ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আইএমও মহাসচিবের সম্মানে ডিনার ও কালচারাল ইভেন্ট

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৯:৫২ পিএম
আপডেট: ০১ জুন ২০২৪, ০৯:৫৩ পিএম
আইএমও মহাসচিবের সম্মানে ডিনার ও কালচারাল ইভেন্ট
ছবি : সংগৃহীত

সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো (Arsenio Antonio Dominguez Velasco) এর সম্মানে নৌপরিবহন মন্ত্রণালয় ডিনার ও কালচারাল ইভেন্টের আয়োজন করেছে।

শনিবার (১ জুন) রাজধানীর একটি হোটেলে এ 'ডিনার ও কালচারাল ইভেন্ট' এর আয়োজন করা হয়। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, আইএমও মহাসচিব, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম বক্তব্য রাখেন। সিনিয়র সচিব আইএমও'র মহাসচিবকে ক্রেস্ট উপহার দেন।

বিজিবির ১০৩তম ব্যাচে শপথ নেবেন ৬৯৪ সৈনিক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:১৪ এএম
বিজিবির ১০৩তম ব্যাচে শপথ নেবেন ৬৯৪ সৈনিক
ছবি: খবরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০২তম রিক্রুট ব্যাচের সৈনিকদের (নারী-পুরুষ) সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শপথ নেবেন ৬৯৪ সৈনিক।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন করবেন। 

এ সময় বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত থাকার কথা রয়েছে। 

১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ২৬ জানুয়ারি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এ শুরু হয়। দীর্ঘ ২৪ সপ্তাহের কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন হয়। 

সর্বমোট ৬৯৪ জন রিক্রুটের মধ্যে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।

শেখ জাহাঙ্গীর/অমিয়/

তিন বোর্ডে আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:১৯ এএম
তিন বোর্ডে আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড

চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ায় পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানায়।

বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার্থীদের নিয়মিত নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

কুমিল্লা বোর্ড: প্লাবনে স্থগিত পরীক্ষা
ভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলের ফলে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় প্লাবনের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে। বোর্ড জানিয়েছে, আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

মাদ্রাসা বোর্ড: সারা দেশে স্থগিত আলিম পরীক্ষা
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের পরীক্ষা সারা দেশে একযোগে একই প্রশ্নে অনুষ্ঠিত হয়। তাই কোনো এলাকায় সমস্যা দেখা দিলে আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে না। সে কারণেই সারাদেশেই ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে হয়েছে।’

কারিগরি বোর্ড: ভোকেশনালসহ সব পরীক্ষা বন্ধ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও একই কারণে আজকের সব পরীক্ষা স্থগিত করেছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর সংবাদমাধ্যমকে জানান, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারাদেশেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

অমিয়/

এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে
খবরের কাগজ (ফাইল ফটো)

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে। 

সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠান Result sheet download করতে পারবে। 

এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে। 

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। এসএমএসের জন্য SSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2025 Send to 16222।

গত ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা চলে ২২ মে পর্যন্ত। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। 

এইচএসসি’র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৩২ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:২০ এএম
এইচএসসি’র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
ছবি: সংগৃহীত

অতি ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের (১০ জুলাই) সব এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরিন ।

জানা গেছে, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় ১০ জুলাই অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষিতে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কুমিল্লা শিক্ষা বোর্ড। সে সিদ্ধান্ত মোতাবেক ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে- এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

১০ জুলাই কুমিল্লা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মূলত, চলতি সপ্তাহজুড়ে কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায় নদনদীর পানি বৃদ্ধি ও শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ার ফলে ১০ জুলাইয়ের পরীক্ষাকে ঘিরে অনেক অভিভাবক ও শিক্ষার্থী দুশ্চিন্তায় ছিলেন।

এর আগে, গত ২৬ জুন সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হওয়ার সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

জহির শান্ত/সুমন/

ইসির নীতিগত সিদ্ধান্ত ভোটের প্রতীক হিসেবে ‘শাপলা’ থাকবে না

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম
ভোটের প্রতীক হিসেবে ‘শাপলা’ থাকবে না
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলা’কে নির্বাচন পরিচালনা বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশনের এবারের চলমান দল নিবন্ধন কার্যক্রমে নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও দলীয় প্রতীক হিসেবে প্রথম পছন্দ হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনে আবেদন করেছে। তবে শাপলা জাতীয় প্রতীক হওয়ায় কোনো দলের জন্য নির্বাচনি প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল এ এম এম নাসির উদ্দিন কমিশন।

এ বিষয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি শাপলা প্রতীকের তফসিলে থাকবে না। জাতীয় প্রতীকের কারণেই মূলত এ সিদ্ধান্ত। জাতীয় প্রতীকের চিহ্ন সংবিধানে বলা রয়েছে- জাতীয় প্রতীক থাকবে পানির মধ্যে ভাসমান শাপলা; দুই ধারে ধানের শীষ। শাপলা যেহেতু জাতীয় প্রতীক, এ প্রতীকের ডিগনিটি, সম্মান রক্ষার্থে আইন বিধি রয়েছে। সেটার আলোকে অনেক আগেও সিদ্ধান্ত হয়েছে; আমরাও এটাকে বাদ দিয়েছি (প্রতীক তালিকায়। প্রতীকের বর্ধিত নতুন তালিকা মন্ত্রণালয়ে যাবে।।’

এই কমিশনার আরও জানান, জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার বিষয়ে সুস্পষ্ট আইনি নির্দেশনা রয়েছে। সংবিধানেও জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে। এ দুটোর মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য আইন করা হয়েছে; একটা বিধিমালা করা হয়েছে। কোনো ব্যাপারে জাতীয় ফুল, জাতীয় পাখির ব্যাপারে সুনির্দিষ্ট নেই।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার বিদ্যমান ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করার উদ্যোগ নিয়েছে ইসি। সেই লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভেটিংয়ের জন্য তা শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এলিস/সুমন