ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাফিক সিস্টেম নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন বুয়েটের শিক্ষকরা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১০:২৬ পিএম
ট্রাফিক সিস্টেম নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন বুয়েটের শিক্ষকরা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন সড়কে নিয়মশৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের কাজ করছেন শিক্ষার্থীরা। কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম এবং প্রশিক্ষণ ছাড়া সড়কে নেমে নানা ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। এ পরিস্থিতিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যয়নরত শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা এগিয়ে এসেছেন। তারা বলছেন, সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত এসব শিক্ষার্থীকে তারা ট্রাফিক সিস্টেম নিয়ে প্রশিক্ষণ দেবেন। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) এতে সহযোগিতা করবে।

এআরআইয়ের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক জানান, বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ‘রিফর্ম বাংলাদেশ: ইনটেলিজেন্ট অ্যান্ড সেফ মোবিলিটি ফর অল’ নামে অলাভজনক প্রকল্প শুরু করেছেন। গত ৭ আগস্ট থেকে এই প্রকল্পের আওতায় তারা শিক্ষার্থীদের জন্য সেফটি ভেস্ট, ট্রাফিক বাটন, লেজার লাইট, বাঁশি, ছাতা এবং গ্লুকোজ সরবরাহ করছেন। স্থানে-স্থানে শিক্ষার্থীদের খাদ্য সরবরাহের কাজটিও করেছেন।

এআরআইয়ের শিক্ষক অধ্যাপক ড. এস এম সোহেল মাহমুদ এবং ড. আরমানা সাবিহা হক মোড়ে মোড়ে শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও নিরাপত্তা নিয়মকানুন নিয়ে ব্রিফ করেছেন। এখন পর্যন্ত বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, সাইন্সল্যাব, ধানমন্ডি, ফার্মগেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, টেকনিক্যাল, মিরপুর, বাড্ডা ও বনানী এলাকায় বুয়েট শিক্ষার্থী ও শিক্ষকরা কাজ করছেন বলে জানা গেছে।

আরমানা সাবিহা হক বলেন, নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীরা যেন ট্রাফিক সংক্রান্ত সমস্যা সমাধানে একে অপরকে সহায়তা করতে পারে সে ব্যাপারেও আমরা তাদের গাইড করছি। কারণ আমরা বিশ্বাস করি, একমাত্র ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা বর্তমান সরকারের অত্যাবশ্যক কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ।’

জয়ন্ত/এমএ/

ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে ব্যাংক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:০১ পিএম
ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে ব্যাংক
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষণা করা হয়েছে টানা ১০ দিনের ছুটি। ঈদের ছুটি শুরু হবে ৫ জুন থেকে। চলবে ১৪ জুন পর্যন্ত। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংকেও এ সময় ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ছুটির সময়ে সব ব্যাংককে তাদের নিজস্ব এবং অংশীদার প্রতিষ্ঠানের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সরবরাহ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

গত বৃহস্পতিবার (৫ জুন) ঈদের ছুটির সময়ে ব্যাংকিং সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা জারি করেছে। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিশেষ করে ঈদের আগের দিনগুলোতে যখন নগদ টাকার চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকে, তখন যেন কোনো বুথে টাকা শেষ না হয়ে যায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রাহকদের ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করতে অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেন নিরবচ্ছিন্নভাবে সচল থাকে, তার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির সময় প্রতিটি ব্যাংকে একটি বিশেষ টিম প্রযুক্তি সহায়তা দিতে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি ব্যাংককে তাদের গ্রাহকদের উদ্দেশে সেবা চালু থাকার বিষয়টি এসএমএস, ওয়েবসাইট, অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে, যেন মানুষ সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। 

সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম
সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়
ছবি: খবরের কাগজ

ঈদকে ঘিরে ভিড় বেড়েছে ঢাকা নদীবন্দর সদরঘাটে। ফিরেছে পুরোনো ব্যস্ততা। বেড়েছে যাত্রীদের চাপ। কোলাহলে প্রাণ ফিরে পেয়েছে সদরঘাট টার্মিনাল এলাকা। এদিন বাড়তি ভাড়া যেন না নেওয়া হয়, এ বিষয়ে সদরঘাট এলাকায় অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। 

বুধবার (৪ জুন) সদরঘাট এলাকার ঘুরে এই চিত্র দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, বাড়ি ফিরতে টার্মিনালে উপচে পড়া ভিড়। অগ্রীম টিকিট কেটে রেখেছেন অনেকেই। কেউ এসে টিকিটের জন্যে অপেক্ষা করছেন। কেবিনের চাহিদা থাকলেও সব টিকিট আগেই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ সংশ্লিষ্টরা। তবে কেবিনের চেয়ে বেশি ভিড় লঞ্চের ডেকে।

বরিশালগামী যাত্রী আনোয়ার আলী বলেন, আমরা এসে শুনলাম কেবিনের টিকিট শেষ। ডেকেই যাব। বাড়িতো যেতেই হবে।

কর্ণফুলী লঞ্চের স্টাফ তোহা আলম জানায়, আজ থেকে চাপ বেশি হবে। আবহাওয়া ভালো থাকলেই হয় এখন। অগ্রীম টিকিট সব বিক্রি হয়ে গেছে।

জানা যায়, সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন রুটে ৪৪টি লঞ্চ ছেড়ে গেছে। আরও প্রায় ৪০টি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে যাবে রাত পর্যন্ত। 

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সদরঘাট নৌ টার্মিনালের যুগ্ম পরিচালক মুহম্মদ মোবারক হোসেন খবরের কাগজকে বলেন, আজকে (বুধবার) বিকেল ৫টার পর থেকেই ভালো ভিড় হয়েছে ঘাটে। এখন পর্যন্ত ৪৪টা লঞ্চ ছেড়ে গেছে। রাতে আরও বেশি ছেড়ে যাবে।

মুজাহিদ বিল্লাহ/মাহফুজ

যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:১৫ পিএম
যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
ছবি: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া

ঈদের দিন (৭ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (ঈদের দিন) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন রবিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

দুই নদীর পানি বিপৎসীমায়
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র জানায়, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। পরে পানির সমতল কমতে পারে। গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

জুনে তাপপ্রবাহ, বন্যার পূর্বাভাস
চলতি জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে ৬-৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ মাসে দেশে ১-২টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.১° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

গুমের ভয়াবহ ঘটনা ঘটিয়েছে সমাজের ভদ্র লোকেরা: প্রধান উপদেষ্টা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
গুমের ভয়াবহ ঘটনা ঘটিয়েছে সমাজের ভদ্র লোকেরা: প্রধান উপদেষ্টা
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে।

বুধবার (৪ জুন) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা এ কথা বলেন। কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কী ভয়াবহ একেকটি ঘটনা! আমাদের সমাজের ‘ভদ্রলোকেরা’, আমাদেরই আত্মীয়-পরিজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমন হয়, তিন ফিট বাই তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত।’

ড. মুহাম্মদ ইউনূস কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে করে সরকার স্বল্পসময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে।

একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন, ‘ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে, জড়িত অনেক কর্মকর্তা ও অন্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে। দুজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছিলেন। চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে। তৎকালীন সেনাপ্রধান জনসম্মুখে এই চিঠির কথা স্বীকারও করেছেন।’

কমিশন সদস্যরা জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ এসেছে এবং তার মধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো তিনশতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলেও জানান তারা। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসেবে লেনদেন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান।

তিনি বলেন, বিদ্যমান আইনে কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে পাঁচ বছর করার সুপারিশ করেন তিনি। অতিদ্রুত যাতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে করণীয় জানাতে কমিশনকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা ভয়-ভীতি, নানান রকম হুমকি-ধামকি উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। ভবিষ্যতে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে আপনারা তাদের অনুপ্রেরণা।’

সদস্যদের মধ্যে নূর খান, সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। সূত্র: বাসস 

ইশরাকের গেজেট প্রকাশ করে ইসি দায়িত্ব শেষ করেছে: ইসি সানাউল্লাহ

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম
ইশরাকের গেজেট প্রকাশ করে ইসি দায়িত্ব শেষ করেছে: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: খবরের কাগজ

নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশের মাধ্যমেই নির্বাচন কমিশন (ইসি) তার দায়িত্ব শেষ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৪ জুন) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৬ষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।  

ইসি সানাউল্লাহ জানান, আজ (বুধবার) কমিশন সভায় আদালতের রায় ও অন্যান্য বিষয় পর্যালোচনা করা হয়েছে। আমাদের নীতিগত সিদ্ধান্ত এই যে, যেহেতু গেজেট বহাল রয়েছে, শপথের বিষয়টি স্থানীয় সরকারের। সেক্ষেত্রে নতুন কোনো পদক্ষেপ ইসির নেওয়ার প্রয়োজন নেই। শপথের বিষয়টি সরকারের হওয়ায় ইসি আর কোনো আইনি পদক্ষেপ বা মন্ত্রণালয়ে কোনো ধরনের চিঠি দেওয়ার প্রয়োজনীয়তা নেই বলে মনে করে। 

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া শুরু হয় নোটিফিকেশনেরর মাধ্যমে তথা তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় গেজেট পাবলিকেশনের মাধ্যমে। তাই আমরা মনে করি, নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট বহাল আছে। নির্বাচন কমিশনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এ পর্যায়ে সমাধান কী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে বলতে পারি, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা আর শপথের ব্যাপারটি স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনে পরিষ্কারভাবে বলা আছে কারা এটা এডমিনিস্টার করবে। আমরা যেটা বলেছি, আমাদের চিঠির মাধ্যমে যে এখানে যদি আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। এখন আর কোনো (স্থানীয় সরকার মন্ত্রণালয়কে) চিঠি দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি না।’ 

গত ২৭ এপ্রিল কমিশন ইশরাকের গেজেট করে। গেজেট প্রকাশ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ইসি সচিবালয় চিঠিও পাঠানো হয়। সেই গেজেট এখনও বহাল রয়েছে।

এলিস/