
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীজুড়ে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে সাত ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, আন্দোলনকারীরা মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথে ব্যারিকেড দিয়েছে। এতে বেলা ১টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গী রুট হয়ে কোনো ট্রেন চলাচল করতে পারছে না। ঢাকা থেকে টঙ্গী রেলওয়ে জংশন হয়ে চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুরসহ পূর্বাঞ্চলের সব রুট এবং টঙ্গী-জয়দেবপুর হয়ে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের সব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আনোয়ার হোসেন জানান, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রুটের আন্তঃনগর ট্রেনের পাশাপাশি অনেক কমিউটার ট্রেনও আটকা পড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে কমলাপুর থেকে গেন্ডারিয়া স্টেশন হয়ে পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কোটা সংস্কারে আন্দোলনরত বিক্ষুব্ধরা রাজধানীর প্রবেশপথ শনির আখড়া, রায়েরবাগ, উত্তরা হাউজবিল্ডিং, সাভারে সড়ক অরোধ করে। এতে দূরপাল্লার যাত্রীরা ভরসা করেন ট্রেনে। কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে অনেক যাত্রী বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন মো. আনোয়ার হোসেন।
জয়ন্ত/এমএ/