বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কর্মস্থলে মৃত্যু ও দুর্ঘটনাজনিত শারীরিক ক্ষতি বা পঙ্গুত্বের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারই প্রথমবারের মতো এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিল।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সম্পর্কিত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ক্ষতিপূরণের পরিমাণ হবে বৈধপথে দেশে পাঠানো মোট অর্থের বিপরীতে প্রাপ্ত প্রণোদনার সমপরিমাণ।
ব্যাংকগুলোকে দেওয়া নির্দেশনায় বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ বৈধ উপায়ে দেশে পাঠানো অর্থের বিপরীতে বিদ্যমান হারে রেমিট্যান্স প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে শর্ত থাকে যে, রেমিটকৃত অর্থের বৈধ আয়ের উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং দেশে পাঠানো অর্থ আহরণের সঙ্গে সঙ্গে আবশ্যিকভাবে তা টাকায় রূপান্তর করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে অবহিতকরণের জন্য পরামর্শ দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।