ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

জাতির পিতার দেখানো পথেই বাংলাদেশের সাফল্য: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১১:০৮ এএম
জাতির পিতার দেখানো পথেই বাংলাদেশের সাফল্য: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ। বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশের মুক্তি, বাংলাদেশের সাফল্য। আমাদের ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক জীবনে যা কিছু অর্জন তার সব কিছুই জাতির পিতার জন্য। বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীনতা ও বাংলাদেশই দিয়ে যাননি, আগামীর বাংলাদেশ নির্মাণের মৌলিক রূপরেখাও তিনি দিয়ে গিয়েছিলেন। সেটি নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন যাই বলি না কেন, সব জায়গায় সব কিছু করে দিয়ে গেছেন।

গতকাল শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর দেখানো পথে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর যে ইচ্ছা, যে স্বপ্ন, যে বাস্তব রূপরেখা তিনি দিয়ে গেছেন, বাংলাদেশের উন্নয়নে তিনি যে বীজ বপন করে গেছেন তার সেই দেখানো পথেই বাংলাদেশ চলছে।’

এর আগে বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মানাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ এএম
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। 

তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে নিয়ে আইন অনুযায়ী রিমান্ড চাওয়া হবে।

মাহবুব আলী হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ২০১৪ সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি বিমান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়। তবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি।

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। 

তিনি জানান, নূর মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলার তদন্তে তার নাম পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

২০০১ সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পান আসাদুজ্জামান নূর।

প্রথমবার সেনাসদরে প্রধান উপদেষ্টা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ পিএম
প্রথমবার সেনাসদরে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাসদরে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনাসদরে গেছেন। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাসদরে প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, পিএসও এএফডি, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থা, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র‌্যাবের মহাপরিচালক ও সেনাসদরের কর্মকর্তারা।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিকনির্দেশনাগুলো সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক হবে।



আসিয়ানের সদস্য পদে বাংলাদেশকে সমর্থন মালয়েশিয়ার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম
আসিয়ানের সদস্য পদে বাংলাদেশকে সমর্থন মালয়েশিয়ার
আসিয়ান

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা (আসিয়ান)-এ যোগদানের জন্য বাংলাদেশের প্রস্তাবে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক: সমৃদ্ধির দিকে যাত্রা’ শীর্ষক এক বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম এ কথা জানান।

হাইকমিশনার হাশিম বলেন, ‘আসিয়ানের ১০টি সদস্য দেশ সমমর্যাদা ধারণ করে এবং কেউ একতরফাভাবে সদস্যপদের প্রস্তুাব প্রত্যাখ্যান করতে পারে না। একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমি বলতে পারি, একদিন আপনাদের (বাংলাদেশের) জন্য এ দরজা খুলবে।’ 

এ সময় হাশিম তার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা আপনাদের বিশ্বস্ত বন্ধু। এটি আপনাদের স্বাধীনতার সূচনা থেকেই প্রমাণিত। আমরা আমাদের বাংলাদেশি বন্ধুদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি।’

বাণিজ্য, বিনিয়োগ, শ্রম অভিবাসন, প্রযুক্তিগত ও শিল্প সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বও তিনি তুলে ধরেন। এ ছাড়া তিনি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের বর্তমান অবস্থা উন্নয়নে মূল্যবান পরামর্শ এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও গভীর করারও দিকনির্দেশনা দেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান এ এফ এম গাউসুল আজম সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। অনুষ্ঠানের মাধ্যমে কোভিড মহামারির কারণে ছেদ পড়া বিআইআইএসএসের কান্ট্রি লেকচার সিরিজও পুনরায় সূচিত হয়েছে। ২০১৩ সালে প্রথম চালু হওয়া এই লেকচার সিরিজটির লক্ষ্য- অংশীদার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বোঝাপড়া বাড়ানো এবং দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ অন্বেষণ।

গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম
গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু
প্রতীকী ছবি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন অব ইনকোয়ারি এ তথ্য সংগ্রহ শুরু করেছে। এতে ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্ত করা হবে।

এ বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের কাছে অভিযোগ দাখিল করা যাবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযোগ করা যাবে। ভিকটিম পরিবারের সদস্যরা সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে কিংবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন। 

এ ছাড়া কমিশনের কার্যালয়ের ঠিকানা- ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকাতে গিয়ে সরাসরি অভিযোগ করা যাবে। তা ছাড়া কমিশনের ই-মেইল [email protected]তে যোগাযোগ করা যাবে। পাশাপাাশি ভিকটিম পরিবারের সদস্যরা হটলাইন নম্বর ০১৭০১৬৬২১২০ ও ০২-৫৮৮১২১২১-তে যোগাযোগ করতে পারবেন।