পাঁচ জেলায় জামিন পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৭ এইচএসসি পরীক্ষার্থী। তার মধ্যে রাজশাহীর ৫, রংপুরে ৮, নরসিংদীর ৬, শেরপুরের ২ এবং সাতক্ষীরার ৬ জন রয়েছে। গত শুক্রবার থেকে শনিবারের (৩ আগস্ট) মধ্যে তারা এ জামিন পায়। এর আগে সারা দেশে ৭৮ পরীক্ষার্থী জামিন পেয়েছে। আমাদের ব্যুরো, প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান-
রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শনিবার (৩ আগস্ট) ছুটির দিনে বিশেষ আদালত বসিয়ে তাদের জামিন দেওয়া হয়। রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর আদালতের বিচারক শফিউল আলম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান পৃথক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
পাঁচ শিক্ষার্থীর আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জাহেদী জানান, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশান থেকে কোনো আপত্তি করা হয়নি। জামিনপ্রাপ্তরা হলো, আতিফ আহনাফ অরণ্য (১৬), মোহাম্মদ রাব্বি (১৫), রাকিবুর রহমান (১৬), ইমরান ফারহাদ (১৬) ও সৌরভ আলী (১৬)। তাদের মধ্যে আতিফ আহনাফ অরণ্য, মো. রাব্বি, রাকিবুর রহমান মহানগর আদালত থেকে জামিন পান। আর ইমরান ফরহাদ ও সৌরভ আলী জামিন পান জেলা আদালত থেকে।
নিজস্ব প্রতিবেদক রংপুর: রংপুরে গত শুক্রবার রাতে আদালত বসিয়ে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। রাত ৯টার দিকে তাদের জামিন আদেশ দেন রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা। পরে রাত সোয়া ১১টায় কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্তরা হলো, এইচএসসি পরীক্ষার্থী রংপুর সরকারি কলেজের তৌফিক ওমর ধ্রুব, জাফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আমির হামজা, শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মো. মহিন, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া।
নরসিংদী: নরসিংদী সদর থানা ও মাধবদী থানায় করা নাশকতার মামলায় গ্রেপ্তার ৬ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। গত শুক্রবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালত শুনানি শেষে শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলো, মিনহাজুল ইসলাম আব্দুল্লাহ, লিমন মিয়া, মির্জা সাদিকুর রহমান, সামিউল্লাহ সাকিব, রাতুল ভুইয়া ও আশরাফুল ইসলাম। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম খবরের কাগজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুর: সাপ্তাহিক বন্ধের দিন শনিবার দুপুরে শেরপুর জিআর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ দুই পরীক্ষার্থীর জামিনের আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলো, ফারুক (১৭) ও রাজন মিয়া (১৬)। তাদের দুজনেরই বাড়ি জেলার নালিতাবাড়ী উপজেলায়। এর আগে গত ২০ জুলাই মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর থানার মামলায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালাউদ্দিন তাদের জামিনের আদেশ দেন। সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। জামিনপ্রাপ্তরা হলো, কাজী সাকিব হাসান (১৯), ফাহিম হোসেন ওরফে রনি (১৯), জাহিদ হোসেন (১৯), আসাদুল্লাহ ওরফে আকাশ (২০), তাসিন ফারহান নিলয় (২২) ও শেখ নাফিজুল ইসলাম (২০)।