
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সহকারী হিসেবে যুক্ত হতে পারেন।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের উপদেষ্টা প্যানেলে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের মনোনীত করেছি। এ ছাড়া ছাত্রদের পক্ষ থেকে আমরা দুজন উপদেষ্টা মনোনীত হয়েছি। পাশাপাশি উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে ছাত্ররা কাজ করার সুযোগ পাবেন।’
আইনশৃঙ্খলা স্বাভাবিক করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ছাত্রদের পক্ষ থেকে মনোনীত হওয়া এ উপদেষ্টা। তিনি বলেন, ‘যেহেতু আমরা আজই (শুক্রবার) দায়িত্ব বুঝে নিয়েছি, তাই আজ থেকেই কাজ শুরু করব। আশা করছি, দু-এক দিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসবে। আমরা এখন থেকেই পুরোদমে কাজ শুরু করে দেব।’
বড় দলগুলো স্বৈরাচার পতনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের ছাত্রসমাজের মাধ্যমেই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ছাত্রদের ওপর আস্থা রেখেই জনগণ রাস্তায় নেমে এসেছে। এখন যেহেতু আমাদের ছাত্রসমাজই সরকার এবং রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলছে, তাই আমি আশা করব, আমাদের সাধারণ জনগণও এই ছাত্রসমাজের ওপর আস্থা রাখবে।’
এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনে বৈষম্যমূলক সরকারব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তাদের আবেগের সঙ্গে পুরো সিস্টেমটি সংস্কার করব।’