ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার দুই মামলার প্রধান আসামি।
গোপন সংবাদে র্যাব ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।
পরে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। চলতি বছরের ৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর গত ১৮ মে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়ার্দ্দার।
মাহফুজুর রহমান/অমিয়/