ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩২, সোমবার, ০৯ জুন ২০২৫
English

শনিবার চালু হচ্ছে না মেট্রোরেল

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১১:২৩ পিএম
শনিবার চালু হচ্ছে না মেট্রোরেল
ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কাজ চলমান থাকায় আগামী শনিবার মেট্রোরেল পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রান্সপোর্ট লিমিটেড (ডিএমটিসিটলএল)৷

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ডিএমটিসিএলের কোম্পানি মো. আবদুর রউফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে৷ 

গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা৷ সেদিন মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা৷ এরপর মেট্রোরেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ডিএমটিসিএল।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকের পরে সড়ক ও মহাসড়ক বিভাগের সদ্য সাবেক সচিব জানিয়েছিলেন, আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল পরিচালনা করা যাবে৷ গত মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল পরিচালনার কথাও জানিয়েছিলেন তিনি৷ তবে তা না হওয়ায় মেট্রোরেল চলাচল নিয়ে ধোঁয়াশা কাটছিলো না৷ সবশেষে বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল নিজেদের অবস্থান ব্যাখ্যা করে৷ 

এতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) ট্রেন চলাচলে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে পুনরায় চালু করার জন্য নির্দেশনা প্রদান করেছিলেন। অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি। 

ডিএমটিসিএল বলছে, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ব্যতীত অপর ১৪টি স্টেশন সমন্বয়ে মেট্রোরেল পুনরায় চালু করা হবে৷ এখন মেট্রোরেল সিস্টেম ও মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

জয়ন্ত সাহা/এমএ/

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। ছবি: ইন্দ্রজিৎ কুমার ঘোষ

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের করতে চার দিনের সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সফরের সময় ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।
 
১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন তৎকালীন প্রিন্স অব ওয়েলসের প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা। প্রতিবছর টেকসই উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে দ্য কিংস ফাউন্ডেশন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। 

তারা মনে করছেন, প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক আরও দৃঢ় করতে এই সফর সহায়ক হবে। ড. ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।

এর আগে সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শন করেন রাজা তৃতীয় চার্লস। স্থানীয় প্রবাসীদের সঙ্গে আলাপের সময় সেখানে ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গও উঠে আসে।

প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

পপি/

নির্বাচনের রোডম্যাপ যথাসময়ে দেবে কমিশন: উপদেষ্টা আসিফ

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
নির্বাচনের রোডম্যাপ যথাসময়ে দেবে কমিশন: উপদেষ্টা আসিফ
ছবি: খবরের কাগজ

আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনী রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে- স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য যে সময় বলেছেন সে অনুযায়ী রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে।

সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াসহ স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবাকার্যক্রম বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা বিঘ্নিত হচ্ছে। এই দিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে বলতে পারি। সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল। 

গণমাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করে বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।

জহির শান্ত/অমিয়/

চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:২৫ পিএম
চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে
ছবি: খবরের কাগজ

দেশের চারটি বিভাগে বজ্রবৃষ্টি এবং বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তাছাড়া, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সিনপটিক বিশ্লেষণে বলা হয়, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি থেকে দুর্বল অবস্থায় রয়েছে।

অমিয়/

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার না করার বিষয়টি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৫, ১২:৪৯ পিএম
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার না করার বিষয়টি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ-স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ওয়ারেন্ট না থাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

নিদোর্ষ ব্যক্তিরা যাতে শাস্তি না পায় এ বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

উপদেষ্টা বলেন, ‘কেউ যেন হয়রানির শিকার না হয় সে কারণে যাচাই-বাছাই করেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার পর যাচাই-বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে।’

ঈদে ‘ছোটখাটো ছিনতাই–চুরি ছাড়া জীবনযাত্রা স্বাভাবিক’ ছিল বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

থানা পরিদর্শনের সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা, খাওয়া-দাওয়ার খোঁজখবর নেন তিনি।

ব্যাংককে চিকিৎসা শেষে রবিবার (৮ জুন) রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাত দেড়টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে ৩টার দিকে কিশোরগঞ্জের বাড়িতে রওনা হন তিনি।

এর আগে গত ৮ মে ব্যাংককে যান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ।

আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। এই ঘটনায় প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার হাসান চৌধুরী ও ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন আরিফকে। এছাড়া, বরখাস্ত করা হয় কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (ট্রেইনি) মো. সোলেমানকে।

আবদুল হামিদের বিদেশযাত্রার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামপন্থি বিভিন্ন দলের নেতা-কর্মীরা জমায়েত করেন। পরে তারা সমাবেশ করে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এরপর সরকারের তরফ থেকে সিদ্ধান্ত আসে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

গত ১৪ জানুয়ারি ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় একটি মামলা হয়।

অমিয়/

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের সহধর্মিণী আর নেই

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:০৯ পিএম
মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের সহধর্মিণী আর নেই
ফরিদা খন্দকার

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের (বীর উত্তম) সহধর্মিণী ফরিদা খন্দকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৮ জুন) ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদা খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান।

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন বৈমানিকের জীবনসঙ্গিনী হিসেবে ফরিদা খন্দকারের জীবন ছিল নীরব ত্যাগ, সাহস, অদম্য শক্তি ও অফুরন্ত ধৈর্যের এক অনন্য উদাহরণ।

আগামী বুধবার বাদ আসর বিএএফ শাহীন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিএএফ শাহীন কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

অমিয়/