ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:৩৭ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৪, ০৯:৩৯ পিএম
পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ
ছবি : খবরের কাগজ

পূর্বঘোষিত অর্ধদিবস ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে অবরোধ করেছেন। 

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টা ৪ মিনিটের দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলামোটর-কারওয়ান বাজারের অভিমুখে যাত্রা শুরু করেন। 

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করলে তারা ছুটে যান। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিতে থাকেন।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে আসেন তারা।

আরিফ জাওয়াদ/সালমান/

কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক: সিপিডি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:৪৮ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৪:০৭ পিএম
কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক: সিপিডি
জাতীয় বাজেট ২০২৫-২৬ বিশ্লেষণ। ছবি: খবরের কাগজ

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখার প্রস্তাব জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘জুলাই আন্দোলন বৈষম্যহীন সমাজের জন্য হয়েছিল। বাজেটের প্রত্যয়টা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সঙ্গে এই প্রস্তাব চরমভাবে সাংঘর্ষিক। কেননা এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হোন। যারা নিয়মিত নৈতিকভাবে কর দেন, তাদের নৈতিকতাতে আঘাত করা হয়েছে। এতে বৈধপথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে। তা ছাড়া এই পদক্ষেপে সরকারের খুব বেশি রাজস্ব আয় হবে বলেও মনে হয় না। এই সুযোগ থাকলে মধ্য ও নিম্নবিত্ত মানুষের জন্য প্লট বা ফ্ল্যাট কেনা অসম্ভব হয়ে যাবে। এর ফলে সমাজে বৈষম্য আরও বাড়বে।’ 

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর এক হোটেলে প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৫-২৬ বিশ্লেষণ নিয়ে সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিসার্চ ফেলো গোলাম মোয়াজ্জেমসহ সংশ্লিষ্টরা। 

প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বাজেটে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ভবন, অ্যাপার্টমেন্ট কিনতে গেলে সেখানে অপ্রদর্শিত আয় দেখিয়ে বর্ধিত হারে বিশেষ কর দিয়ে সেটি ব্যবহার করা যাবে। কিন্তু আমরা সব সময় বলে এসেছি কালো টাকা সাদা করার প্রস্তাব একেবারেই বন্ধ করা উচিত। এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, আমরা এটা সমর্থন করছি না।’

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ‘প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের ভৌত অবকাঠামোর পরিবর্তে মানুষের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, এসব উদ্দেশ্যের পেছনে ব্যবস্থা বা পদক্ষেপগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এ ছাড়া বাজেটের থিম ন্যায়সঙ্গত ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গঠন। কিন্তু এর সঙ্গে কিছু রাজস্ব ব্যবস্থা সাংঘর্ষিক।’

মূল প্রবন্ধে বলা হয়, প্রস্তাবিত বাজেট আকারের দিক থেকে ব্যতিক্রমী, যা আগের অর্থবছরের তুলনায় ছোট। প্রস্তাবিত বাজেটে বেশকিছু ইতিবাচক উদ্যোগ প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে কর ছাড়, বিভিন্ন খাতে বরাদ্দ ও প্রণোদনা এবং ক্ষতিকর কার্যকলাপের ওপর উচ্চহারে কর অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে সামগ্রিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে, যা জনগণ ও ব্যবসার জন্য বাস্তবিক স্বস্তি আনতে পারত। 

এতে আরও বলা হয়, বাজেটের থিম একটি ন্যায়সঙ্গত ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গঠন। কিন্তু এর সঙ্গে কিছু রাজস্ব ব্যবস্থা সাংঘর্ষিক।

সিপিডি আশা করে, অর্থ উপদেষ্টা বাজেটের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব, বিশেষ করে অঘোষিত আয় বৈধ করার মতো বিষয়গুলো পুনর্বিবেচনা ও সংশোধন করবেন। এই কঠিন সময়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।

মৃত্তিকা/পপি/

রংটং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম
রংটং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ঈদযাত্রায় রং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয় জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলো মালিক ভাইয়েরা রংচং করে রাস্তায় নামান। রংটং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় একজন ড্রাইভার রাজশাহীতে একটা গাড়ি নিয়ে গেলে সেখান থেকে আবার সঙ্গে সঙ্গে চলে আসতে হয়। আমরা তাদের বলেছি চালকদেরকে যেন পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য রয়ে গেছেন। কোথাও কোনো ধরনের সমস্যা যেন না হয় এ বিষয়ে আমরা এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সজাগ রয়েছে। পুলিশের জন্য আমরা শুধু জরুরি ছুটিটি রেখেছি, বাকি সব ছুটি বাতিল করা হয়েছে।’

তপন/পপি/

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:০১ পিএম
সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বাড়িয়ে প্রজ্ঞাপন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি চাকরিজীবীদের আগামী জুলাই থেকে বিশেষ প্রণোদনার হার বিদ্যমান ৫ শতাংশ থেকে গ্রেড অনুযায়ি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ি, ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা এই ৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তারা মোট ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য ১ জুলাই থেকে বেতনগ্রেড-ভেদে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম এক হাজার এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যারা অবসরোত্তর ছুটিতে আছেন, তারা অবসর নেওয়ার আগের মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা পাবেন। 

আবার যারা পেনশন পাচ্ছেন, তারাও এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন। 

তবে যারা পেনশনের পুরো টাকা এককালীন তুলে নিয়েছেন, তারা এই সুবিধা পাবেন না। 

বিনা বেতনে ছুটিতে থাকা কর্মীরাও এই সুবিধা পাবেন না।

অমিয়/

ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:৫২ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:২৫ পিএম
ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া
ছবি: খবরের কাগজ

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন (শনিবার)। ওইদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো কিংবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিশ এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার ও বৃহস্পতিবারে পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমামা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তারলাভ করতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ঈদের আগের দিন শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অমিয়/

খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত
উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে বাসের সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হয়েছেন।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে ডিউটিতে যাওয়ার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি বলাকা বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান এসআই কামরুল।

এ ঘটনায় ওই বাস জব্দসহ চালককে আটক করে শাজাহানপুর থানার পুলিশ।

নিহত এই পুলিশ সদস্যের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার নাগরায়।
 
শাজাহানপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল খবরের কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বলাকা বাসের চালক মো. জামাল আহমেদ টিপুকে আটক করা হয়েছে৷ বাসটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম মর্মান্তিক এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, এসআই কামরুল ইসলাম ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নামার সময় একটি বলাকা পরিবহনের বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। 

সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

শেখ জাহাঙ্গীর/অমিয়/