ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২, শনিবার, ০৭ জুন ২০২৫
English

অনুপস্থিত উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা ইউএনওর হাতে

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০২:১১ পিএম
আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ০২:১২ পিএম
অনুপস্থিত উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা ইউএনওর হাতে

যে সব উপজেলা পরিষদের চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের কাজের দ্বায়িত্ব সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে জানানো হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদে অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়। উপজেলা পরিষদের অনেক প্যানেল চেয়ারম্যানও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এ অবস্থায় উপজেলা পরিষদগুলোর অনেক ধরনের কার্যক্রম ব্যহত হচ্ছে।

জনসেবা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে আদেশে বলা হয়, যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা পরিষদের কার্যক্রম চালিয়ে যেতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। 

অমিয়/

সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ: রসিক প্রশাসক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৫:২৭ পিএম
সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ: রসিক প্রশাসক
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম

কোরবানির বর্জ্য অপসারণে ১০ ঘণ্টা সময় বেধে দিয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)।

শনিবার (৭ জুন) সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম একথা জানান।

তিনি বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন তিনটি অঞ্চল ভাগ করে কাজ করছে। প্রতিটি অঞ্চলে পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত জনবল বরাদ্দ দেওয়া হবে।

আজ সন্ধ্যার মধ্যেই নগরীর সব বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

বিভাগীয় কমিশনার আরও বলেন, আমরা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

অমিয়/

বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে চসিক মেয়র

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৫:১২ পিএম
বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে চসিক মেয়র
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় কোরবানির কার্যক্রম ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (৭ জুন) দুপুরে নগরের চকবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি নিজ হাতে রাস্তার পাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন, যাতে অন্যরাও এ কাজে অনুপ্রেরণা পান।
 
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কোরবানির আত্মত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রামকে ক্লিন-গ্রিন-হেলদি-সেফ সিটি’ হিসেবে গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। আমরা আজ বিকেল ৫টার মধ্যে পুরো চট্টগ্রাম নগরীকে বর্জ্যমুক্ত করতে চাই।

তিনি আরও বলেন, সকাল থেকে দামপাড়া কন্ট্রোল রুমের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। 

অমিয়/

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা ও নৌবাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৫:০২ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৫, ০৫:১৪ পিএম
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা ও নৌবাহিনীর প্রধানের সাক্ষাৎ
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

শনিবার (৭ জুন) ঈদের দিন তারা সস্ত্রীক রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যান বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

অমিয়/

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৬ জন

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৬ জন
ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাতজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন। 

তাছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ জন।

চলতি বছরে এ যাবত মোট চার হাজার ৪৮৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে চার হাজার ৯৩০ জন। এরমধ্যে ৫৯ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৫ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৩ জন মারা গেছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

অমিয়/

বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা আসিফ

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৫, ০৪:৪১ পিএম
বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা আসিফ
ছবি: খবরের কাগজ

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম দেখতে কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ জুন) দুপুর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়।

এ সময় উপদেষ্টা বলেন, শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময়মতো বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ ছড়ায়, এমনকি রোগ-জীবাণু সৃষ্টি হতে পারে। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১২ ঘণ্টা সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে পারবে আশা করে উপদেষ্টা বলেন, এই বছর কোরবানির বর্জ্যের কারণে নগরবাসীর ঈদ আনন্দ বাধাগ্রস্ত হবে না।

কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ১০ হাজারের অধিক জনবল মাঠ পর্যায়ে কাজ করছে। ২০৭টি ডাম্পট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ বর্জ্য অপসারণ কার্যক্রমে ৭৫টি ওয়ার্ডে মোট দুই হাজার ৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যবস্থাপনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

এ সময় উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. শাহজাহান মিয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়ন্ত সাহা/অমিয়/