শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে গণহত্যার অভিযোগ আছে। তিনি নিপীড়ন-নির্যাতন করেছেন। বিচারের সময় শেখ হাসিনাকে হাজির করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক শুরু হয়। এ বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
কারখানায় শ্রমিক অসন্তোষ, অর্ডার বাতিলের আশঙ্কা
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘এখন দেশের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এরই জেরে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ অর্ডার বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই শ্রমিক অসন্তোষের পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে। তবে শ্রমিকদের কিছু ন্যায্য দাবিও আছে।’
তিনি বলেন, ‘যারা শ্রমিকদের উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো শ্রমিক তার কারখানায় ভাঙচুর করেনি। তাহলে কারা এ কাজ করেছে? এরই মধ্যে বেকার যুবক সংঘ সংগঠনের নাম দিয়ে নেত্রকোনাতে ঝুটব্যবসাকে কেন্দ্র করে কিছু মানুষ শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়াচ্ছে। এরই মধ্যে ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আপাতত শ্রমিকরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন এবং তাদের দাবিগুলো যাতে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করতে পারেন, সে লক্ষ্যে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি শ্রমিকদের অভিযোগ শুনে শ্রম অসন্তোষ নিরসন করতে সুপারিশ করবে। এই সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এ কমিটিতে কারখানার মালিক, শ্রমিকদের প্রতিনিধি এবং শ্রম আইন বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবীরা আছেন।’
বেতন দেওয়া হয়েছে
আসিফ মাহমুদ বলেন, ‘আজ দেশের বড় একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করেন। আমরা ছয়জন উপদেষ্টা বৈঠক করে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বেতনের ব্যবস্থা করেছি। আশা করি এতে শ্রমিক অসন্তোষ দূর হবে। এতে করে ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে সরকারের সুসম্পর্ক বাড়বে।’
সরকারি অর্থ নয়ছয়
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আগের সরকারের সময়ে প্রতিটা মন্ত্রণালয়ের জন্য একটি তহবিল গঠন করা হয়, যা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখার কথা বলা হয়েছে। এসব অর্থের খোঁজ করতে গিয়ে আর পাওয়া যাচ্ছে না। আমার মন্ত্রণালয়ের এই এফডিআরের পরিমাণ সুদ-আসলসহ ৮৭৩ কোটি ৮১ লাখ ৬৫ হাজার টাকা। এই অর্থ চাওয়া হলে ব্যাংক ২০৩৮ সালের আগের দিতে পারবে না বলে জানিয়েছে। এভাবে অন্যান্য মন্ত্রণালয়ের অর্থ চাওয়া হলেও বিভিন্ন ব্যাংক থেকেও একই কথা বলা হচ্ছে। এসব অর্থের কী হয়েছে? নয়ছয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জনগণকে এসব জানাতে হবে। অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসব অর্থ ফেরত পাওয়ার জন্য একটা রোডম্যাপ করা হচ্ছে।’
২-৩ সপ্তাহের মধ্যে লোডশেডিং থাকবে না
সারা দেশে হওয়া লোডশেডিং কতদিনে ঠিক হবে- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘এ খাতের দেনা-পাওনাগুলো পরিশোধের কাজ চলছে। আশা করছি দুই-তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং থাকবে না।’
নতুন কমিশনের কার্যক্রম
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘সংস্কারের জন্য সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলো তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছে সরকার। এর পর তা নিয়ে একপর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার।’
রিজওয়ানা হাসান বলেন, ‘এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের বড় পার্থক্য রয়েছে। এই সরকার একটি গণ-অভ্যুত্থানের ফসল। এই গণ-অভ্যুত্থানে দুটি শব্দ ছিল। একটি হলো বৈষম্যবিরোধী, আরেকটি হচ্ছে সংস্কার। এর উদ্দেশ্যই হচ্ছে একটি প্রকৃত গণতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাওয়া। যেহেতু এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের মৌলিক পার্থক্য আছে, তাই সেই সরকারের কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা ও উদ্দেশ্যকে কোনোভাবেই মেলানো যাবে না।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যেও নিশ্চয়ই এত দিনে উপলব্ধি হয়েছে, যে এরশাদ সরকার যা করে যেতে পারেনি, তার ফল কী হয়েছে, এটি রাজনৈতিক দলগুলো দেখেছে। এর ফল কী হয়েছে, এটাও ৫ আগস্ট গোটা জাতি দেখেছে। কোনো রাজনৈতিক দল নিশ্চয় অজনপ্রিয় হয়ে আবার একই রকম ফলাফল দেখতে চাইবে না।’
ভারতের সঙ্গে সুসম্পর্ক
রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে বিগত সময়ে যে মাথা নত করা সম্পর্ক ছিল তেমন সম্পর্ক না। বর্তমান সরকার ন্যায্যতা ও সম্মানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। এর জন্য আন্তর্জাতিক-কূটনৈতিক সব ধরনের আলোচনা করা হবে।’
ট্রাফিকব্যবস্থার উন্নতি
রিজওয়ানা হাসান বলেন, ‘পুলিশ কাজে ফিরেছে। তাদের মনোবল ফিরে আসছে। ট্রাফিকব্যবস্থার উন্নতি আনতে প্রতিদিনই অভিযান চলছে। আজকেও বিমানবন্দর এলাকাতে আভিযান চালানো হয়েছে। আশা করছি ট্রাফিক পরিস্থিতির উন্নতি হবে।’
ফাউন্ডেশন গঠন
ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহিদদের পরিবারের জন্য আর্থিকসহ সব ধরনের সহযোগিতা করতে ফাউন্ডশনের কাজ শেষের দিকে এমন তথ্য জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে ফাউন্ডশনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই ফাউন্ডশনের প্রধান হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কোষাধ্যক্ষ কাজী ওয়াকার, দপ্তর সম্পাদক তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য আমি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ মোট ২১ জনকে রাখা হয়েছে।’