নতুন করে আবার আলোচনায় করোনা সংক্রমণ। প্রতিদিনই দেশে আক্রান্ত হচ্ছে। তবে তা বেশি না। থাইল্যান্ড ও ভারতের নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশও সতর্ক অবস্থানে রয়েছে। নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি।
কিন্তু এখনো সব বিভাগে পরীক্ষা শুরু হয়নি। নেই পর্যাপ্ত পরিমাণ কিটও। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে- দ্রুত সময়ের মধ্যে কিট পৌঁছে দেওয়া হবে। জেলা-উপজেলা পর্যায়েও যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আমাদের খুলনা প্রতিনিধি জানিয়েছেন, খুলনা বিভাগের অধিকাংশ জেলায় করোনা শনাক্তের কোনো ধরনের কিট নেই। ফলে বিভাগের কোথাও করোনা পরীক্ষা শুরু হয়নি। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার মেশিনগুলো দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় সেগুলো এখন কী অবস্থায় তা বিভাগীয় পর্যায় থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে কয়েকটি হাসপাতালে এরই মধ্যে করোনা রোগীর চিকিৎসার জন্য আলাদা শয্যা প্রস্তুত করা হয়েছে।
খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী জানান, পার্শ্ববর্তী দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় ২০টি শয্যা প্রস্তুত করা হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান জানান, খুলনা বিভাগের কোথাও এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি। কিটের চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে কিছু কিট রয়েছে সেখানে টেস্ট করানো যাবে। সব জেলা হাসপাতালে নতুন করে করোনার চিকিৎসাব্যবস্থা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে আইসোলেশনের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। তবে এখনই আতঙ্কিত না হয়ে সচেতনতা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ১৫ দিনে অন্তত ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালের শুরুতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে রাজশাহী মেডিকেল কলেজে টানা আরটি-পিসিআর পরীক্ষা চালু ছিল। যদিও মাঝে দীর্ঘসময় নতুন রোগী শনাক্ত হয়নি, তবে চলতি বছরের ২৭ মে ফের নতুন করে একজনের করোনা শনাক্ত হয়। এরপর প্রতিদিন গড়ে ৫ থেকে ২৫টি নমুনা পরীক্ষা হয় এবং গত ১৫ দিনে মোট ৯৪টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২ জুন এক দিনে ১৫টি নমুনা পরীক্ষায় ৯ জনই করোনা পজিটিভ ছিলেন, যাদের মধ্যে অধিকাংশই চিকিৎসক ও হাসপাতালের স্বাস্থ্যকর্মী।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘আমাদের পর্যাপ্ত কিট মজুত রয়েছে। যদি বড় পরিসরে সংক্রমণ না হয়, তবে পরীক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হবে। এখনো তেমন আতঙ্কের কিছু নেই। শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টগুলো খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, রামেক হাসপাতালে করোনায় আক্রান্ত কোনো রোগী ভর্তি নাই। গত সপ্তাহে একজন ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব কনসালটেন্ট এস এম ইকরাম হোসাইন তাকে জানান, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড আরটি-পিসিআর টেস্ট সেবা বন্ধ রয়েছে। কারণ মে ২০২৫ থেকে দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীন ১০০৪ জন জনবল বকেয়া বেতন ও চাকরির রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন। এর ফলে দেশের প্রায় সব সরকারি আরটি-পিসিআর ল্যাব অচল হয়ে পড়ে আছে। নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার সরকারি যন্ত্রপাতি।
তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের এই মিথ্যাচার ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং বকেয়া বেতন আদায় ও চাকরি স্থায়ীকরণের দাবিতে বর্তমানে উক্ত প্রকল্পের জনবল কর্মবিরতি পালন করছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে নড়েচড়ে বসেছে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ। করোনা সংক্রমণের আশঙ্কায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।
জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির গত ৯ জুন কোভিড ধরা পড়ে। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি আছেন। তার করোনা পজিটিভ ধরা পড়েছে অ্যান্টিজেন পরীক্ষায়। তবে নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর পরীক্ষা করা সম্ভব হয়নি রিএজেন্ট সংকটের কারণে।
সিলেট প্রতিনিধি জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেছেন, গতকাল বৃহস্পতিবার থেকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হচ্ছে। বিকেল পর্যন্ত সিলেটে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।