ঢাকা ৪ ফাল্গুন ১৪৩১, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

গভীর রাতে পথরোধ অভিযোগ জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছেন সোহেল তাজ

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:৪৭ পিএম
আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০১:০০ পিএম
অভিযোগ জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছেন সোহেল তাজ
ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পথরোধ করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এক অপরিচিত ব্যক্তি। বুধবার (২৮ আগস্ট) রাতের এই ঘটনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছেন সোহেল তাজ। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) খবরের কাগজকে সোহেল তাজ জানান, কিছুক্ষণের মধ্যে তিনি সচিবালয়ে পৌঁছাবেন।

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। ছিলেন আওয়ামী লীগের দুইবারের এমপি। এমনকী শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনও করেন তিনি। কিন্তু দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে গিয়ে রোষানলে পরায় প্রথমে প্রতিমন্ত্রী ও পরে সংসদ সদস্যপদ ছাড়েন সোহেল তাজ। সরে যান রাজনীতি থেকেও। 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ টিকে থাকার জন্য যখন আন্দোলনরত ছাত্রদের দমন করতে হত্যাযজ্ঞে মত্ত তখন এর প্রতিবাদে মাঠে নামেন সোহেল তাজ। আওয়ামী পরিবারের সদস্য হয়েও প্রথা ভেঙে ছাত্রদের পক্ষে দাঁড়ান তিনি।

বুধবার রাতের ঘটনা সম্পর্কে সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত লিখেছেন। সেই সঙ্গে সন্দেহজনক ও অপরিচিত ব্যক্তির ছবিও দিয়েছেন। বলেছেন, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। সোহেল এ ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন। 

আবদুল্লাহ আল মামুন/অমিয়/

জুলাই অভ্যুত্থানে নিহতরা শহিদ ও আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন: উপদেষ্টা ফারুক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম
জুলাই অভ্যুত্থানে নিহতরা শহিদ ও আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন: উপদেষ্টা ফারুক
সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের ‘জুলাই শহিদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হবে। সে অনুযায়ী সনদ, পরিচয়পত্র দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই এটি প্রতিষ্ঠা করা হবে এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

ফারুক-ই-আজম বলেন, ‘শহিদদের পরিবারকে সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। ১০ লাখ টাকা চলতি অর্থবছরে এবং বাকি টাকা আগামী অর্থবছরে দেওয়া হবে।’ সূত্র: ইউএনবি

সালমান/

 

এক দিনে ডেভিল হান্টসহ সারা দেশে গ্রেপ্তার ১৫০৩

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম
এক দিনে ডেভিল হান্টসহ সারা দেশে গ্রেপ্তার ১৫০৩
খবরের কাগজ গ্রাফিকস

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলায় ৯৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৫২৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি শুটার গান, একটি পিস্তলের গুলির খোসা, একটি সীসার কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি চাপাতি, দুটি রামদা, একটি ছেনি, দুটি দা, চারটি ছোরা, একটি চাকু, দুটি ধামা, একটি স্টিলের তৈরি ব্যাটন, একটি প্লাস ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সালমান/

এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে সংযোগ বিচ্ছিন্ন
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

এসি যদি এর নিচে চালানো হয় তাহলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানান এই উপদেষ্টা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।’

তিনি বলেন, ‘বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে আমাদের বেগ পেতে হচ্ছে।’ 

উপদেষ্টা বলেন, ‘টেকনিক্যাল কারণ ছাড়া লোডশেডিং যাতে না হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রোজায় ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকবে। আমরা পুরোপুরি সরবরাহের প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করেছি, তিনি যেন প্রতিটি মসজিদে তারাবির সময় এসি ২৫ ডিগ্রিতে ব্যবহারের নির্দেশনা দেন। সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিসেও এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হবে। এসি ব্যবহারের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করতে বিদ্যুৎ বিভাগের একটি টিম কাজ করবে। ক্ষেত্রবিশেষে বিদ্যুৎ বিচ্ছেদও করা হতে পারে। সেখানে শহর বা গ্রাম বিবেচনা করা হবে না। ঘোষণা দিয়েই লোডশেডিং করা হবে।’

সালমান/

 

আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: খবরের কাগজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না। এটি শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এই নির্বাচনে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতিবিদরা শিক্ষকদের সম্মান দিতে চান না। শুধু নির্বাচন এলেই তাদের পেছনে ঘুরেন রাজনীতিবিদরা।’ 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। 

সালমান/

 

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. বদিউল আলম

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম
সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. বদিউল আলম
দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। ছবি: খবরের কাগজ

সংস্কার ও নির্বাচন দুটোই গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার বলেন, ‘আলোচনা হচ্ছে, নির্বাচন, না, সংস্কার। এর মধ্যে আমি তো কোনো দ্বন্দ্ব দেখি না। কোনো রকম একটার বিপরীতে আরেকটা নয়। আমাদের দুটোই দরকার।’  

তিনি বলেন, ‘আমাদের নির্বাচন হতে হবে এবং সংস্কারও হতে হবে। আমাদের নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সবার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সেজন্যই সংস্কার দরকার। কারণ যে প্রক্রিয়া ভেঙ্গে গেছে, সেটা জোড়া লাগাতে হবে। তাই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, সেটার গণতান্ত্রিক প্রক্রিয়া টেকসই হবে না। তাই দুটোই দরকার।’

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি। আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হতে হবে।’ 

তিনি বলেন, ‘আমাদের চারদিকে কিন্তু অনেক অসংগতি। আমাদের নির্বাচনী অঙ্গনটা ভঙ্গুর, নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গেই গিয়েছে। এখন আমাদের সব জায়গায় দুর্বৃত্তায়ন। আমাদের নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে। আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। যাতে আমাদের সবার অধিকার নিশ্চিত হয়। আমাদের ধর্মীয় অধিকার নয়, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। এগুলো যদি প্রতিষ্ঠিত হতে হয়, আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দ্য হাঙ্গার প্রজেক্টের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। উপস্থিত ছিলেন- এজেন্টেস অফ চেঞ্জ প্রজেক্টের পরিচালক ( অপারেশন্স) এবং চার্চ অব ইংল্যান্ডের পলিসি অ্যাডভাইজার চার্লস রিড ও ইসলামিক একাডেমির পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম।

এলিস/সুমন/