ঢাকা ১ আষাঢ় ১৪৩২, রোববার, ১৫ জুন ২০২৫

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৩:০৭ পিএম
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা
ছবি : খবরের কাগজ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৬০০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা। 

সোমবার (২৪ জুন) বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদযাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। গত শনিবার রাত ১২টা থেকে গতকাল রবিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২২ হাজার ৭০৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে যানবাহনের চাপ রয়েছে।’

জুয়েল রানা/সালমান/

নীলক্ষেতের হোস্টেল থেকে ঢাবির সাবেক ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
নীলক্ষেতের হোস্টেল থেকে ঢাবির সাবেক ছাত্রীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর নীলক্ষেতের ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে’ থেকে রিয়া আক্তার শান্তা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ জুন) দুপুরে হোস্টেলের ৩০৭ নম্বর কক্ষ থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নিউ মার্কেট থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (৭ম ব্যাচ) বিভাগের শিক্ষার্থী এবং ব্যাংকের অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, ‘এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তবে কী কারণে ঢাবির ওই সাবেক আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি, না।

আরিফ জাওয়াদ/সুমন

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:০৯ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৫, ০৬:১৯ পিএম
নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন যখনই নির্বাচনের সময় ঘোষণা করবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখনই নির্বাচনের সময় ঘোষণা করবেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী প্রস্তুত রয়েছে।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ‘এখনকার পুলিশ হচ্ছে মানবিক পুলিশ। তারা এখন ভালো ব্যবহার করে দেখেই সাধারণ জনগণ ভাবছে পুলিশ সচল হয়নি। বর্তমান পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি সক্রিয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময়ে মারধর করত বলে পুলিশকে খুব সচল বলে ভাবা হতো। কিন্তু বর্তমান সরকার এমন পুলিশ চাইছে না। আমরা মানবিক পুলিশ চাচ্ছি, যারা সবার সঙ্গে ভালো আচরণ করবে।’ 

সীমান্তে ভারতের পুশইন বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে উপযুক্ত চ্যানেলে তাদের পাঠালে আমরা নেব।’

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও আইজিপি বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সুমন/

১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৩:৩২ পিএম
১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: খবরের কাগজ

তিনটি দাবি নিয়ে রবিবার (১৫ জুন) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে কর্মসূচি পালন করেছিলেন ১৭ তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা। পরে দুপুরের দিতে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। উভয়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও তাদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর তিনটা পর্যন্ত আন্দোলনকারীরা প্রেসক্লাব ও কদমফোয়ারার কাছে অবস্থান করছিলেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, 'সকাল থেকেই তারা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে। দুপুর দেড়টার সময় তারা এখানে এসেছিল। ওনাদের আমি পাঁচজনকে সচিবালয় পাঠিয়েছিলাম যে ওনারা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কথা বলে বিষয়গুলো আপডেট জেনে আসুক। যাওয়ার পরে ওই পাঁচজন মনে হয় কোনো ধরনের নির্দেশনা দিয়েছে। সেই অনুযায়ী তারা লিংক রোডে চলে আসে। লিংক রোডে যথারীতি আমাদের একটা ব্যারিকেড আছে। সেটি যখন ভাঙার চেষ্টা করে, তখন পুলিশ প্রথমে বাধা দেয় এবং ফিরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু তারা মানছিল না, একটু বেপরোয়া হয়ে গিয়েছিল। তখন ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।  যতটুকু জেনেছি পাঁচ থেকে ছয়জন আহত হয়েছে। আমাদের দুএকজন পুলিশ সদস্যও সামান্য আহত হয়েছেন।

তিনি বলেন, সচিবালয়তো আমরা আসলে যেতেও দিতে পারি না। ওখানে তো ১৪৪ ধারা জারি করা আছে। 

সকাল থেকে যে তিনটি দাবি নিয়ে তারা আন্দোলন করছিলো সেগুলো হলো- ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দেওয়া; ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখা এবং আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএ-র সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

সাওন/মেহেদী/

সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ চূড়ান্ত হবে: সিইসি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৩:২৬ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৫, ০৩:৩২ পিএম
সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ চূড়ান্ত হবে: সিইসি
ছবি: খবরের কাগজ

সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ চূড়ান্ত করে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

রবিবার (১৫ জুন) বেলা ৩টার দিকে নির্বাচন ভবনে ইসি কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন সিইসি।

এর আগে বেলা ১১টার দিকে নির্বাচন ভবনে ইসি কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় যে কোনো সময় ভোট আয়োজনের জন্য ইসির প্রস্তুতি চলছে জানিয়ে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ইসি সব ধরনের পূর্ব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। আমাদের লক্ষ্য জাতিকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। 

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সিইসি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর।‎‎ নির্বাচন চলাকালীন সময়ে রেফারির ভূমিকায় থাকবে ইসি।’ 

‎নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে সিইসি বলেন, ‘অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি। যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। প্রধান উপদেষ্টা লন্ডন, জাপানসহ বিশ্বনেতাদের বলে যাচ্ছেন, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছেন আমাদের উপর আস্থা আছে বলে এমন ঘোষণা দিচ্ছেন।‎‎ আজকের শপথ হবে, নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায় সঙ্গভাবে কাজ করার।’

সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক; যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।‎‎’

অতীতে ইসির নানা কাজের সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সিইসি।‎‎

এলিস/অমিয়/

নেপাল থেকে আমদানি করা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে আজ

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৩:০১ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৫, ০৩:০৬ পিএম
নেপাল থেকে আমদানি করা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে আজ
ছবি: সংগৃহীত

ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করতে যাচ্ছে নেপাল।

রবিবার (১৫ জুন) মধ্যরাত থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। 

গত বছরের ৩ অক্টোবর নেপালে উৎপাদিত বিদ্যুৎ ভারতীয় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে রপ্তানির জন্য বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, নেপাল ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে।

নেপাল ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, এ বিদ্যুতের মূল্য ধরা হচ্ছে প্রতি ইউনিট শূন্য দমশিক শূন্য ৬৪ ডলার বা ৬ দশমিক ৪ সেন্ট।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে চুক্তিটি কার্যকর করার প্রতীকী পদক্ষেপ হিসেবে গত বছরের ১৫ নভেম্বর একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল নেপাল।

মেহেদী/