স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (চলতি দায়িত্বে) পদ থেকে অধ্যাপক রোবেদ আমিনকে সরিয়ে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মহাপরিচালকের দায়িত্ব (অতিরিক্ত) পালন করবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১৮ আগস্ট অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে সরিয়ে রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) করেছিল মন্ত্রণালয়। কিন্তু এতে বেঁকে বসে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোবেদ আমিনের বিরুদ্ধে দুই ধরনের অভিযোগ করে ড্যাব।
ড্যাবের সমর্থক চিকিৎসক ও কর্মচারীদের একটি অংশ ১৮ আগস্ট থেকেই স্বাস্থ্য অধিদপ্তর কার্যত অবরুদ্ধ করে রাখে। তারা অন্য কর্মকর্তাদেরও অফিসে ঢুকতে বাধা দেন। বৃহস্পতিবার তাদের প্রতিবাদের মুখে রোবেদ আমিনকে সরিয়ে নেওয়া হয়।
মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।