ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

আইএমওর মহাসচিব ঢাকায় আসছেন আজ রাতে

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১২:৫১ পিএম
আইএমওর মহাসচিব ঢাকায় আসছেন আজ রাতে
আইএমও মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো চার দিনের সফরে বাংলাদেশে আসছেন।

বুধবার (২৯ মে) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আইএমও’র ১০ম মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ বৃহস্পতিবার সকালে (৩০ মে) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

তারপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে সভা করবেন। 

বিকেলে তিনি নৌপরিবহন অধিদপ্তর পরিদর্শন করবেন। সেখানে এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস) প্রকল্পের বিষয়ে তাকে অবহিত করা হবে।

ডোমিনগেজ ৩১ মে সকালে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখানে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস), মহেশখালী এলএনজি টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, সিঙ্গেল বয়া মুরিং ও অন্যান্য বন্দরের ওপর তাকে ব্রিফ করা হবে। মহাসচিব সেদিন বিকেলে চট্টগ্রামে শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করবেন।

১ জুন মহাসচিব চট্টগ্রাম মেরিন একাডেমি পরিদর্শন করবেন। সেখানে বাংলাদেশে মেরিটাইম শিক্ষাব্যবস্থার ওপর তাকে ব্রিফিং করা হবে। চট্টগ্রাম মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ক্যাডেটরা চট্টগ্রাম মেরিন একাডেমির প্যারেড গ্রাউন্ডে তাকে ‘গার্ড অব অনার’ দেবেন। ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল মেরিটাইম ল’ ইনস্টিটিউটের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পক্ষ তাকে সংবর্ধনা দেওয়া হবে। 

সন্ধ্যায় ঢাকায় তার সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। 

২ জুন সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আইএমও জাতিসংঘের শিপিংসংক্রান্ত সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা। এটি শিপিং সুরক্ষা, নিরাপত্তা এবং জাহাজ দিয়ে সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় দূষণ প্রতিরোধের দায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী কাজ করে থাকে। আইএমও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সহায়তা করে। বৈশ্বিক সামুদ্রিক শিল্প ও সরকারের সব নিয়ন্ত্রক আর্থিক, আইনগত ও কারিগরি সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৭৬টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি মর্যাদাপূর্ণ সংস্থা। 

আইএমওর প্রধান কার্যালয় লন্ডনে। বর্তমান মহাসচিব ২০২৩ সালের জুলাই মাসে আইএমওর মহাসচিব নির্বাচিত হন। 

গত বছরের ১ ডিসেম্বর আইএমও নির্বাহী পরিষদে নির্বাচনে বাংলাদেশ ২০২৪-২৫ সালের জন্য ক্যাটাগরি-‘সি’ তে জয়লাভ করেছে।

অমিয়/

কপ-২৯ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম
কপ-২৯ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

কপ-২৯ জলবায়ু সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট ও আরব-আমিরাতে প্রেসিডেন্টসহ ২০ জন বিশ্ব নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা জলবায়ু সংকট সমাধানের উপায় এবং পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই জলবায়ু সম্মেলনে তারা এ বিয়য়ে আলোচনা করেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ঘানার রাষ্ট্রপতি নানা আকুফো-আড্ডো, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রপতি ডেনিস বেচিরোভিচ সাক্ষাত করেছেন।

এছাড়া তিনি বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি, আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা, লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারির সাথেও সাইডলাইনে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, জলবায়ু সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট ও আরব-আমিরাতে প্রেসিডেন্টসহ ২০ জন বিশ্ব নেতা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অধ্যাপক ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অধ্যাপক ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশি শ্রমিককে মুক্তি দেওয়ায় প্রধান উপদেষ্টা আরব-আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলননে অংশগ্রহণের লক্ষ্যে বর্তমানে চার দিনের সরকারি সফরে বাকুতে অবস্থান করছেন।

সোমবার আজারবাইজানের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাকু পৌঁছান।

তিনি কপ-২৯ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং সাইডলাইনে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

গতকাল ১১ নভেম্বর সোমবার সম্মেলন শুরু হয়েছে, যা চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

বৈশ্বিক জলবায়ু সংকট সমাধানের লক্ষ্যে এবারের সম্মেলনে প্রায় ২০০ দেশের শীর্ষস্থানীয় নেতারা একত্রিত হয়েছেন।

এবারের সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থসহায়তা দেওয়ার পথ খুঁজে বের করা।

অমিয়/

১২ নভেম্বর ‘উপকূল দিবস’ দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
১২ নভেম্বর ‘উপকূল দিবস’ দাবিতে মানববন্ধন
১২ নভেম্বর ‘উপকূল দিবস’ দাবিতে মানববন্ধন। ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার শ্যামনগরে ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এই দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। যে ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন, তাদের কেন স্মরণ করা হবে না, তাদের স্মরণে ও উপকূলের উন্নয়নে কেন একটি দিবস হবে না?

বক্তারা আরও বলেন, তিনটি পার্বত্য জেলা নিয়ে মন্ত্রণালয় আছে। উপকূলের ১৯ জেলা নিয়ে কেন মন্ত্রণালয় গঠন করা হবে না?

এ সময় তারা ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা ও উপকূলবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি এবং দুর্যোগ ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনের শুরুতে স্বেচ্ছাসেবীরা ১৯৭০এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন।

এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আনুমানিক ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। সাগর, নদী, খাল-বিলে ভেসে ছিল অসংখ্য লাশ। এতে মারা যায় প্রায় এক কোটি গবাদি পশু। ঘরবাড়ি, স্বজন হারিয়ে পথে বসেন উপকূলের লাখ লাখ মানুষ।

২০১৮ সালের মে মাসে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বিশ্বের শীর্ষ পাঁচটি ভয়াবহ প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের তালিকা প্রকাশ করে। সেখানে এই ঘূর্ণিঝড়টিকে প্রাণঘাতীতে প্রথম স্থানে রাখা হয়। 

সবুজ সংহতি-যুব সমন্বয় কমিটি, স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠানের (বারসিক) আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শ্যামনগর উপজেলা সবুজ সংহতির আহ্বাহক কুমুদ রঞ্জন, শ্যামনগর পৌরসভার সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস, কোহিনুর ইসলাম, বিশ্বজিৎ মন্ডল, প্রতিমা চক্রবর্তী ও বর্ষা গাইন।

সুলতান শাহাজান/সুমন/অমিয়/

বাধ্যতামূলক ব্যাংকিং ডিপ্লোমা তুলে দিতে গভর্নরকে নতুন প্রস্তাব

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
বাধ্যতামূলক ব্যাংকিং ডিপ্লোমা তুলে দিতে গভর্নরকে নতুন প্রস্তাব
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়। ছবি: সংগৃহীত

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে বহুল আলোচিত ‘বাধ্যতামূলক ব্যাংকিং ডিপ্লোমা’ তুলে দেওয়ার নতুন প্রস্তাব দিয়েছেন সরকারি ও বেসরকারি ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও)।

তবে ডিপ্লোমাধারীদের মূল্যায়নের ক্ষেত্রে অতিরিক্ত ৫ নম্বর যোগ করা যেতে পারে বলেও অভিমত দিয়েছেন তারা।

সোমবার (১১ নভেম্বর) গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে তার কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে এমডি ও সিইওরা এ দাবি জানান বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা।
 
মুখপাত্র আরও জানান, এ দাবির বিষয়ে প্রয়োজনে একটি কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়ার কথাও এমডি ও সিইওরা উল্লেখ করেছেন। জবাবে গভর্নর তাদের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। গভর্নর এ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার পক্ষে মত দিয়েছেন বলে মুখপাত্র জানান।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করে। এই নিয়ম আরোপের পর গত দুই বছরে অসংখ্য কর্মকর্তা পেশাগত জ্যেষ্ঠতা ও দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পদোন্নতিবঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বৈষম্যমূলক ব্যবস্থার নিরসন করতেই এমডি ও সিইওরা নতুন করে প্রস্তাবনা দিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ওই সভায় বৈদেশিক মুদ্রার সরবরাহ, রিজার্ভ ও বিনিময় হার সম্পর্কিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। শীর্ষ ব্যাংকাররা এ সময় গভর্নরকে জানান, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার সরবরাহে কোনো ঘাটতি নেই এবং আগামী জানুয়ারি নাগাদ পরিস্থিতির আরও উন্নতি হবে।
 
মুখপাত্র জানান, যেসব ব্যাংকের বিরুদ্ধে আমদানি দায় পরিশোধে দেরি করার অভিযোগ রয়েছে, সেসব ব্যাংকের বিরুদ্ধে নতুন ঋণপত্র খোলার অনুমোদন বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সতর্ক করে দেন গভর্নর।

মুখপাত্র জানান, গভর্নর এমডি ও সিইওদের অনুরোধ করেন যে সচ্ছল ব্যাংকগুলো তারল্যসংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে সহায়তা করতে যেন এগিয়ে আসে। এ ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুত গ্যারান্টি কার্যকর রাখা হয়েছে। তারল্য সহায়তা পেলে দুর্বল ব্যাংকগুলো নিজেদের উন্নয়নের সুযোগ পাবে এবং ব্যাংকিং খাত নিয়ে সৃষ্ট নেতিবাচক ধারণার অবসান হবে।

সভায় সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, ব্র্যাক, এনসিসি, এমটিবি, যমুনা ব্যাংকসহ আরও ৯টি বেসরকারি ব্যাংকের এমডি ও সিইওরা যোগ দেন বলে মুখপাত্র জানিয়েছেন।

সিলেটের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
সিলেটের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার
নাশকতা ও সহিংসতা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী এহিয়া

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ ও র‍্যাব-১।

র‍্যাব-৯ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালি থানায় নাশকতা ও সহিংসতা মামলা হয় সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও র‌্যাব-১, সিপিসি-২, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিউর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে এসএমপি সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন তিনি। এরপর এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

শাকিলা ববি/সালমান/

বিএমএর ‘হল অব ফেমে’ অন্তর্ভুক্ত হলেন সেনাপ্রধান

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম
বিএমএর ‘হল অব ফেমে’ অন্তর্ভুক্ত হলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । ছবি :সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার(১১ নভেম্বর)  চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সপ্তম সেনাপ্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেম’–এ অন্তর্ভুক্ত হন। 

এ সময় সেনাবাহিনী প্রধানের সহধর্মিণীও উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রামে ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান। 

সোমবার চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে তিনি এ প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও সেনাবাহিনী প্রধান গতকাল চট্টগ্রামে রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণ করেন।
 
আইএসপিআর জানিয়েছে, চট্টগ্রামে রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। 

এ ছাড়া আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারির সব সদস্যদের প্রতি আহ্বান জানান।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী প্রধান চট্টগ্রামের ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোডসংলগ্ন খিল্লাপাড়ায় ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই হাসপাতাল নির্মাণ সুদক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারের উন্নত চিকিৎসা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

 বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২০ ডিসেম্বর ১৯৮৫ তারিখে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ১৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত করে কোর অব ইনফেন্ট্রিতে কমিশন লাভ করেন। তিনি ২০২৪ সালের ২৩ জুন ১৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।