শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় মামলা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঝালকাঠি ও ময়নসিংহে দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদ ও কাজিম উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের ৪৩৯ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
ঝালকাঠি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। গতকাল দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির অভিযোগ করেন মিনার মাহমুদ জুয়েল নামে এক বিএনপি নেতা। পরে আদালতের বিচারক মো. মনিরুজ্জামান ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, বিএনপিকে নেতৃত্বশূন্য করার অসৎ উদ্দেশ্যে আমির হোসেন আমুর নির্দেশে সন্ত্রাসী বাহিনী ২০২২ সালের ৭ আগস্ট ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ওপর হামলা করেন। সন্ত্রাসীরা তার গাড়ি ভাঙচুর এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। ঘটনার সময় আতঙ্ক সৃষ্টির জন্য আসামিরা বোমার বিস্ফোরণ ঘটান। এতে বিএনপি নেতা-কর্মীসহ স্থানীয় পথচারীরাও বোমার স্প্রিন্টারে আহত হন।
মামলার বাদী মিনার মাহমুদ জুয়েল বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় এতদিন মামলা করতে পারিনি। আসামিরা আমার ভাইসহ বিএনপি নেতাদের ওপর হামলা চালান ও গাড়ি ভাঙচুর করেন। হামলায় আমার ভাইসহ অসংখ্য নেতা-কর্মী আহত হন।’
ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় সাবেক দুই সংসদ সদস্যসহ ৩৯৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু ভালুকা মডেল থানায় মামলাটি করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদ ও কাজিম উদ্দিন আহমেদ ধনু ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের ১৯৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি বলেন, আসামিরা গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন। তাদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে।