ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ১১ জুন ২০২৫
English

মোকামের ১০০ টাকার আম রাজধানীতে ১৫০

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৪, ০১:১৯ পিএম
মোকামের ১০০ টাকার আম রাজধানীতে ১৫০
ছবি : খবরের কাগজ

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংতা ও চলমান কারফিউতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমচাষি ও আম ব্যবসায়ীরা। হাটবাজারগুলোতে সহজে ক্রেতা মিলছে না। আবার ইন্টারনেট না থাকায় অনলাইনে বিক্রিও হচ্ছে না। এতে তারা লোকসানে পড়েছেন। এসব এলাকায় কেজিতে ১০০ টাকায়ও বিক্রি হচ্ছে না আম। কিন্তু রাজধানীতে সেই আম ১৫০ টাকার কমে মিলছে না। 

বুধবার (২৪ জুলাই) বিভিন্ন বাজার ও মোকামের সংশ্লিষ্ট আম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বাগানগুলোতে বারি-৪, ফজলি, আম্রপালি জাতের আম রয়েছে। কিন্তু কারফিউর কারণে খুব বেশি আম বিক্রির জন্য হাটে আনতে পারছেন না বাগানি ও ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জের কানসাট, রাজশাহীর বানেশ্বর, নওগাঁ জেলার সাপাহার সবচেয়ে বড় আমের মোকাম। এসব হাটে কারফিউর কারণে ক্রেতা-বিক্রেতারা আসতে পারছেন না। দু-একজন আম নিয়ে এলেও ক্রেতাসংকটের কারণে তা বিক্রি হচ্ছে না। ফলে প্রত্যাশিত দামও পাচ্ছেন না আমচাষি ও ব্যবসায়ীরা। ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইনেও দেশের বিভিন্ন প্রান্তে আম বিক্রি হচ্ছে না। ফলে তারাও বিপাকে পড়েছেন। কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 

জানতে চাইলে সাপাহার বাজারের আম ব্যবসায়ী মঈনুল হোসেন খবরের কাগজকে বলেন, ‘জ্বালাও-পোড়াওয়ের কারণে কয়েক দিন ধরে দেশে কারফিউ চলছে। এতে ব্যাপারীরা আসতে পারছেন না। আবার ইন্টারনেট না থাকায় অনলাইনেও বিক্রি করা যাচ্ছে না। বিক্রি একেবারে কমে গেছে। কম দামে বিক্রি করতে হচ্ছে আম। তবে গতকাল কারফিউ শিথিলের সময় বাড়ানো হলে কাস্টমারের চাপ বাড়ে। সবচেয়ে ভালো আম্রপালি আম ৮৮ টাকা থেকে ১০০ টাকার ওপরে বিক্রি হয়েছে। পরিস্থিতি ভালো হলে আরও বেশি দামে বিক্রি করা যেত। এতে আমবাগানের মালিক ও আম ব্যবসায়ীরা ভালো দাম পেতেন।’ 

এদিকে রাজশাহীতেও কারফিউ জারির কারণে নগরজুড়ে থমথমে পরিস্থিতি সৃষ্টি হওয়ায় হাটগুলোতে আম বিক্রি কমে গেছে। আবার ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অনলাইনেও বিক্রি হচ্ছে না। ফলে গাছ থেকে আম নামাতে না পারায় গাছেই পেকে নষ্ট হয়ে যাচ্ছে। ১০০ টাকা কেজিও বিক্রি হয় না বলে আম বিক্রেতারা জানান।

কিন্তু রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের ফলের আড়তেই বেশি দামে বিক্রি হচ্ছে।

জানতে চাইলে এই বাজারের শাহ আলী বাণিজ্যালয়ের জাহিদ বলেন, ‘আমের মৌসুম শেষ হয়ে আসছে। খিরসাপাতি ও হিমসাগর শেষ। আম্রপালি, বারি-৪ চলছে। বুধবার থেকে আমের দাম একটু বেশি। আম্রপালি ১২০-১৪০ টাকা কেজি ও বারি-৪ আম ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে।’ 

সেই আম্রপালি বিভিন্ন বাজারে খুচরা বিক্রেতারা আরও বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সরেজমিনে গেলে মোহাম্মদপুরের টাউন হল বাজারের ফল বিক্রেতা জসিম বলেন, আম্রপালি ১৪০-১৫০ টাকা, বারি-৪ আম ১৩০-১৪০ টাকা। ভালো আম। দাম বেশি। মৌসুম শেষ হয়ে আসছে। এ জন্য আর দাম কমবে না। এই বাজারের অন্য আম ব্যবসায়ীরাও বেশি দামে আম বিক্রি করছেন। কারওয়ান বাজারেও বেশি দামে আম বিক্রি হতে দেখা যায়। ১২০-১৪০ টাকার কমে কোনো আম পাওয়া যায় না। জামালসহ অন্যান্য বিক্রেতারা বলছেন, মোকামে বেশি। এ জন্য দাম চড়া। 

সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম
সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা
ছবি: খবরের কাগজ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার কোন সম্ভাবনা নেই। বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমি নিজেও বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। আমি দেখেছি, বিজিবি খুব সতর্ক অবস্থায় রয়েছে।’

মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাটের আরাফাতনগর এলাকার কোরবানির পশুর কাঁচা চামড়ার সংরক্ষণাগার ও মোকাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত ১০/১৫ বছরের চেয়ে এবার সবচেয়ে বেশি দামে পশুর চামড়া বিক্রি হচ্ছে। যেগুলোর মান খারাপ সেগুলো কম দামে বিক্রি হচ্ছে। চামড়ার মূল্য বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও পদক্ষেপ নিয়েছে। সারাদেশে সাড়ে ৭ লাখ মণ লবণ বিতরণ করা হয়েছে। মসজিদের খুতবায় এটাকে ব্যাখ্যা করেছি। পোস্টার ও লিফলেট বিলি করেছি। পাশাপাশি ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রপ্তানিকে উদারিকরণ করার জন্য চামড়া রপ্তানির জন্য তিন মাস ওপেন করে দেওয়া হয়েছে। এর ফলে একটা চাহিদা সৃষ্টি হবে। সরকার এবার যত উদ্যোগ নিয়েছে তা দেশের ইতিহাসে আগে কখনো নেওয়া হয়নি। সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত না হয়ে সমস্ত দায় যদি ড. ইউনুসকে দেওয়া হয়, তিনি সব চামড়া কিনে নিবেন, তাহলে এটা জুলুম হয়ে যাচ্ছে। বাস্তবতা স্বীকার করতে হবে। সরকারের উদ্যোগে আপনি কতটুকু অংশগ্রহণ করেছেন এটা বড় বিষয়।’

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল ও জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আবু বক্কর সিদ্দিক শামিমসহ পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা ।  

সাগর/মেহেদী

দেশে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:০৫ পিএম
আপডেট: ১০ জুন ২০২৫, ০৪:২৮ পিএম
দেশে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট
ফাইল ছবি

দেশের প্রথম ফিরতি হজ ফ্লাইট ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৭৪ যাত্রী নিয়ে দেশে পৌঁছেছে। 

মঙ্গলবার (১০ জুন) দুপুর ২টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনভর ১২টি ফ্লাইট সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে। প্রথম দিনে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হজযাত্রী। চলবে ১০ জুলাই পর্যন্ত। 

জানা গেছে, এ বছর  বাংলাদেশ থেকে হজ পালন করেছেন ৮৬ হাজার ৯৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৯ জন হজযাত্রী। এ ছাড়া সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৯০ বাংলাদেশি এবং দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন।

মেহেদী/

লন্ডন পৌঁছেছেন ড. ইউনূস

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
লন্ডন পৌঁছেছেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস।

মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এ ছাড়া  আগামী শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার।

এ বৈঠক নিয়ে সোমবার (৯ জুন) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়ে নেতাদের জানিয়েছেন।

বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মেহেদী/

আখাউড়া স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট: ১০ জুন ২০২৫, ০১:৫৯ পিএম
আখাউড়া স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু
ছরব: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

টানা চারদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এরপর সিমেন্টসহ অন্যান্য পণ্য একে একে রপ্তানি হয়।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, সকার ৯টার দিকে ১২টি ট্রাকে করে ২৮ হাজার ৫১৬ কেজি মাছ ভারতে রপ্তানি হয়। মাছ রপ্তানির পর পরই তিন ট্রাক সিমেন্ট ছাড়পত্র নিয়ে ভারতে প্রবেশ করে। পরে এক এক করে অন্যান্য পণ্য বন্দরে প্রবেশ করে।

ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত বন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরারাজ্যসহ সাতটি পাহাড়ি রাজ্যে পাথর, সিমেন্ট, মাছ, শুটকিসহ প্রায় অর্ধশতাধিক পণ্য রপ্তানি হয়। সম্প্রতি ভারত বেশ কয়েকটি পণ্যে নিষেধাজ্ঞা দেওয়ায় এ বন্দরের রপ্তানি আয় প্রায় অর্ধেকে নেমেছে।

জুটন বণিক/রিফাত/অমিয়/

চার বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:১৩ পিএম
চার বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে
খবরের কাগজ (ফাইল ফটো)

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ ও অন্য বিভাগের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (১০ জুন) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে কমেছে বৃষ্টি। তবে চলতি সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহসহ কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে।

অমিয়/