সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনির চালান জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে জালালাবাদ থানা এলাকায় উমাইরগাঁওয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পুলিশ এই চিনি জব্দ করা হয়।
এ সময় একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারও জব্দ করা হয়।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে একটি ট্রাকসহ ১৩ হাজার ৭২০ কেজি ভারতীয় চিনি জব্দ ও একজনকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি খবরের কাগজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জালালাবাদ থানা এলাকার উমাইরগাঁওয়ে অবস্থান নিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। চেকপোস্ট দেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ১৪টি ট্রাকের অন্তত তিনজন করে বাহক থাকার কথা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত অর্ধশত চোরাকারবারি এই চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনায় মামলা করে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখা হবে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘ভারতীয় চিনির বিরুদ্ধে সাাঁড়াশি অভিযান চালানোর নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সবকটি থানার মুখে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের নির্দেশনা রয়েছে। কোনোভাবে অবৈধ চিনি মহানগরী এলাকায় যাতে প্রবেশ না করতে পারে, এ জন্য মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সর্বোচ্চ তৎপর রয়েছে।’
সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চিনি নিয়ে খবরের কাগজে অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও স্টোরি প্রকাশের ২৪ ঘন্টার মাথায় দুটো সাাঁড়াশি অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
> চোরাইপথে অবাধে আসছে, ধ্বংসের পথে দেশি চিনিশিল্প
> ভারতীয় চোরাই চিনিতে বাজার সয়লাব, থামানো যাচ্ছে না চোরাচালান
এস বি/সাদিয়া নাহার/অমিয়/