ন্যায্য মূল্য না পেলে এতে সরকারের দায় নেই, এর মূল্য ঠিক করবে বাজার ব্যবস্থাপনা।’

এ সময় তার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

পপি/

অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক: প্রধান উপদেষ্টা

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১১:৫৩ পিএম
অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে খুবই আন্তরিক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ খাতের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি টেকসই শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

রবিবার (৮ জুন) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২৫’ উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সব অংশীজন এবং সহযোগী সংস্থাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অ্যাক্রেডিটেশন: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষমতায়ন (এসএমই)’, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।”

প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমাদের মোট দেশজ উৎপাদনের একটি বৃহৎ অংশ এসএমই খাত থেকে আসে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত আন্তর্জাতিক বাজারে প্রবেশে প্রতিবন্ধকতা, ক্রেতা ও ভোক্তার পরিবর্তনশীল চাহিদা এবং আর্থিক সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রয়োজন সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ।’

তিনি বলেন, ‘অ্যাক্রেডিটেশন ব্যবস্থা জাতীয় গুণগতমান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পণ্য ও সেবার সরবরাহ ব্যবস্থার সব পর্যায়ে গুণগতমান নিশ্চিতকরণ, দক্ষ কারিগরি জনবল সৃষ্টি, বাণিজ্যে কারিগরি বাধা অপসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএবি এ লক্ষ্যে কাজ করে এখন পর্যন্ত বিভিন্ন ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার, সনদ প্রদানকারী সংস্থা এবং পরিদর্শন সংস্থাসহ মোট ১৫৫টি সরকারি, বেসরকারি এবং বহুজাতিক সংস্থাকে আন্তর্জাতিক মান অনুসারে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে।’

এ সময় বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২৫ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা।

পপি/

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১১:০৯ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৫, ১১:১৩ পিএম
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন (যমুনা) এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শনিবার (৭ জুন) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার, ১০ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

পপি/

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৯:৩২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৫, ০৯:৩৮ পিএম
করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা
খবরের কাগজ গ্রাফিকস

সম্প্রতি পার্শ্ববর্তী দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় এবং অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রন LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1-এর সংক্রমণ বাড়ছে। 

আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশের সংক্রমন প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ, বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সব স্থল/নৌ/বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোতে সার্ভেল্যান্স জোরদার এবং রিস্ক কমুনিকেশন কার্যক্রম জোরদার করতে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো হলো- 

১. বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড)।

২. নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে।

৩. আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ৩ ফুট দূরে থাকতে হবে।

৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না।

৫. হাঁচি-কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

পয়েন্টস অব এন্ট্রিগুলোতে করনীয়-

১. দেশের বিভিন্ন স্থল/নৌ/বিমানবন্দরগুলোতে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্কগুলোতে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করতে হবে।

২. দেশের পয়েন্টস অব এন্ট্রিগুলোতে থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করতে হবে।

৩. চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমান মাস্ক, গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ রাখতে হবে (PPE)।

৪. ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচতেচনতা বাড়ানোর জন্য রোগ প্রতিরোধ নির্দেশনাগুলো প্রচার করতে হবে।

৫. জরুরী প্রয়োজন ছাড়া ভারত ও অন্যান্য আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করনীয়

১. অসুস্থ হলে ঘরে থাকতে হবে, মারাত্বক অসুস্থ হলে কাছের হাসপাতালে যোগাযোগ করতে হবে।

২. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে।

প্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইন নাম্বারে যোগাযোগের (০১৪০১-১৯৬২৯৩) নির্দেশনা দেওয়া হয়েছে।

পপি/