নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার (৮ জুলাই) সকাল ৬টায় পলাশতলী ইউনিয়নের খাগচর এলাকায় মেথিকান্দা স্টেশনের আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে।
তারা ঢাকাগামী চট্টগ্রাম মেইলে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মেথিকান্দা এলাকার বাসিন্দা মফিজ খাঁ খবরের কাগজকে বলেন, ‘আজ (সোমবার) ভোরে ফজরের নামাজ পড়তে মেথিকান্দা স্টেশনে যাই। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনটি স্টেশনে থেমেছিল। ট্রেনের ইঞ্জিনের পাশের বগির ছাদে অনেক অল্প বয়সী লোক শুয়েছিল। পরে ট্রেন ছেড়ে যাওয়ার ঘণ্টাখানেক পড়ে জানতে পারি, ট্রেনে কাটা পড়ে পাঁচজন মারা গেছেন।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকামুখী লাইনের পাশে লাশগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। উদ্ধার কাজ করছে পুলিশ ও প্রশাসনের লোকজন।
ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ রেলওয়ে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খবরের কাগজ বলেন, ‘লাশগুলো দেখে মনে হচ্ছে, রেলে কাটা পড়েই মারা গেছে। তবে যেভাবে দেহগুলো কাটা পড়েছে মনে হয় না ছাদে বসেছিল।’
তিনি বলেন, ‘আমরা গুরুত্বসহকারে মেইল ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এ ছাড়া মেইল ট্রেনের যাত্রীরা নরসিংদী স্টেশনে গিয়ে বিষয়টি জানায় রেলওয়ে পুলিশকে। নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাদের তিনজনের বয়স আনুমানিক ২০ বছর এবং দুজনের বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কারও পরিচয় শনাক্ত করা যায়নি। নরসিংদী জেলা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে রয়েছে।’
মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, ‘ভোর ৪টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি ৫টা ৪৮ মিনিটে মেথিকান্দা স্টেশন অতিক্রম করে।’
নরসিংদীর রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরু জানান, লাশগুলোর পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
শাওন খন্দকার/পপি/অমিয়/