ঢাকা ১৭ কার্তিক ১৪৩১, শনিবার, ০২ নভেম্বর ২০২৪

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ‘সংকটজনক’

প্রকাশ: ২২ মে ২০২৪, ০১:১০ পিএম
আপডেট: ২২ মে ২০২৪, ০১:১১ পিএম
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ‘সংকটজনক’
ছবি : সংগৃহীত

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ‘সংকটজনক’ অবস্থায় রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বের ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১২৮তম। বর্তমানে স্কোর ১২। গত ১০ বছরে এই স্কোর কমেছে ৮ পয়েন্ট। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনের ‘বৈশ্বিক মতপ্রকাশ প্রতিবেদন-২০২৪’ এ এসব তথ্য তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর গুলশানে লেকশোর হাইটস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরা হয়। ২০১৭ সাল থেকে ‘বৈশ্বিক মতপ্রকাশ প্রতিবেদন’ প্রকাশ করে আসছে আর্টিকেল নাইনটিন।

মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশে একযোগে এই প্রতিবেদন প্রকাশ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম। প্রতিবেদনে ২৫টি সূচক ব্যবহার করে ১৬১টি দেশের মতপ্রকাশের স্বাধীনতা পরিমাপ করা হয়েছে। এসব সূচককে ছয়টি বড় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সূচকগুলোর বিপরীতে ০ থেকে ১০০ পর্যন্ত মতপ্রকাশ স্কোর নির্ধারণ করা হয়েছে। স্কোরের ভিত্তিতে ‘সংকটজনক’, ‘অতি বাধাগ্রস্ত’, ‘বাধাগ্রস্ত’, ‘স্বল্প বাধাগ্রস্ত’ ও ‘মুক্ত’- এই পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা ‘সংকটজনক’ শ্রেণিতে রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১২। পাঁচ বছর ধরেই বাংলাদেশের স্কোর ১১ ও ১২-এর মধ্যে আটকে আছে। গত দুই যুগে বাংলাদেশের স্কোর কমেছে ৩২ পয়েন্ট। ২০০০ সালে মতপ্রকাশের দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ‘বাধাগ্রস্ত’ শ্রেণিতে।

সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশে গণমাধ্যম ও নাগরিক সমাজের জন্য ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। সমালোচনা গ্রহণ করার সংস্কৃতি দেশে গড়ে ওঠেনি। ক্ষমতার রাজনীতির হাতে মতপ্রকাশ জিম্মি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি ও সভা-সমাবেশ করার অধিকারের দিক থেকে বাংলাদেশ পিছিয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ বাংলাদেশের স্কোর থেকে ভয়াবহতা বোঝা যায় না। সরকারের মনস্তত্ত্ব হচ্ছে নিয়ন্ত্রণ করে ফেলা। সরকার সত্যিকারের গণতান্ত্রিক হলে বিরুদ্ধ মত নিয়ন্ত্রণ করতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ ও চর্চা, একটা ন্যূনতম পর্যায়ে না গেলে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত পর্যায় থেকে উত্তরণ হবে না।’

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, সরকার জনগণকে ভয় পেলে সেটি বিপজ্জনক। সরকার জনগণকে ভয় পেলে তারা নানাভাবে আইন দিয়ে সেটা মোকাবিলা করার চেষ্টা করে। সাইবার নিরাপত্তা আইন হয়েছে। সেটি ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে কিছুটা নমনীয়। কিন্তু ভয়ের সংস্কৃতি রয়েই গেছে। যত দিন এই ভয়ের সংস্কৃতি থাকবে, তত দিন মতপ্রকাশের স্বাধীনতায় অবনতি ঘটতে থাকবে।

মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে বললো ইসকন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম
মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে বললো ইসকন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। ছবি: খবরের কাগজ

বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ভারতীয় গোয়েন্দা সংস্থা র’য়ের অ্যাজেন্ট, জঙ্গি সংগঠন উল্লেখ করে নিষিদ্ধ করার কথা বলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সাত দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়াসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘ইসকন সম্পর্কে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য ও সংবাদের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘আমরা সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানতে পেরেছি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইসকনকে জঙ্গি সংগঠন বলেছেন। তিনি আমাদের র’য়ের অ্যাজেন্ট বলেছেন। ছাত্রলীগের সঙ্গে জড়িয়েছেন। উনাকে এসব প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে। ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দু ধর্ম প্রচার করে। আমরা আমেরিকা, রাশিয়া বা কোনো দেশের গোয়েন্দা সংস্থা না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘সম্প্রতি আমরা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষ থেকে আমাদের সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য হুমকি এবং নিষেধাজ্ঞার আহ্বানের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি। তার বক্তব্য শুধু আমাদের সংগঠনকেই আঘাত করেনি, বরং এটি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং সামাজিক ঐক্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের বিশ্বাস, এ ধরনের অযাচিত ও ভিত্তিহীন বক্তব্য দেশের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর। মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চান, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাব। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি বলেন. ‘আমরা লক্ষ্য করছি, সম্প্রতি বিভিন্ন মহল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসকন বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে। যেমন, সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদসমূহে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে যে ছবি বা পতাকার কথা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, ইসকনের কোনো নিজস্ব পতাকা নেই। যে পতাকাটি দেখানো হয়েছে, তার সঙ্গে ইসকনের কোনো সংশ্লিষ্টতা নেই। ইসকন বাংলাদেশ তার সব কর্মকাণ্ডে আইন ও শৃঙ্খলা মেনে চলে এবং বাংলাদেশে শান্তি, সহনশীলতা ও ধর্মীয় ঐক্য বজায় রাখার জন্য দৃঢ়নিষ্ঠ। তাই এসব গুজবের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক সংগঠনের বিরুদ্ধে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইসকন একটি অরাজনৈতিক ধর্মীয় আন্তর্জাতিক সংগঠন। ইসকন বাংলাদেশ বরাবরই সবার প্রতি মানবিক সহমর্মিতা ও ধর্মীয় সহনশীলতার বার্তা প্রচার করেছে এবং জাতীয় সম্প্রীতি ও ঐক্যের পক্ষে কাজ করেছে। সুতরাং, এসব মিথ্যা প্রচারণা শুধু বাংলাদেশ ইসকনের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসকনের পাশাপাশি বাংলাদেশের সুনাম নষ্ট করছে এবং আমরা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানাই। সেইসঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাই যে, তারা যেন এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করে।’

ইসকনের সাধারণ সম্পাদক বলেন, ‘সংখ্যালঘুদের ন্যায্য আট দফা দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করি। পাশাপাশি, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদ এবং সনাতনীদের প্রতিমা, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুট, অগ্নিসংযোগ, পুলিশ-শিক্ষকদের লাঞ্ছনা করে অব্যাহতি দেওয়া এবং ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেইসঙ্গে অনতিবিলম্বে সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হামলা বন্ধ করার জন্য বর্তমান প্রশাসনের নিকট সবিনয়ে অনুরোধ করছি।’

সেইসঙ্গে, যারা গুজব ছড়িয়ে অথবা ইসকনকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান তিনি।

জয়ন্ত সাহা/অমিয়/

মিরপুরে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আটক ৩

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০১:০২ পিএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০১:০৪ পিএম
মিরপুরে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আটক ৩
অগ্নিসংযোগের ঘটনায় আটক তিনজন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় গত বৃহস্পতিবারের সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং ভাষানটেক থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- রিফাত, হৃদয় ও ইয়াছিন।

পরে তাদের আরও জিজ্ঞাসাবাদ ও আইনি পদক্ষেপের জন্য ভাষানটেক থানায় হস্তান্তর করা হয়।

বিবৃতিতে আইএসপিআর জানায়, ইচ্ছাকৃত সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, জনমনে আতঙ্ক সৃষ্টি ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের জন্য দায়ীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার ঢাকার মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় পোশাকশ্রমিকরা বিক্ষোভের সময় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসম তারা ইট-পাথর নিক্ষেপ করে এবং সেনাবাহিনী ও পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের হঠিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি গুলি ছোড়ে। এতে দুই পোশাকশ্রমিক আহত হন।

অমিয়/

শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের অফিস দখলের অভিযোগ

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১১:০৬ এএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১১:০৬ এএম
শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের অফিস দখলের অভিযোগ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি অফিস দখলের অভিযোগ উঠেছে অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে (অ্যাভসেক)।

এ ঘটনায় গত মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার জাকির হোসেন ওই জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে অ্যাভসেকে কর্মরত স্কোয়াড্রন লিডার তাসফিক তার ব্যবহৃত মুঠোফোন নম্বর থেকে ফোন দিয়ে জানান, ‘অ্যাপ্রন এরিয়ার ৩৩ নম্বর গেটে আপনাদের (এপিবিএন) অফিস থেকে মালামাল সরিয়ে ৮ নম্বর হ্যাঙ্গার গেটে রাখা হয়েছে। আপনাদের পুলিশ সদস্য পাঠিয়ে এগুলো নিয়ে যান।’

পরে সহকারী পুলিশ সুপার জাকির এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

সাধারণ ডায়েরিতে বলা হয়, ঊর্ধ্বতন কর্মকর্তারা আগে না জানিয়ে কেন মালামালগুলো সরিয়ে অন্য জায়গায় রাখলেন, এমন প্রশ্নে অ্যাভসেকের উপপরিচালক (অপারেশন) সাইফুর রহমান জানান, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ও অ্যাভসেকের পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীরের নির্দেশে এগুলো সরানো হয়েছে।

হানিফ ফ্লাইওভারে গাড়িচালকের লাশ উদ্ধার

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৪ এএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৪ এএম
হানিফ ফ্লাইওভারে গাড়িচালকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার থেকে সোহেল মিয়া (৪৮) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১ নভেম্বর) ভোর ৬টার দিকে লাশ উদ্ধার করা হয়।

সোহেল শরীয়তপুরের নড়িয়া উপজেলার খোকনকান্দি গ্রামের মোকলেসুর রহমানের ছেলে। তিনি সবুজবাগের বাসাবো কদমতলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

সোহেল মিয়ার আত্মীয় হাবিবুর রহমান বলেন, ‘‘সোহেল নিজের প্রাইভেটকার চালাতেন। গত বৃহস্পতিবার তিনি উত্তর বাসাবো ঝিলপাড় গ্যারেজে গাড়ি মেরামত করার জন্য যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে সোহেলের খোঁজে তার স্ত্রী শারমিন ঝিলপাড় গ্যারেজে যান। এ সময় গ্যারেজমালিক রুবেল বলেন, ‘তাকে পার্টস আনতে পাঠিয়েছি।’ এ কথা শুনে শারমিন কয়েকবার সোহলের মোবাইল ফোনে কল দেন। কিন্তু তাকে তিনি ফোনে পাননি। পরে সবুজবাগ থানায় একটা জিডি করেন। এ ঘটনার পর থেকে গ্যারেজমালিক রুবেল পলাতক রয়েছেন।’’

যাত্রাবাড়ী থানার এসআই মো. আমির হোসেন বলেন, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার লোকজন একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর আমরা ঘটনাস্থলে যাই। পরে ধোলাইপাড় এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় সোহেল মিয়ার লাশ উদ্ধার করি। তার মাথার বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তু ও ধারালো অস্ত্রের আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেঙ্গুতে চলতি বছর ৩০০ জনের প্রাণহানি, একদিনে আরও ৩ মৃত্যু

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম
ডেঙ্গুতে চলতি বছর ৩০০ জনের প্রাণহানি, একদিনে আরও ৩ মৃত্যু

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩০০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগের ১২ জন, চট্টগ্রামে ৬৩, ঢাকা বিভাগে ৩৫, ঢাকা উত্তরে ১৪৮, ঢাকা দক্ষিণে ২৮, খুলনা বিভাগে ৪৬, ময়মনসিংহ বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ২০ এবং সিলেট বিভাগের ৫ জন রয়েছেন। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং অন্যজন ময়মনসিংহ জেলার। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬২ জন। এ নিয়ে ৫৭ হাজার ৯৩৮ জন ছাড়পত্র পেয়েছেন।