ঢাকা ২২ আশ্বিন ১৪৩১, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে এসসিবি-বিএসটিএমপিআইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে এসসিবি-বিএসটিএমপিআইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ
নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) প্রতিনিধিদল

নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি) এবং বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রতিনিধিদল। 

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের অফিসকক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতে এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিলের কোনো প্রতিনিধি নেই। তিনি উপদেষ্টার কাছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুরোধ জানান। এ সময় দেশের রপ্তানি বাণিজ্য ও বন্দর কার্যক্রমে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন। পাট থেকে তৈরি সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন দেশের রপ্তানিখাতে শিপার্স কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান। তিনি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে একজন শিপার্স প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি যৌক্তিক তা বিবেচনার জন্য সভায় উপস্থিত ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশনা দেন। পরিবেশবান্ধব সোনালী ব্যাগ বহুল ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। 

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী, এসসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা ও এসসিবির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

এদিকে বিএসটিএমপিআইএ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে বিএসটিএমপিআইএর সভাপতি হামিদুল হক খোকন টেক্সটাইল শিল্পের বিকাশ ও আধুনিকায়নে বিনিয়োগ বৃদ্ধির জন্য তহবিল গঠনের নীতি প্রণয়নের বিষয়ে আলোচনা করেন। এক্ষেত্রে ব্যাংক সুদের হার কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করতে অনুরোধ জানান তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও চিহ্নিত দিকগুলো নিয়ে কাজ করার আশ্বাস দেন। এ খাতের বিকাশে বস্ত্র ও পাট উপদেষ্টা সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বিএসটিএমপিআইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাংগীর কবীর, আব্দুস সালাম ভূঁইয়া এবং বিএসটিএমপিআইএ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

সালমান/

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০১ পিএম
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের
নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যাদুর্গতদের সহায়তা দিয়েছে ইউএই রেড ক্রিসেন্ট এবং ইউএই এইড। ছবি: সংগৃহীত

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২০০-এরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রেড ক্রিসেন্ট এবং ইউএই এইড।

বন্যাদুর্গতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই সময়োপযোগী উদ্যোগটি বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসের অধীনস্ত ইউএই এইড অফিস থেকে সরাসরি সমন্বয় করা হয়। 

এ উদ্যোগের আওতায় প্রতিটি পরিবার ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি লবণ এবং প্রয়োজনীয় মসলার প্যাকেটসহ মোট ৭১ কেজি ওজনের ত্রাণ প্যাকেজ পেয়েছে। এই প্যাকেজটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাজানো হয়েছে। স্থানীয় জনসাধারণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ঢাকাকে বাসযোগ্য করতে দরকার কর্মপরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০২:০৩ পিএম
ঢাকাকে বাসযোগ্য করতে দরকার কর্মপরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রোজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান, এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর রাজউক অডিটরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

এবারের প্রতিপাদ্য ছিল, ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।

রিজওয়ানা হাসান আরও বলেন, ঢাকাকে সব মানুষের জন্য করতে হবে। উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে বাসযোগ্য করতে পারে। এজন্য রাজউকের কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।

উপদেষ্টা বলেন, উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্মসচিব নায়লা আহমেদ।

অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

অমিয়/

রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:৫০ পিএম
রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত ইউ ক্যাও সোয়ে মোয়ে। ছবি: বাসস

মায়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। সাম্প্রতিক সময়ে সশস্ত্র সংঘাতের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের বিশেষ করে রাখাইন রাজ্যের নাগরিকদের বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ ঘটছে। 

বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত ইউ ক্যাও সোয়ে মোয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

এর আগে রবিবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘাত নিয়ন্ত্রণ এবং রাখাইন থেকে বাংলাদেশে বেসামরিক নাগরিক ও সশস্ত্র ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিতে মায়ানমারের প্রতি আহ্বান জানান।

তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের তাদের নিজ দেশে দ্রুত, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এর জবাবে মায়ানমারের রাষ্ট্রদূত রাখাইন রাজ্যে দ্রুত শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার সাথে সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন শুরু করার আশ্বাস দেন।

উভয়পক্ষই দুদেশের মধ্যে বাণিজ্য, শিপিং সংযোগ, জ্বালানি এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা স্বীকার করেন।

বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হয়।
 
রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তার মেয়াদে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। 

পররাষ্ট্র সচিবও এই পদে তার নিয়োগের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

বাসস/অমিয়/

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর গ্রেপ্তার

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১৭ এএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২২ এএম
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর গ্রেপ্তার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৬ অক্টোবর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, সোমবার (৭ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান৷ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়।

তিনি ১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।

সরকার পতনের আগে সাবেক এই আমলা ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ ব্যবস্থাপনায় গঠিত বোর্ড অব গভর্নসের চেয়ারম্যান ছিলেন।

অমিয়/

ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১১:৩৫ পিএম
ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। ছবি : সংগৃহীত

অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৬ অক্টোবর) রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক করা হয় তাকে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান নারায়ণ চন্দ্র চন্দ। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন নারায়ণ চন্দ্র। কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

সালমান/