কর্মবিরতি প্রত্যাহারের পর ঢাকা মহানগর এলাকাসহ দেশের সব এলাকার সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। গত এক সপ্তাহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করে পুলিশ।
সোমবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করে।
রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন মোড়, কাকরাইল, মালিবাগ, শান্তিবাগ, শাহবাগ, আগারগাঁও, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও মহাখালী ঘুরে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
কোথাও কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদেরও ট্রাফিক নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করতে দেখা গেছে।
পুলিশের কর্মবিরতির সময় শিক্ষার্থীদের দক্ষতা না থাকলেও সড়কে শৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করেছে। রাজধানীর বেশির ভাগ স্থানে এখনো দায়িত্ব পালন করছেন আনসার ও শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ট্রাফিক পুলিশ সদস্যরা সোমবার (১২ আগস্ট) বেলা ১১টা থেকে কাজে যোগদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ মাহাফুজার আলম সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (ট্রাফিক ইন্সপেক্টর) বলেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আজ থেকে স্বাভাবিক নিয়মে ট্রাফিকের কার্যক্রম শুরু করেছি।
শহরকে যানজটমুক্ত রাখতে তিনি ছাত্র, রাজনৈতিক নেতৃত্বসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
লক্ষ্মীপুর: কর্মবিরতির পর লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে কাজে যোগ দিয়েছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে উত্তর তেমুহানী, দক্ষিণ তেমুহানী ও ঝুমুর মোড়সহ শহরের বিভিন্ন সড়কে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় তাদের। এ ছাড়া জেলার ৫টি উপজেলায় প্রত্যেকটি সড়কে যানবাহনের শৃঙ্খলা ও যানজট নিরসনে কাজ করছেন তারা।
ঝিনাইদহ: সাত দিন পর সোমবার (১২ আগস্ট) সকাল থেকে ঝিনাইদহে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।
ট্রাফিফ বিভাগ জানায়, জেলার ছয় উপজেলার ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগিতা করছে শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা।
এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। সকালে পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সে সময় তাদের পেশাগত দায়িত্ব পালনে সব রকম সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।
গাজীপুর: প্রায় ছয় দিন পর গাজীপুরের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশের সদস্যরা। নগরীর ভোগরা বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুরা, জয়দেবপুর রেলক্রসিংসহ বিভিন্ন মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই গাজীপুর মহানগরের কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা।
নওগাঁ: নওগাঁ জেলার ১১ টি থানা, বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও সড়কে ট্রাফিক পুলিশের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন তারা।
সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে ট্রাফিকের দ্বায়িত্বপালন তদারকিতে গেলে ছাত্র জনতা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দ্বায়িত্বে ফেরায় সকল পুলিশ সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার(পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) গাজিউর রহমান, ফৌজিয়া হাবীব, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার রাশিদুল হক বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁ জেলার কোথাও পুলিশের সঙ্গে কারো সংঘর্ষের ঘটনা ঘটেনি। কোন থানা আক্রান্তের ঘটনা ঘটেনি। ফলে সকল ফোর্স ও কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলেই ছিলেন। পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে।’
আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও পুলিশের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেন পুলিশ সুপার।
শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। বিভিন্ন স্থানে হামলার ভয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন পুলিশ সদস্যরা। নতুন সরকার দায়িত্ব নিলে ধাপে ধাপে আবারও দায়িত্ব পালন শুরু করেছেন তারা।
সাদিয়া নাহার/অমিয়/