ঢাকা ২৯ আষাঢ় ১৪৩২, রোববার, ১৩ জুলাই ২০২৫
English

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় বাংলাদেশের উদ্বেগ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৯:১১ পিএম
ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় বাংলাদেশের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ উদ্বেগ প্রকাশ করেছেন। 

রবিবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাজনীতিতে সহিংসতা থাকা উচিত নয় মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা দেখা যায় না। রাজনীতিতে এ ধরনের ঘটনা নিন্দনীয়। রাজনীতিতে আমরা কোনো প্রকার সন্ত্রাস চাই না। আমাদের দেশে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়, যা অনভিপ্রেত ও আইনবিরোধী।’

বিমসটেকের পরবর্তী চেয়ার হিসেবে বাংলাদেশ দায়িত্ব নেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চিকিৎসাবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে কথা হয়েছে বিমসটেক রিট্রিটে।’

মায়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। তাদের বাণিজ্যিক লেনদেনের স্বার্থও আছে, সেটাও তারা গুরুত্ব দিয়েছে। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় পচনশীল পণ্য আমদানিতে বাংলাদেশের জন্য কোটা দেওয়ার বিষয়টি এসেছে।’

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, গুলিতে আহত ১

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, গুলিতে আহত ১
ছবি: সংগৃহীত

চাঁদা না দেওয়ায় ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা ঘটনায় পুরো দেশ বিক্ষোভে উত্তাল। এ অবস্থার মধ্যেও একই কারণে রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গুলিতে প্রতিষ্ঠানটির এক কর্মকতা আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলবদিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এই হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে একদল অস্ত্রধারী লোক প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে। গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়াও হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

শনিবার (১২ জুলাই) এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। গত শুক্রবারও ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত করতে সময় লাগছে। আশা করছি খুব দ্রুতই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’

সূত্র জানায়, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান। ওই জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি অব্যাহত রাখে। এসব ঘটনার পর শুক্রবার প্রতিষ্ঠানটিতে আবার হামলা করা হয়। 

 

২০২৪-২৫ অর্থবছরে দেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ১০:০৫ পিএম
২০২৪-২৫ অর্থবছরে দেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি
ছবি: সংগৃহীত

বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত দেশের তৈরি পোশাকের দেশ ভিত্তিক রপ্তানি হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ খাতের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান করছে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের আরএমজি রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার। যা দেশে মোট আরএমজি রপ্তানির ৫০.১০ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮ শতাংশ)। কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১ শতাংশ) এবং ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫ শতাংশ)।

২০২৪-২৫ অর্থবছরে ইউরোপীয় ইউনিয়নে ৯.১০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৩.৭৯ শতাংশ এবং কানাডায় ১২.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

যুক্তরাজ্যে রপ্তানিতে ৩.৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ৪.৯৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে স্পেন (৩.৪০ বিলিয়ন ডলার), ফ্রান্স (২.১৬ বিলিয়ন ডলার), নেদারল্যান্ডস (২.০৯ বিলিয়ন ডলার), পোল্যান্ড (১.৭০ বিলিয়ন ডলার), ইতালি (১.৫৪ বিলিয়ন ডলার) এবং ডেনমার্ক (১.০৪ বিলিয়ন ডলার)।

কিছু ইউরোপীয় দেশে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে, যেমন নেদারল্যান্ডসে ২১.২১ শতাংশ, সুইডেনে ১৬.৪১ শতাংশ, পোল্যান্ডে ৯.৭৭ শতাংশ এবং জার্মানিতে ৯.৪৭ শতাংশ।

নন-ট্র্যাডিশনাল বাজারে বাংলাদেশের আরএমজি রপ্তানি ৫.৬১ শতাংশ বেড়ে ৬.৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশের মোট রপ্তানির ১৬.৩৬ শতাংশ। এই বাজারে জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। তুরস্কে রপ্তানি ২৫.৬২ শতাংশ, ভারতে ১৭.৩৯ শতাংশ এবং জাপানে ৯.১৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। তবে, রাশিয়া, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানি হ্রাস পেয়েছে।

আরএমজি শিল্পে নিটওয়্যার খাতের প্রবৃদ্ধি হয়েছে ৯.৭৩ শতাংশ এবং ওভেন খাতে ৭.৮২ শতাংশ। 

শিল্প সংশ্লিষ্টরা বলেন, কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক প্রেক্ষাপটে বাজারের চাহিদা ও বাস্তবতা দ্রুত বদলে যাচ্ছে, যা বাংলাদেশের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

ট্র্যাডিশনাল বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি এখনও শক্ত অবস্থানে রয়েছে, যেখানে মোট পোশাক রপ্তানির প্রায় ৮৪ শতাংশই এই বাজার থেকে আসে। তবে, নন-ট্র্যাডিশনাল বাজারের অংশীদারিত্ব এখনো তুলনামূলক কম, যা মাত্র ১৬ শতাংশ।

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক পোশাক বাজারের আকার ছিল প্রায় ৫০০ বিলিয়ন ডলার। এর মধ্যে নন-ট্র্যাডিশনাল বাজারের আকার ছিল প্রায় ১৫০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ নন-ট্র্যাডিশনাল বাজারে ৬ শতাংশ অংশীদারিত্ব ধরে রেখেছে, যেখানে আরও বিস্তারের সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে জাপানের মোট পোশাক আমদানির ৫.৫০ শতাংশ এবং অস্ট্রেলিয়ার মোট আমদানির ১১.৫৩ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে। যা ভবিষ্যতের জন্য ইতিবাচক সম্ভাবনা নির্দেশ করে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে নতুন বাজার ও নতুন পণ্যের দিকে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, ‘নতুন বাজারে প্রবেশ এবং উদ্ভাবন শুধু কৌশলগত বিষয় নয়, এটি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একটি অপরিহার্যতা। আমাদের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাজার বৈচিত্র্য এবং সম্প্রসারণের দিকে এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বাজারে প্রতিযোগিতা শুধু দামের ওপর নির্ভর করে না। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে শুধু দাম যথেষ্ট নয়। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় নিজস্ব সুবিধা তৈরি করতে হবে, যাতে ক্রেতারা বারবার বাংলাদেশেই ফিরে আসে। সূত্র: বাসস

 

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯:১৫ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম
চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু
প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে জয়নাল আবেদীন সিদ্দিক নামে (৫০) এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে
এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

জয়নাল আবেদীন সিদ্দিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুগছিলেন। তার বাড়ি চন্দনাইশে। করোনায় আক্রান্ত হওয়ার পর তিন দিন আগে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, জয়নাল আবেদীন সিদ্দিকসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন আটজন। মোট আক্রান্ত হয়েছেন ১৯৩ জন।

মেহেদী/

আইন মন্ত্রণালয়ের ৩ সচিব ওএসডি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম
আইন মন্ত্রণালয়ের ৩ সচিব ওএসডি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন অতিরিক্ত সচিব (ড্রাফটিং), একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

যাদের ওএসডি করা হয়েছে তারা হলেন- অতিরিক্ত সচিব (ড্রাফটিং) কাজী আরিফুজ্জামান, যুগ্ম সচিব (ড্রাফটিং) মো. শাহিনুর ইসলাম ও উপসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আরিফুল কায়সার।

অমিয়/

দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম
দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১
খবরের কাগজ গ্রাফিকস

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন।

শনিবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত ওই নারীর বয়স ৩২ বছর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮, চট্টগ্রামে ৪১, ঢাকা বিভাগে ৩৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩, খুলনায় ৩০, ময়মনসিংহে ১১, রাজশাহী ৫৭ ও রংপুর ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫৯ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ১৩ হাজার ১০৩ জন ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৪৬০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, ১৯ জন এবং জুলাইতে ১৩ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


আরিফ/মেহেদী/