চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় নতুন করে আরও দুটি মামলা হয়েছে। এ নিয়ে নগরীতে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২২টি ও জেলায় ১১টি। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় নগরীতে ৩৪ ও জেলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৯ জুলাই) নগরীর চেরাগী মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নগরের কোতোয়ালি ও পাহাড়তলী থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, ২২টি মামলার মধ্যে নগরের পাঁচলাইশ থানায় ৭টি, কোতোয়ালি থানায় ৫টি, চান্দগাঁও থানায় ৪টি এবং বাকলিয়া, খুলশী, ডবলমুরিং, আকবরশাহ, হালিশহর ও পাহাড়তলী থানায় একটি করে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে। অধিকাংশ মামলায় পুলিশ বাদী হয়েছে।
পাহাড়তলী থানা সূত্রে জানা গেছে, নতুন এই মামলার এজাহারে ৪৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৬০-১৭০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, নতুন দায়ের হওয়া মামলার এজাহারে ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘চট্টগ্রাম মহানগরীতে কোটা আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় এখন পর্যন্ত মোট ২২টি মামলা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে নগর পুলিশ এখন পর্যন্ত ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে।’
এদিকে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবু তৈয়ব খবরের কাগজকে বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তারেক মাহমুদ/সালমান/