‘আজকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত এবং নামধারী বুদ্ধিজীবী তারা কোনো উন্নয়ন দেখতে পান না’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘জাতিসংঘ মহাসচিব এবং ওআইসি মহাসচিব সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। আর বিএনপি-জামায়াত ও নামধারী বুদ্ধিজীবীরা তার বিষোদগারে ব্যস্ত। প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন। তাদের বুদ্ধি যেন উন্নয়নের কাজে লাগে, অপপ্রচারের কাজে নয়।’
মঙ্গলবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ-উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আদালত এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে শাস্তি দেওয়া হয়েছে, অথচ তিনি আদালতের ওপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করেছেন। অথচ আমাদের দেশে আদালত স্বাধীনভাবে কাজ করেন।’
বিএনপির শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। কেউ দুর্নীতি করলে তার বিচার হয়। আর বিএনপি হাওয়া ভবন করে দুর্নীতির সুযোগ করে দিত। একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা। আপনাদের আমলে হাওয়া ভবন, খোয়াব ভবন ছিল। হাওয়া ভবনের বিষয়ে আপনারা জানেন, আর খোয়াব ভবনের বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তাকে হত্যা করা হয়। তবে একটি স্বাধীন দেশকে এগিয়ে নিতে যে ভিত রচনা করা দরকার, তা বঙ্গবন্ধু করে গেছেন। আমরা যে সমুদ্রসীমা অর্জন করেছি তার ভিত্তিও বঙ্গবন্ধু করে গেছেন। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে যে চুক্তি করেছিলেন ভারতের সঙ্গে, সেই চুক্তির বলেই আমাদের ছিটমহলগুলো পেয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট যে মহাকাশে আছে, তার ভিতও বঙ্গবন্ধুই রচনা করে গেছেন। আর সেই ভিত নিয়েই শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। দেশকে আধুনিক স্মার্ট দেশে রূপান্তর করছেন।’
এ সময় স্বাধীনতাবিরোধী সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, প্রত্যাগত আওয়ামী প্রবাসী লীগ মো. আল মামুন সরকার, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন টয়েল প্রমুখ।