সব মামলা-মোকদ্দমা নিষ্পত্তি করেই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ত্রাণ পুনর্বাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভাতা এখনো অব্যাহত রয়েছে। তাদের বিষয়টি সুরাহা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে, যাতে সত্যিকারের মুক্তিযোদ্ধারা সম্মানিত হন।’
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আলাপুরে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করা হয়েছে। পর্যাক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি হবে। এতে প্রশাসন, সাংবাদিক ও জনগণ সম্পৃক্ত থাকবেন।’
এ ছাড়া খোয়াই নদীর বাঁধের স্থায়ী সমাধানের জন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রশাসন মন্ত্রণালয়কে পরামর্শ দেবে। পরে মন্ত্রণালয় এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান উপদেষ্টা ফারুক-ই-আজম।
খোয়াই নদীর বাঁধ পরিদর্শনের সময় জেলা ও উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা বাঁধ ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে কথা বলেন।