ঢাকা ২৬ কার্তিক ১৪৩১, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

রেলপথ অবরোধ চার স্টেশনে আটকা ১০ ট্রেন, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৬:৪৩ পিএম
চার স্টেশনে আটকা ১০ ট্রেন, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রেলপথ অবরোধে ঢাকার ৪টি স্টেশনে ১০টি ট্রেন আটকে পড়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

কোটা সংস্কার আন্দোলনকারীরা মঙ্গলবার (১৬ জুলাই) বেলা দুইটার দিকে রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ অবরোধ করেন।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন জানান, ওই অবরোধের পরে ঢাকা ক্যান্টনমেন্টে স্টেশনে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস, তেজগাঁও স্টেশনে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটের বনলতা এক্সপ্রেস, বিমানবন্দর স্টেশনে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস আটকে পড়েছে। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহাদাৎ হোসেন জানান, রাজধানী থেকে বের হওয়ার পথে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় প্রভাব পড়েছে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনেও। স্টেশনটিতে রাজশাহী কমিউটার, চট্টলা এক্সপ্রেস, সিলেটগামী কালনী এক্সপ্রেস, জামালপুর কমিউটার, সুবর্ণ এক্সপ্রেসসহ ছয়টি ট্রেন আটকে পড়েছে।

জয়ন্ত/এমএ/

শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশ বাস্তবায়নকারী ৫০ জন গ্রেপ্তার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:২৪ পিএম
শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশ বাস্তবায়নকারী ৫০ জন গ্রেপ্তার
শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশ বাস্তবায়নকারীরা। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশ বাস্তবায়নকারী ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, গত শনিবার ও রবিবার দুপুর পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যেকোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে পুলিশ। এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ জোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। ওই ক্লিপে শোনা যায়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে নেতা-কর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার কথা বলেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন। পুলিশ জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে এই অপতৎপরতার পরিকল্পনা করা হয়েছে। 

কক্সবাজারে জনপ্রশাসন একাডেমির জমি বরাদ্দ বাতিল

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:১৭ পিএম
কক্সবাজারে জনপ্রশাসন একাডেমির জমি বরাদ্দ বাতিল
ভূমি মন্ত্রণালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধের প্রেক্ষিতে বনভূমির এ বরাদ্দ বাতিল করা হয়।

রবিবার (১০ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উল্লিখিত বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে কক্সবাজার জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বন্দোবস্তকৃত কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা মৌজার বিএস ১ নম্বর খতিয়ানভুক্ত বিএস ২৫০০১ নম্বর দাগের ‘পাহাড়’ শ্রেণির ৪০০ একর ও বিএস ২৫০১০ নম্বর দাগের ‘ছড়া’ শ্রেণির ৩০০ একর মোট ৭০০ একর জমি রক্ষিত বনের (Protected Forest) গেজেটভুক্ত।

১৯৯৯ সালে ঝিলংজা ইউনিয়নকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে বনভূমির গাছ কাটাসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন নিষিদ্ধ করা হয়। ৭০০ একর রক্ষিত বনও এই সংকটাপন্ন এলাকার অন্তর্ভুক্ত।

জয়ন্ত সাহা/অমিয়/

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের তৃতীয় দিন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০৯ পিএম
গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের তৃতীয় দিন
গাজীপুরে টানা তৃতীয় দিনের মতো শ্রমিকদের অবরোধ।র ছবি: খবরের কাগজ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন পোশকশ্রমিকরা। অবরোধ নিরসনে বারবার চেষ্টা করেও  সমাধান করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি সংস্থাগুলো।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দেশের ব্যস্ততম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন মোগরখাল এলাকার টিঅ্যান্ডজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার (১০ নভেম্বর) পুলিশ ও প্রশাসনের লোকজন বেতন পরিশোধ করার জন্য সাত দিনের সময় চাইলেও তারা সেটা মানেননি। গত এক মাস ধরে মালিক এবং প্রশাসন বিভিন্ন সময়ে অনেক তারিখ দিয়েও কথা না রাখায় শ্রমিকরা আশ্বস্ত হতে পারছেন না। এ ছাড়া বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তারা।

এদিকে অবরোধের কারণে ঢাকা-গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। যার প্রভাব পড়েছে শিল্পায়নেও।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় ভোগড়া বাইপাস ও মালেকের বাড়ি এলাকা ঘুরে মহাসড়কে তীব্র জনদুর্ভোগ দেখা গেছে। যানজট ভয়াবহ আকার ধারণ করেছে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

গাজীপুর মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগ জায়ায়, ঢাকা থেকে বের হতে এবং প্রবেশের ক্ষেত্রে পরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের এক চালক জানান, তিনদিন যাবৎ তিনি এবং তার দুই সহকারী আটকা পড়েছেন। গাড়ি ঘুরিয়ে পিছন দিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। 

কাভার্ডভ্যানের চালক ইব্রাহিম হোসেন জানান, তিনিও তিন দিন যাবৎ আটকে আছেন। খাবার ও গোসলে মারাত্মক সমস্যা হচ্ছে।

এ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান খবরের কাগজকে বলেন, আন্দোলনের শুরু থকেই আমাদের ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন, শিল্পপুলিশ ও যৌথবাহিনী মিলে অবরোধ নিরসনের চেষ্টা করছি। আমরা মালিকপক্ষের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়টি বিজিএমইএ-সহ সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের আলোচনা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হবে।

পলাশ প্রধান/মেহেদী/অমিয়/

কপ-২৯ সম্মেলন আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:১০ পিএম
আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস

কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশটির রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে বাকুতে বসছে এ সম্মেলন। এতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।

এ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বাকুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলবে। যেহেতু প্রধান উপদেষ্টা যাবেন সে ক্ষেত্রে সম্মেলনে বাংলাদেশের গুরুত্ব যেমন থাকবে, তেমনি বাংলাদেশের এজেন্ডায় গুরুত্বপূর্ণ উপাদানও থাকবে।

সূত্র আরও জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটি তুলে ধরা হবে সম্মেলনে। এ ক্ষেত্রে সম্প্রতি দেশের পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা উপস্থাপন করা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তহবিল ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল এবং জলবায়ু উদ্বাস্তুদের কথা তুলে ধরা হবে। এ ছাড়া উন্নত দেশগুলো থেকে গ্রিন প্রযুক্তিতে সহায়তা চাইতে পারে বাংলাদেশ। সম্মেলনে যোগদান শেষে প্রধান উপদেষ্টা আগামী ১৪ নভেম্বর আজারবাইজান থেকে দেশে ফিরবেন।

পপি/অমিয়/

দেশেরে মর্যাদা ক্ষুণ্ণ করতে ড. ইউনূসের বিরুদ্ধে দ্য হেগে অভিযোগ: আসিফ নজরুল

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম
দেশেরে মর্যাদা ক্ষুণ্ণ করতে ড. ইউনূসের বিরুদ্ধে দ্য হেগে অভিযোগ: আসিফ নজরুল
ড. আসিফ নজরুল

দেশের মর্যাদা ক্ষুণ্ণ এবং মানুষকে বিভ্রান্ত করতেই পলাতক ফ্যাসিস্ট চক্র আন্তর্জাতিক অপরাধ আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

রবিবার (১০ নভেম্বর) পুরোনো হাইকোর্ট ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগের কর্মী) আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশনে ভিত্তিহীন অভিযোগ দাখিল করে মামলা বলে মিথ্যা প্রচার চালাচ্ছে। আমরা এসবে গুরুত্ব দিচ্ছি না। এমন অভিযোগ যেকোনো ব্যক্তিই করতে পারে। এ ধরনের ৯৯ শতাংশ অভিযোগ খারিজ হয়।’ 

এর আগে গত শুক্রবার ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেন লন্ডনে অবস্থানরত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

অভিযোগে বলা হয়, গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংঘটিত হয়েছে। এতে ড. ইউনূস ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বিবাদী করা হয়েছে।