যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ উদ্বেগ প্রকাশ করেছেন।
রবিবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাজনীতিতে সহিংসতা থাকা উচিত নয় মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা দেখা যায় না। রাজনীতিতে এ ধরনের ঘটনা নিন্দনীয়। রাজনীতিতে আমরা কোনো প্রকার সন্ত্রাস চাই না। আমাদের দেশে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়, যা অনভিপ্রেত ও আইনবিরোধী।’
বিমসটেকের পরবর্তী চেয়ার হিসেবে বাংলাদেশ দায়িত্ব নেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চিকিৎসাবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে কথা হয়েছে বিমসটেক রিট্রিটে।’
মায়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। তাদের বাণিজ্যিক লেনদেনের স্বার্থও আছে, সেটাও তারা গুরুত্ব দিয়েছে। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় পচনশীল পণ্য আমদানিতে বাংলাদেশের জন্য কোটা দেওয়ার বিষয়টি এসেছে।’