আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ দাবিতে গতকাল শনিবার ‘শিক্ষার্থী সমাবেশ’ শেষে সাড়ে ৭ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন ৩৫ প্রত্যাশীরা। দাবি পূরণে ১২ ঘণ্টার আলটিমেটাম শেষে রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত শাহবাগে ফের অবস্থান কর্মসূচি পালন করেন। লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা থাকলেও এবার সেটি থেকে সরে এসেছেন তারা। চলতি সেপ্টেম্বরের ২২ তারিখের আগে ফের নতুন কর্মসূচি পালন করতে যাচ্ছেন তারা। শিগগিরই এ নিয়ে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।
রবিবার রাতে খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক রাসেল আল মাহমুদ।
তিনি বলেন, ‘আমরা জেনেছি সরকার আমাদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। ৭ থেকে ১০ দিনের মধ্যে বৈষম্যহীন কমিশন গঠনের মাধ্যমে আমাদের দাবিটির সুষ্ঠু সমাধান করা হবে বলে আমরা জানতে পেরেছি। তাই রাষ্ট্রপক্ষের প্রতি যথাযথ সম্মান জানিয়ে আপতত আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, সেটি স্থগিত করা হয়েছে।’
নতুন কর্মসূচি প্রসঙ্গে রাসেল বলেন, ‘আমরা ২২ সেপ্টেম্বরের আগে কর্মসূচি পালন সিদ্ধান্ত নিয়েছি। তবে কী কর্মসূচি পালন করব এবং সেটি কবে করা হবে, শিগগিরই তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’