ঢাকা ২৩ কার্তিক ১৪৩১, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

রায়পুরায় ট্রেনে কাটাপড়ে নিহত ৫

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:১২ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৪, ০৪:১৯ পিএম
রায়পুরায় ট্রেনে কাটাপড়ে নিহত ৫
ছবি : খবরের কাগজ

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। 

সোমবার (৮ জুলাই) সকাল ৬টায় পলাশতলী ইউনিয়নের খাগচর এলাকায় মেথিকান্দা স্টেশনের আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে।
তারা ঢাকাগামী চট্টগ্রাম মেইলে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

মেথিকান্দা এলাকার বাসিন্দা মফিজ খাঁ খবরের কাগজকে বলেন, ‘আজ (সোমবার) ভোরে ফজরের নামাজ পড়তে মেথিকান্দা স্টেশনে যাই। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনটি স্টেশনে থেমেছিল। ট্রেনের ইঞ্জিনের পাশের বগির ছাদে অনেক অল্প বয়সী লোক শুয়েছিল। পরে ট্রেন ছেড়ে যাওয়ার ঘণ্টাখানেক পড়ে জানতে পারি, ট্রেনে কাটা পড়ে পাঁচজন মারা গেছেন।’

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকামুখী লাইনের পাশে লাশগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। উদ্ধার কাজ করছে পুলিশ ও প্রশাসনের লোকজন।

ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ রেলওয়ে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খবরের কাগজ বলেন, ‘লাশগুলো দেখে মনে হচ্ছে, রেলে কাটা পড়েই মারা গেছে। তবে যেভাবে দেহগুলো কাটা পড়েছে মনে হয় না ছাদে বসেছিল।’ 

তিনি বলেন, ‘আমরা গুরুত্বসহকারে মেইল ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এ ছাড়া মেইল ট্রেনের যাত্রীরা নরসিংদী স্টেশনে গিয়ে বিষয়টি জানায় রেলওয়ে পুলিশকে। নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাদের তিনজনের বয়স আনুমানিক ২০ বছর এবং দুজনের বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কারও পরিচয় শনাক্ত করা যায়নি। নরসিংদী জেলা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে রয়েছে।’ 

মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, ‘ভোর ৪টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি ৫টা ৪৮ মিনিটে মেথিকান্দা স্টেশন অতিক্রম করে।’ 

নরসিংদীর রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরু জানান, লাশগুলোর পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

শাওন খন্দকার/পপি/অমিয়/

চীন সফরে বিমান বাহিনী প্রধান

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম
চীন সফরে বিমান বাহিনী প্রধান
এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: সংগৃহীত

সরকারি সফরে চীন গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (৮ নভেম্বর) চীনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান 'কমান্ডার অব দ্যা চাইনিজ পিএলএ এয়ারফোর্স' এর আমন্ত্রণে ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চীন সফর করবেন। এ সময় তিনি চীনে অনুষ্ঠিতব্য '১৫তম চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন (ঝুহায় এয়ার শো)' এবং এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি চায়নিজ এয়ার ফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজসহ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। 

আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

আলমগীর হোসেন/সুমন/এমএ/

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব গ্রেপ্তার

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব গ্রেপ্তার
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ও পুলিশের সিনিয়র এএসপি আনম ইমরান খান ইমন।

তিনি জানান, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে তাহজীবকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ঝিনাইদহে জামায়াতে ইসলামীকর্মী আবদুস সালাম হত্যার ঘটনার ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা করা হয়।

মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। 

নিহত ব্যক্তির শ্বশুর, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

নাইমুর/সাদিয়া নাহার/

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর ডেমরায় অটোরিকশার ধাক্কায় ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

 বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে কোনাপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের মেয়ে নিপা আক্তার বলেন, ‘ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতবেগে আসা একটি অটোরিকশা আমার বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নাইমুর/সালমান/

ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ১২০৯

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম
ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ১২০৯
খবরের কাগজ গ্রাফিকস

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৩৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করল স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬৮ হাজার ২৪৭ জনের দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম এসব তথ্য জানায়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটিতে চারজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতদের চারজন পুরুষ ও তিনজন নারী।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২২৭ জন, ঢাকা উত্তরে ২৫১ জন, ঢাকা দক্ষিণে ১৫৫ জন, বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ১৩৭ জন, ময়মনসিংহে ৪০ জন, রাজশাহীতে ৭১ জন, রংপুর ২৬ জন এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০৮ জন। এ নিয়ে ৬৪ হাজার ৭৯৩ জন ছাড়পত্র পেয়েছেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। কোনো কারণ উল্লেখ না করেই বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

২০২২ সালের ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদাসহ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. কামাল উদ্দিন আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তার আগে তিনি ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. কামাল উদ্দিন আহমেদ ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক সম্পন্ন করেন এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্য থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর ও নিউজিল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।