ছবি: খবরের কাগজ
পদ্মা সেতু দিয়ে একদিনে সর্বাধিক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায় হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে জানানো হয়, ৫ জুন পদ্মা সেতু দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। যা সেতু উদ্বোধনের পর একদিনে সর্বোচ্চ। এদিন যানবাহনগুলো থেকে টোল আদায় হয়েছে পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয় এবং ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাতটি বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে পুরো সেতুকে সিসিটিভি ক্যামেরায় মনিটর করা হচ্ছে।
তারা জানায়, ঈদের ছুটি শুরু হওয়ার প্রথম দিন (৫ জুন) থেকেই সেতুর মাওয়া প্রান্তে দক্ষিণবঙ্গগামী যানবাহনের তীব্র চাপ রয়েছে। এতে কখনো কখনো দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টার পর থেকে সেতুতে যানবাহন চলাচল বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা বেশি। তাই টোল আদায়ের জন্য আলাদা আরও দুটি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। এখন সেতু এলাকায় মোট তিনটি বুথে মোটরসাইকেলের টোল আদায় হচ্ছে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য টহল টিম রয়েছে। অন্যদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও ওভারটেকিং বন্ধে স্পিড গানের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে তারা।
অমিয়/