ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ১৩ জুন ২০২৫
English
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:০২ পিএম
আপডেট: ১৫ মে ২০২৪, ০৯:০২ পিএম
করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে তিনি সচিবালয়ে আসছেন না। তবে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে যুক্ত হচ্ছেন। 

বুধবার (১৫ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়কসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। তিনি জুমে এই দুই বৈঠকে যুক্ত হন। এ দুটি মন্ত্রিসভা কমিটির বাকি সদস্যরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপস্থিত হয়ে বৈঠকে অংশ নেন।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেওয়া এক সদস্য জানান, অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়েছে। তবে তিনি সরাসরি বৈঠকে উপস্থিত হননি। কারণ তিনি করোনা পজিটিভ। এ জন্য জুমে বৈঠকে অংশ নেন।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত হলেও অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাকে দেখলে সুস্থ-স্বাভাবিকই লাগছে। মনে হয়েছে, তিনি ভালোই আছেন। কিন্তু করোনা পজিটিভ হওয়ার কারণে তিনি সচিবালয়ে আসছেন না। 

দেশের ১৮তম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। চলতি বছরের ১১ জানুয়ারি বঙ্গভবনে তিনি শপথ নেন।

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা বাংলাদেশের

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৭:২১ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৫, ০৭:২৪ পিএম
ইরানে ইসরায়েলের হামলার নিন্দা বাংলাদেশের
খবরের কাগজ গ্রাফিকস

ইরানে ইসরায়েল সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ। বাংলাদেশ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং অস্থিতিশীল এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি ও ইরানের সার্বভৌমত্বেও প্রতি স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হামলা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় একটি গুরুতর হুমকি এবং এটি সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনবে।

সুমন/

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ৪ জনই বরিশালের

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৭:০৪ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ৪ জনই বরিশালের

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। যা এবছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন। মৃতদের ৪ জন এবং আক্রান্তের মধ্যে ১২৪ জনই বরিশাল বিভাগের। আরেকজন মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি হাসপাতালে।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।

এ  সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০৪ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৫৭০ জন। এরমধ্যে চলতি মাসের ১৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২২৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৫ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ১১ জন। চলতি বছরে মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ৫ জন।

এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

আরিফ সাওন/সুমন/

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:২৭ পিএম
করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬২।

শুক্রবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনার নতুন ভেরিয়েন্টে বিভিন্ন দেশে আক্রান্ত শুরুর পর বাংলাদেশেও করোনা শনাক্তের পরীক্ষা বাড়ানো হচ্ছে। চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে হাসপাতালগুলো। এরইমধ্যে গত ৫ জুন একজনের মৃত্যু হয়। এরপর নড়েচড়ে বসে দেশের স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় মৃতদের দুইজনই নারী। ২০২০ সালে করোনা শনাক্তের পর দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৮১৯ জন এবং নারী ১০ হাজার ৬৮৪ জন।

মৃত একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। করোনা শুরুর পর থেকে এই পর্যন্ত এই বয়সী ৭০৪ জনের মৃত্যু হয়েছে। মৃত আরেক নারীর বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এই পর্যন্ত এই বয়সী ৫ হাজার ১৬৮ জনের মৃত্যু হয়। 

মৃতদের একজন ঢাকার এবং একজন চট্টগ্রামের। একজন সরকারি হাসপাতালে একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তারপর থেকে এই পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫, সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪।

আরিফ সাওন/সুমন/

কেয়ামত পর্যন্ত আবাসিকে গ্যাস সংযোগের সম্ভাবনা নেই: জ্বালানি উপদেষ্টা

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:৪৩ পিএম
কেয়ামত পর্যন্ত আবাসিকে গ্যাস সংযোগের সম্ভাবনা নেই: জ্বালানি উপদেষ্টা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাসকূপ পরিদর্শন করছেন জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: খবরের কাগজ

কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস-সংযোগ দেওয়া হবে না। কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নাই। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।’

শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাসকূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। 

সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলার পৌর এলার কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ এলাকা, বাপেক্সের রিগ বিজয়-১২ এবং কৈলাশটিলা ১ নম্বর কূপে ওয়ার্কওভারের জন্য প্রস্তুত করা রিগপ্যাড পরিদর্শন করেন। 

এর পর একই উপজেলার কৈলাশটিলা এমএসটি প্লান্ট পরিদর্শন করেন তিনি। 


সিলেটের যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন হয় সেসব এলাকার বাসিন্দারা তাদের বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কি- এমন প্রশ্নে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না সেখানে বাসা বাড়িতে গ্যাস দেওয়া অপচয়। নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস-সংযোগ দেওয়া হবে না। কেয়ামত পর্যন্ত এই সুযোগ বন্ধ রাখা উচিত। তবে যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সেসব এলাকায় স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।’


তিনি বলেন, ‘প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে। পাশাপাশি এলএনজি আমদানি বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে। আজ পরিদর্শন করা কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ গ্যাস কূপ থেকে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।’

পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (অপারেশন বিভাগ) অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, বাপেক্স/এসজিএফএলের প্রকৌশলী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ, পেট্রো বাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, সেক্রেটারি এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন। 

এ ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসটিলা গ্যাস ফিল্ডের ডিজিএম ফারুক আহমদ, কৈলাসটিলা গ্যাস ফিল্ড এমএসটি প্লান্টের ডিজিএম জাফর রায়হানসহ সংশ্লিষ্ট কূপের কাজে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীরা।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবাসিক খাতে গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ করা হয়। এর পর ২০১৩ সালে একবার উদ্যোগ নেওয়া হলেও ২০২১ সালে পুরোপুরিভাবে গ্যাস সংযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকারের জ্বালানি বিভাগ। 

আবাসিকে গ্যাস সংযোগ বন্ধের এ সিদ্ধান্তকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলছে। পাশাপাশি গ্যাস উত্তোলন হয় সেসব এলাকায় সেসব এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভও সৃষ্টি হয়। এতে বিভিন্ন সময় এসব এলাকার মানুষজন মানববন্ধন, স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি করছেন।

শাকিলা/পপি/

চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ড. ইউনূস

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:০৬ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৫, ০১:০৭ পিএম
চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ড. ইউনূস
লন্ডনের বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস ইউং

লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৃহস্পতিবার (১২ জুন) একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টার এই বৈঠকে কী নিয়ে আলোচনা হলো, সেদিকে দৃষ্টি ছিল অনেকের।

বৃহস্পতিবার বিকেলে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ দেওয়ার আগেই দুজনের মধ্যে এই বৈঠক হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোন কোন ক্ষেত্রে সংস্কারের পদক্ষেপ নিচ্ছে, সেসব বিষয়ে ড. ইউনূস রাজা তৃতীয় চার্লসকে অবহিত করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘রাজা চার্লস ড. ইউনূসকে অনেক দিন ধরে চেনেন। সে জন্য তাদের মধ্যে অনেক ধরনের আলোচনা হয়। আধা ঘণ্টার এই বৈঠক খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল। আমরা বলব, এই সফরের সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এটি।’ তিনি বলেন, এটি একটি ব্যক্তিগত বৈঠক ছিল। এ বৈঠকে অন্য কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকে বাংলাদেশের যে বড় রকমের ট্রানজিশন হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা লন্ডনে তার হোটেলে ফিরে যান। 

এদিকে বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেছেন। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস অধ্যাপক ইউনূসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং পরিবেশ-প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত করেন।

২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপন হিসেবে নতুন এই পুরস্কার প্রবর্তন করেন। এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে এই অ্যাওয়ার্ড দেশের জন্য একটি বড় স্বীকৃতি। প্রধান উপদেষ্টাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তার সারা জীবনের কাজের স্বীকৃতি হিসেবে। এসব কাজের উদাহরণ হিসেবে তিনি ‘মাইক্রোক্রেডিটের (ক্ষুদ্রঋণ)’ কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মাইক্রোক্রেডিট সারা বিশ্বে দারিদ্র্য কমিয়ে আনার জন্য বড় ধরনের একটি মাধ্যম। প্রধান উপদেষ্টা সোশ্যাল বিজনেস নিয়েও কাজ করছেন, যা পৃথিবীর মানুষের দারিদ্র্য কমিয়ে আনতে পারে। বিশ্বের অনেক ইস্যু আছে, যেগুলোতে প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি কাজ করতে পারে না, সেখানে সোশ্যাল বিজনেস কাজ করতে পারে। এ ছাড়া ড. ইউনূস ‘থ্রি-জিরো’ নিয়ে কাজ করছেন। মানুষের জন্য প্রধান উপদেষ্টার সারা জীবনের যে ডেডিকেশন, মানুষের মঙ্গলের জন্য যে কাজগুলো তিনি করেছেন, কিং চার্লসের এই পুরস্কার সেসব কাজেরই স্বীকৃতি।

কিং চার্লসের সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক অনেক পুরোনো উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘কিং চার্লস ড. ইউনূসের কাজের সম্পর্কে পুরোপুরি জানেন। কিং চার্লস একজন দরিদ্রবান্ধব কিং, তার পরিবেশ নিয়ে খুব ভালো ভালো কাজ আছে। ড. ইউনূস যতগুলো বই লিখেছেন, তার মধ্যে একটা বড় বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছিলেন কিং চার্লস। বইটি খুবই ব্লকবাস্টার ছিল।

একান্ত বৈঠকের পরই আরেকটি ‘অভূতপূর্ব ঘটনা’ ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বৈঠকের পরে কিং চার্লস ও তার কুইন ক্যামিলা প্রধান উপদেষ্টাকে তাদের সইসংবলিত একটি উপহার দেন। সেটা প্রধান উপদেষ্টার জন্য খুবই সম্মানের। তাদের মধ্যে যে পুরোনো সম্পর্ক, তারা দুজনে দুজনকে চেনেন এবং দুজনের পারস্পরিক যে সম্মানের জায়গা, আমরা বলব সেখান থেকেই কিং চার্লস ড. ইউনূসকে বিরল সম্মান দেখিয়েছেন।’