
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পথরোধ করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এক অপরিচিত ব্যক্তি। বুধবার (২৮ আগস্ট) রাতের এই ঘটনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছেন সোহেল তাজ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) খবরের কাগজকে সোহেল তাজ জানান, কিছুক্ষণের মধ্যে তিনি সচিবালয়ে পৌঁছাবেন।
দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। ছিলেন আওয়ামী লীগের দুইবারের এমপি। এমনকী শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনও করেন তিনি। কিন্তু দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে গিয়ে রোষানলে পরায় প্রথমে প্রতিমন্ত্রী ও পরে সংসদ সদস্যপদ ছাড়েন সোহেল তাজ। সরে যান রাজনীতি থেকেও।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ টিকে থাকার জন্য যখন আন্দোলনরত ছাত্রদের দমন করতে হত্যাযজ্ঞে মত্ত তখন এর প্রতিবাদে মাঠে নামেন সোহেল তাজ। আওয়ামী পরিবারের সদস্য হয়েও প্রথা ভেঙে ছাত্রদের পক্ষে দাঁড়ান তিনি।
বুধবার রাতের ঘটনা সম্পর্কে সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত লিখেছেন। সেই সঙ্গে সন্দেহজনক ও অপরিচিত ব্যক্তির ছবিও দিয়েছেন। বলেছেন, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। সোহেল এ ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।
আবদুল্লাহ আল মামুন/অমিয়/