ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩২, রোববার, ০৮ জুন ২০২৫
English

কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন হচ্ছে : কৃষিমন্ত্রী

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৫:৪৭ পিএম
কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন হচ্ছে : কৃষিমন্ত্রী

দেশের কৃষি জমি রক্ষায় ‌‘কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন’ নামে একটি আইন পাসের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। এ সময় দেশে আবাদযোগ্য জমি প্রায় অর্ধেকে নেমে এসেছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশের মোট আয়তন ১ কোটি ৪৯ লাখ ২১ হাজার হেক্টর ও মোট আবাদযোগ্য জমি রয়েছে ৮৮ লাখ ১৭ হাজার ৯৩৫ হেক্টর অর্থাৎ প্রায় ৫৯ শতাংশ।’

তিনি জানান, ‘অকৃষি কাজে কৃষি জমির ব্যবহার সীমিত রাখা এবং যত্রতত্র স্থাপনা না করার বিষয়ে বিস্তারিত উল্লেখপূর্বক গৃহায়ন ও গণপূর্ত, ভূমি এবং শিল্প মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি নিশ্চিতকরণের উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এমপি আলী আজমের এক প্রশ্নের জবাবে মো. আব্দুস শহীদ বলেন, ‘জমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে মাটি পরীক্ষা করে সার সুপারিশ দেওয়া হয়েছে। সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের জন্য পরামর্শ এবং জৈব সার হিসেবে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, সবুজ সার, খামারজাত সার উৎপাদন ও ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা হয়।’

এলিস/সালমান/

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১২:১৪ এএম
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (৭ জুন) দিনভর তিনি শুভেচ্ছা বিনিমিয় করেন বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান।

তিনি জানান, দুপুরে উপদেষ্টা প্রথমে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে যান এবং সেখানকার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তাদের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন। 

এর পর উপদেষ্টা পর্যায়ক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওম) ও বাংলাদেশ কোস্টগার্ড পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন ফোর্সের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন। 

সবশেষে বাংলাদেশ কোস্টগার্ডে উপস্থিত হয়ে প্রীতিভোজ করেন উপদেষ্টা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শেষ হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পপি/

৭৫ ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য অপসারনের দাবি ডিএসসিসির

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৫, ১০:৪৬ পিএম
৭৫ ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য অপসারনের দাবি ডিএসসিসির
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দেওয়া হচ্ছে। ছবি: ইন্দ্রজিৎ কুমার ঘোষ

গত ১২ ঘণ্টার মধ্যেই ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে বলে দাবি জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (৭ জুন) রাত সাড়ে ৯টার মধ্যে এসব বর্জ্য অপসারন করা হয়েছে বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে। এর আগে শনিবার সকাল ৯টায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ডিএসসিসি। 

এ বারের ইদুল আজহায় ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ১ লাখ ৩৩ হাজার ৩১৭টি পশু কোরবানি করা হয়েছে। 

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানি শেষ করার পর নাগরিক পর্যায় থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে প্রতিটি ওয়ার্ডের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে স্থানান্তর করা হয়। পরে ডাম ট্রাকের মাধ্যমে মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্প করা হচ্ছে। ইতোমধ্যে ৩০ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রার মধ্যে প্রায় ১২ হাজার মেট্রিক টন বর্জ্য মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে। 

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় এবার দক্ষিণ সিটি করপোরেশনে ১০ হাজারের বেশি জনবল মাঠ পর্যায়ে কাজ করেছে। ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ বর্জ্য অপসারণ কার্যক্রমে ৭৫টি ওয়ার্ডে মোট ২ হাজার ৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে। এ ছাড়া নগরবাসীর মধ্যে প্রায় ৪৫ টন ব্লিচিং পাউডার, ৫ লিটার ধারণক্ষমতার ২০৭টি স্যাভলনের গ্যালন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। 

এদিকে ডিএসসিসির দাবির প্রমাণ মেলেনি সরেজমিনে।

শনিবার রাতে ঢাকার সাতমসজিদ রোড, লালবাগ, হাজারীবাগ ও আজিমপুরের বিভিন্ন অলিগলি ঘুরে দেখেছেন খবরের কাগজের প্রতিবেদকরা।

তারা বলেন, ‘বিভিন্ন অলিগলিতে কোরবানির পশুর নাড়িভুড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলতে মাইকিং করা হয়েছিল সিটি করপোরেশন ও পাড়া কমিটির পক্ষ থেকে। তবে সে কথা না শুনে এলাকাবাসী ময়লা-আবর্জনা স্তুপ করে রেখেছেন এলাকার প্রধান সড়কে। অনেকে পশুর উচ্ছিষ্ট ফেলেছেন ড্রেনে। এতে শনিবার দুপুরের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে এলাকাবাসীর।’

কামরাঙ্গীচর লোহার ব্রিজ এলাকার বাসিন্দা আবদুর রহমান খবরের কাগজকে বলেন, ‘এদিকে সিটি করপোরেশনের কোনো কর্মী কাজ করছেন বলে জানি না। তাদের কাউকে দেখিনি। কোরবানির পশুর নাড়িভুড়ি কোথায় ফেলব, চামড়া কোথায় নিয়ে রাখব জানি না। আপাতত এলাকার একটা ফাঁকা জায়গায় রাখছি। অপেক্ষা করছি, কখন ডাম্পিং ট্রাক এসে ময়লা নেবে।’

জয়ন্ত/পপি/

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৯:০০ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির সঙ্গে সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সস্ত্রীক শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৭ জুন) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান। 

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান ও তার স্ত্রী।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এসব সাক্ষাৎকারের বিষয়ে জানানো হয়।

পপি/

সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ: রসিক প্রশাসক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৫:২৭ পিএম
সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ: রসিক প্রশাসক
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম

কোরবানির বর্জ্য অপসারণে ১০ ঘণ্টা সময় বেধে দিয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)।

শনিবার (৭ জুন) সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম একথা জানান।

তিনি বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন তিনটি অঞ্চল ভাগ করে কাজ করছে। প্রতিটি অঞ্চলে পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত জনবল বরাদ্দ দেওয়া হবে।

আজ সন্ধ্যার মধ্যেই নগরীর সব বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

বিভাগীয় কমিশনার আরও বলেন, আমরা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

অমিয়/

বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে চসিক মেয়র

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৫:১২ পিএম
বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে চসিক মেয়র
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় কোরবানির কার্যক্রম ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (৭ জুন) দুপুরে নগরের চকবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি নিজ হাতে রাস্তার পাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন, যাতে অন্যরাও এ কাজে অনুপ্রেরণা পান।
 
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কোরবানির আত্মত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রামকে ক্লিন-গ্রিন-হেলদি-সেফ সিটি’ হিসেবে গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। আমরা আজ বিকেল ৫টার মধ্যে পুরো চট্টগ্রাম নগরীকে বর্জ্যমুক্ত করতে চাই।

তিনি আরও বলেন, সকাল থেকে দামপাড়া কন্ট্রোল রুমের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। 

অমিয়/