দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট তিন দিন পর আবারও উৎপাদনে ফিরল।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইউনিটটি চালু হয়। তবে রাত ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদনে যায়।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ও দ্বিতীয় ইউনিট। এরপর একই কারণে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধ হয়ে যায় ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটিও।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, ১ নম্বর ইউনিটে উৎপাদিত ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি মেরামত শেষে ৭ দিন পর ফের চালু করা হলো। এটি চালু রাখতে প্রতিদিন ৮০০-৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে।