ঢাকা ২৯ ভাদ্র ১৪৩১, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সাবেক এমপিদের মালামাল সরাতে দিলেন না শিক্ষার্থীরা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৮:০৪ পিএম
সাবেক এমপিদের মালামাল সরাতে দিলেন না শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ন্যাম ভবনের বাসা থেকে সাবেক সংসদ সদস্যরা ট্রাকে করে তাদের মালামাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় মালামালসহ কয়েকটি ট্রাক আটকে দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বলছেন, এ মুহূর্তে কোনো মালামাল নিয়ে যাওয়ার কথা নয়। তবুও কয়েকজন সাবেক সংসদ সদস্য ট্রাক নিয়ে এসে তাদের মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা বলেন, কুষ্টিয়া-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবদুর রউফ তিন থেকে চারটি ট্রাক এনে ন্যাম ভবনের বাসা থেকে মালামাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় আমরা দেখতে পেয়ে ট্রাকগুলো আটকে দেই। এছাড়া ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়েও ন্যাম ভবনের বাসা থেকে তাদের মালামাল নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি পালিয়ে গেছেন।

তারা আরও বলেন, সেনাবাহিনী ও শেরেবাংলা নগর থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে এসব মালামালের বিষয়ে ব্যবস্থা নেবেন।

 

৪ বিভাগে ভারী বর্ষণের আভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা
বৃষ্টিতে রাস্তা পার হচ্ছেন এক ব্যক্তি। ফাইল ছবি

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশের ১৮ জেলার ওপর দিয়ে বয়ে গেছে মৃদু তাপপ্রবাহ। 

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর (পুন) স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

১৮ জেলায় মৃদু তাপপ্রবাহ, লঘুচাপ সৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার দেশের ১৮ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ময়মনসিংহে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় টেকনাফে ২৭৭ মিলিমিটার। ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আইভী ও সাবেক এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ পিএম
আইভী ও সাবেক এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক
সেলিনা হায়াৎ আইভী

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য আয়শা ফেরদাউস ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম খবরের কাগজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, এই দুজনের বিরুদ্ধে আসা অভিযোগ ও দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য-উপাত্তের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

অভিযোগ অনুযায়ী, নারায়ণগঞ্জের একটি ক্লাব ভেঙে মার্কেট নির্মাণ, রেলওয়ের ১৮ একর জমি দখল করে শেখ রাসেল পার্ক নির্মাণ ও নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে প্রতিবছর কোটি কোটি টাকা লোপাট করেছেন আইভী এবং তার দুই ভাই আলী রেজী রিপন ও আহম্মদ আলী রেজা উজ্জ্বল। 

এদিকে সাবেক সংসদ সদস্য আয়শা ফেরদাউস অবৈধ উপায়ে হাতিয়া বাজারে বহুতল ভবন, ভূঁইয়ার হাট নামক স্থানে তিনতলা বাড়ি, পুশালী বাজারে চারতলা মার্কেটের মালিক হয়েছেন। তার স্বামীর নামেও বিপুল পরিমাণ ব্যাংকের টাকা, নগদ অর্থ, গাড়ি, মৎস্য ব্যবসাসহ অঢেল সম্পদ রয়েছে।

৩ দিন পর আবার চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
৩ দিন পর আবার চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট তিন দিন পর আবারও উৎপাদনে ফিরল। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইউনিটটি চালু হয়। তবে রাত ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদনে যায়।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ও দ্বিতীয় ইউনিট। এরপর একই কারণে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধ হয়ে যায় ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটিও। 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, ১ নম্বর ইউনিটে উৎপাদিত ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি মেরামত শেষে ৭ দিন পর ফের চালু করা হলো। এটি চালু রাখতে প্রতিদিন ৮০০-৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান গণহত্যার বিচারে শেখ হাসিনাকে উপস্থিত রাখতে আইনি ব্যবস্থা

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম
গণহত্যার বিচারে শেখ হাসিনাকে উপস্থিত রাখতে আইনি ব্যবস্থা
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে গণহত্যার অভিযোগ আছে। তিনি নিপীড়ন-নির্যাতন করেছেন। বিচারের সময় শেখ হাসিনাকে হাজির করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক শুরু হয়। এ বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
 
কারখানায় শ্রমিক অসন্তোষ, অর্ডার বাতিলের আশঙ্কা 

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘এখন দেশের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এরই জেরে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ অর্ডার বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই শ্রমিক অসন্তোষের পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে। তবে শ্রমিকদের কিছু ন্যায্য দাবিও আছে।’ 

তিনি বলেন, ‘যারা শ্রমিকদের উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো শ্রমিক তার কারখানায় ভাঙচুর করেনি। তাহলে কারা এ কাজ করেছে? এরই মধ্যে বেকার যুবক সংঘ সংগঠনের নাম দিয়ে নেত্রকোনাতে ঝুটব্যবসাকে কেন্দ্র করে কিছু মানুষ শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়াচ্ছে। এরই মধ্যে ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপাতত শ্রমিকরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন এবং তাদের দাবিগুলো যাতে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করতে পারেন, সে লক্ষ্যে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি শ্রমিকদের অভিযোগ শুনে শ্রম অসন্তোষ নিরসন করতে সুপারিশ করবে। এই সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এ কমিটিতে কারখানার মালিক, শ্রমিকদের প্রতিনিধি এবং শ্রম আইন বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবীরা আছেন।’ 

বেতন দেওয়া হয়েছে

আসিফ মাহমুদ বলেন, ‘আজ দেশের বড় একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করেন। আমরা ছয়জন উপদেষ্টা বৈঠক করে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বেতনের ব্যবস্থা করেছি। আশা করি এতে শ্রমিক অসন্তোষ দূর হবে। এতে করে ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে সরকারের সুসম্পর্ক বাড়বে।’ 

সরকারি অর্থ নয়ছয় 

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আগের সরকারের সময়ে প্রতিটা মন্ত্রণালয়ের জন্য একটি তহবিল গঠন করা হয়, যা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখার কথা বলা হয়েছে। এসব অর্থের খোঁজ করতে গিয়ে আর পাওয়া যাচ্ছে না। আমার মন্ত্রণালয়ের এই এফডিআরের পরিমাণ সুদ-আসলসহ ৮৭৩ কোটি ৮১ লাখ ৬৫ হাজার টাকা। এই অর্থ চাওয়া হলে ব্যাংক ২০৩৮ সালের আগের দিতে পারবে না বলে জানিয়েছে। এভাবে অন্যান্য মন্ত্রণালয়ের অর্থ চাওয়া হলেও বিভিন্ন ব্যাংক থেকেও একই কথা বলা হচ্ছে। এসব অর্থের কী হয়েছে? নয়ছয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জনগণকে এসব জানাতে হবে। অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসব অর্থ ফেরত পাওয়ার জন্য একটা রোডম্যাপ করা হচ্ছে।’ 

২-৩ সপ্তাহের মধ্যে লোডশেডিং থাকবে না

সারা দেশে হওয়া লোডশেডিং কতদিনে ঠিক হবে- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘এ খাতের দেনা-পাওনাগুলো পরিশোধের কাজ চলছে। আশা করছি দুই-তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং থাকবে না।’ 

নতুন কমিশনের কার্যক্রম 

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘সংস্কারের জন্য সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলো তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছে সরকার। এর পর তা নিয়ে একপর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার।’

রিজওয়ানা হাসান বলেন, ‘এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের বড় পার্থক্য রয়েছে। এই সরকার একটি গণ-অভ্যুত্থানের ফসল। এই গণ-অভ্যুত্থানে দুটি শব্দ ছিল। একটি হলো বৈষম্যবিরোধী, আরেকটি হচ্ছে সংস্কার। এর উদ্দেশ্যই হচ্ছে একটি প্রকৃত গণতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাওয়া। যেহেতু এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের মৌলিক পার্থক্য আছে, তাই সেই সরকারের কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা ও উদ্দেশ্যকে কোনোভাবেই মেলানো যাবে না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যেও নিশ্চয়ই এত দিনে উপলব্ধি হয়েছে, যে এরশাদ সরকার যা করে যেতে পারেনি, তার ফল কী হয়েছে, এটি রাজনৈতিক দলগুলো দেখেছে। এর ফল কী হয়েছে, এটাও ৫ আগস্ট গোটা জাতি দেখেছে। কোনো রাজনৈতিক দল নিশ্চয় অজনপ্রিয় হয়ে আবার একই রকম ফলাফল দেখতে চাইবে না।’ 

ভারতের সঙ্গে সুসম্পর্ক 

রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে বিগত সময়ে যে মাথা নত করা সম্পর্ক ছিল তেমন সম্পর্ক না। বর্তমান সরকার ন্যায্যতা ও সম্মানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। এর জন্য আন্তর্জাতিক-কূটনৈতিক সব ধরনের আলোচনা করা হবে।’ 

ট্রাফিকব্যবস্থার উন্নতি 

রিজওয়ানা হাসান বলেন, ‘পুলিশ কাজে ফিরেছে। তাদের মনোবল ফিরে আসছে। ট্রাফিকব্যবস্থার উন্নতি আনতে প্রতিদিনই অভিযান চলছে। আজকেও বিমানবন্দর এলাকাতে আভিযান চালানো হয়েছে। আশা করছি ট্রাফিক পরিস্থিতির উন্নতি হবে।’ 

ফাউন্ডেশন গঠন 

ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহিদদের পরিবারের জন্য আর্থিকসহ সব ধরনের সহযোগিতা করতে ফাউন্ডশনের কাজ শেষের দিকে এমন তথ্য জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে ফাউন্ডশনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই ফাউন্ডশনের প্রধান হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কোষাধ্যক্ষ কাজী ওয়াকার, দপ্তর সম্পাদক তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য আমি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ মোট ২১ জনকে রাখা হয়েছে।’

অজ্ঞান পার্টির খপ্পরে ওমানপ্রবাসী

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অজ্ঞান পার্টির খপ্পরে ওমানপ্রবাসী
রাইদা পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক ওমানপ্রবাসী

রাজধানীর যাত্রাবাড়ীতে ‘রাইদা পরিবহন’ নামে একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জাহিদ হোসেন (৩৫) নামে এক ওমানপ্রবাসী। এ সময় অজ্ঞান পার্টির প্রতারক চক্র তার কাছে থাকা সর্বস্ব নিয়ে যায় বলে জানান স্বজনরা। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে প্রবাসী জাহিদের চাচাতো ভাই মোহাম্মদ ইসা বলেন, ‘আমার ভাই ওমান থেকে আজই দেশে ফিরেছেন। পরে বিমানবন্দর থেকে রাইদা পরিবহনে ওঠেন। আমাদের মোবাইল ফোনে জানানো হয়, আমার ভাই যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। পরে আমি যাত্রাবাড়ী থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার সঙ্গে শুধু একটি লাগেজ ও একটি মোবাইল ফোন আছে। এ ছাড়া তার পকেটে থাকা বিদেশি মুদ্রা ও টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। ভাইয়ের জ্ঞান ফেরার পর জানা যাবে কী পরিমাণ টাকা তার কাছে ছিল। আমাদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘যাত্রাবাড়ী থেকে ওমানফেরত এক প্রবাসীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’