ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি দেশে ফিরেছেন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি দেশে ফিরেছেন
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

এ নিয়ে দুই দফায় আমিরাতে শাস্তি পাওয়া ৫৭ জন বাংলাদেশির মধ্যে ৪২ জন দেশে ফিরলেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তির মুখে পড়েন এই ৫৭ বাংলাদেশি। পরে অন্তর্বর্তী সরকারের অনুরোধে গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। 

সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।’

গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এরপর ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচারের পর এসব প্রবাসীদের মধ্যে কারও ১০ বছর, কারও ১১ বছর, এমনকি কারও কারও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা সুবিধাও বন্ধ করেছে দেশটি।

অমিয়/

সীমান্তে পুশইন বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:১৭ পিএম
সীমান্তে পুশইন বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশইন) অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধে ভারত সরকারকে আজ বা আগামীকাল (বুধবার) আরেকটি চিঠি দেবে বাংলাদেশ। এছাড়া এই সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির (কনস্যুলার ডায়লগ) আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় ঢাকা।

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

পুশইন ঠেকানো সম্ভব নয় স্বীকার করে তৌহিদ হোসেন বলেন, পুশইন হচ্ছে, ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বলেছি, এটা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে, এক্ষেত্রে কিছু জট আছে, তোমরা সেগুলো ঠিকমতো করছ না।  আমরা চেক করে দেখেছি, দীর্ঘদিন আগের তালিকা (ভারতে থাকা অবৈধ বাংলাদেশি) আছে একটা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে, আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেকআপ করে অনেককে নিয়েছি।

উপদেষ্টা বলেন, কাজেই দুপক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা চেষ্টা করছি, কনস্যুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এ জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে। নিয়মের বাইরে যেন না যায়।

কনস্যুলার ডায়ালগে বসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা বাস্তব পরিস্থিতি বিবেচনায় একটা চিঠি পাঠাব। যেটাতে আমরা কিছু পদ্ধতির কথা আরেকবার উল্লেখ করব এবং আমাদের যে পদ্ধতি আছে, কনস্যুালার আলাপ-আলোচনার, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব। কনস্যুলার ডায়াগল হতে পারে। যেহেতু এখন একটা ইস্যু আছে। এটাও হতে পারে।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পুশইন করেছে। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। আর বাংলাদেশ সরকার বলছে, এভাবে পুশইন ঠিক নয়। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে সেটি প্রক্রিয়া অনুসরণ করে যেন ফেরত দেওয়া হয়।

সরকারের সংশ্লিষ্টদের তথ্য বলছে, ভারত থেকে পুশ ইন বন্ধে এখন অবধি পাঁচটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এখন আরেকটি চিঠি যাবে দিল্লিতে।

পুশইন করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত: কাদের গনি চৌধুরী

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:৩২ পিএম
পুশইন করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত: কাদের গনি চৌধুরী
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির জন্য ভারত ‘পুশইন’ কৌশল বেছে নিয়েছে। বাংলাভাষী ও রোহিঙ্গাদের জোরপূর্বক পুশইন করে ভারত বাংলাদেশের ভূখণ্ডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তিনি বলেন, জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। 

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত অবৈধ পুশইন বন্ধ এবং সার্বভৌমত্ব বিরোধী করিডোর প্রদান বন্ধের দাবিতে আলোচনা সভায় তিনি এসব বলেন।

বিচারপতি আবদুস সালাম মামুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, মেজর জেনারেল (অব.) আমসা আমিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসান, কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মফিজুর রহমান, অধ্যাপক এম শাহজান সাজু, ড. নাসির আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তফা আল ইযায।

কাদের গনি চৌধুরী বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন বহির্ভূতভাবে বাংলাদেশে পুশইন অব্যাহত রেখেছে ভারত। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার স্বার্থে এমন ঘটনা গ্রহণযোগ্য নয়- জানিয়ে বাংলাদেশ চিঠি দিলেও, মোটেই তা আমলে নিচ্ছে না ভারত সরকার। এ ছাড়া বিজিবি ও বিএসএফের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক হলেও চোরাপথে বা বিজিবির অগোচরে পুশইনের ঘটনা বেড়ে চলছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি। অবস্থাদৃষ্টে মনে হয়, ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চায়।

তিনি বলেন, শুধু পুশইন নয়, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করা হয়েছে। সেখানে হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে সেটি পুড়িয়ে ফেলা হয়েছে এবং অফিস ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং সাইনবোর্ড ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এটা অগ্রহণযোগ্য। 

সীমান্ত ব্যবস্থাপনায় ভারতের আচরণ বরাবরই আক্রমণাত্মক। সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়মিত বাংলাদেশের মানুষকে গুলি করে বা নির্যাতন চালিয়ে হত্যা করে। আপনাদের নিশ্চয় ফেলানির কথা মনে আছে। বাংলাদেশি এই মেয়েটাকে হত্যা করে সীমান্তের কাঁটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল। এখন শুরু হয়েছে সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক মানুষকে বাংলাদেশে ঠেলে পুশইন করা। এছাড়াও তারা বাংলাদেশের মাদক ও অস্ত্র সরবরাহ করে।

সাংবাদিকদের এ নেতা বলেন, একটি দেশের কোনো নাগরিক আরেকটি দেশে অবৈধ অনুপ্রবেশ করলে তাকে দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক আইনকানুন, রীতি-নীতি অনুসরণ করে ফেরত পাঠাতে হয়। কিন্তু কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ না করে ভারত এক প্রকার গায়ের জোরে, এই মানুষগুলোকে বাংলাদেশে পুশইন করছে। যা সম্পূর্ণ বেআইনি, মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি। এখনো সীমান্তের বিভিন্ন স্থানে পুশইনের জন্য অসংখ্য মানুষকে জড়ো করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এর আগে বিএনপি সরকারকে বিরত করতে ২০০২-০৩ সালের দিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় থাকার সময় ভারত থেকে প্রায়ই এ ধরনের পুশইনের ঘটনা ঘটিয়েছে। এরপর ভারতের সেবাদাস হাসিনা সরকার ক্ষমতায় আসার পর অনেকাংশে পুশইন বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারও ভারত কর্তৃক পুশইন করা শুরু হলো। বর্তমান পরিস্থিতিতে এই পুশইনের ঘটনাকে বিচ্ছিন্ন ও অপরিকল্পিত ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ আছে বলে মনে হচ্ছে না। বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ভারতের অনুগত সরকারের পতনের পর, ভারত নানাভাবে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। পুশইন সেই পদক্ষেপেরই অংশ। আদালতের রায় ছাড়া কাউকে ঠেলে পাঠানো বেআইনি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারত। উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলাও হয়। এটি ভারতের অতি বাড়াবাড়ি। বাংলাদেশের জনগণ কি এত দুর্বল? মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ, যে জাতি ৩০ লাখ শহিদের বিনিময়ে স্বাধীনতা আর দেড় হাজার শিশু-কিশোরের রক্তের বিনিময়ে মাত্র কদিন আগেই গণতন্ত্র প্রতিষ্ঠা করল, সে জাতিকে দুর্বল করে দেখা ঠিক না। ভারত যদি মনে করে তাদের দেশে অবৈধভাবে কোনো বাংলাদেশি বসবাস করছে, তাহলে সেই মানুষকে চিহ্নিত করতে হবে। এরপর যাচাই-বাছাই করে বাংলাদেশ সরকারের সঙ্গে আইনসম্মত যে প্রক্রিয়া আছে, তা অনুসরণ করে দুই দেশের সম্মতিতে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পারে। আমাদের সম্মতি না নিয়ে যে কাউকে পুশইন করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিএফইউজে মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গায়েবি অভিযোগ তুলে ভারতের বাড়াবাড়িও চরম পর্যায়ে পৌঁছে গেছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র প্রমাণে উঠে-পড়ে লেগেছে প্রতিবেশীরা। ক্ষমতার পালাবদলের পর এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন চলছে বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। তারা নানারকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বাংলাদেশে তালেবান সরকারের উত্থানের মতো সব অযৌক্তিক সংবাদ প্রচার করা হচ্ছে, উসকে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতাকে। প্রতিবেশীদের মূল লক্ষ্য হলো-বিশ্বে বাংলাদেশকে নেতিবাচক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা অত্যন্ত পরিকল্পিত। এটি দুদেশের কারো জন্য সুখকর হবে না।

ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের আহবানের কড়া সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের চিন্তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি। আমরা মনে করি, এই বক্তব্যের মধ্যদিয়ে ভারতের যে দৃষ্টিভঙ্গি-তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এ ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে থাকা উচিত হবে না। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরে পেয়েছে এ দেশের মানুষ যেকোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে।

মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সরকারের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার সমালোচনা করে তিনি বলেন, এমন সিদ্ধান্ত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলবে।

বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস করা চলবে না। তিনি বলেন, পুশইনের জবাব হচ্ছে পুশব্যাক। ভারতকে আমরা যেভাবে জবাব দেওয়া দরকার সেটি পারছি না। একইভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কার্যকর উদ্যোগ নিতে পারছি না।

প্রফেসর ড. সুকোমল বডুয়া বলেন, আইন বহির্ভূতভাবে পুশইন অব্যাহত রেখেছে ভারত। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এমন ঘটনা গ্রহণযোগ্য নয়।

৩ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ জানাল পিএসসি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:১১ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:১৭ পিএম
৩ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ জানাল পিএসসি
ছবি: সংগৃহীত

বিসিএস নিয়ে জট নিরসনের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ৪৪তম, ৪৫তম এবং ৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলের তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন আগামী ১৯ জুন ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রদান করবে। যাদের একই সঙ্গে ৪৫তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএস-এর লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে তাদের উক্ত পরীক্ষার এক মাস পূর্বে বা এক মাস পর ৪৫তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কোন প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয় সেই লক্ষ্যে কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

৪৮তম বিসিএস নিয়ে বলা হয়, দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএসকে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে। ২৭ মে বিশেষ বিসিএস-এর গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিসিএস (বিশেষ) বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএস-এর (বিশেষ) MCQ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। উক্ত বিসিএস-এর MCQ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

এতে আরও জানানো হয়, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, নিয়মিত বিসিএস-এর বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লিখিত পরীক্ষা তারিখসমূহ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।

কবির/মেহেদী/

রাজশাহীতে ৯ জনের করোনা শনাক্ত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৫:১৯ পিএম
রাজশাহীতে ৯ জনের করোনা শনাক্ত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজশাহীতে নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্য অধিকাংশই চিকিৎসক।

সোমবার (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। শনাক্তের হার ৬০ শতাংশ।

রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘আক্রান্তদের মধ্য সাতজন চিকিৎসক বলে ধারণা করা হচ্ছে। সবাই হালকা উপসর্গে ভুগছেন। তবে শারীরিক দুর্বলতা রয়েছে এবং সুস্থ হতে সময় লাগছে। তাদের উপসর্গের মধ্যে রয়েছে- হালকা জ্বর, সর্দি ও কাশি।’

তিনি বলেন, ‘সম্প্রতি নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েছে। যদিও অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন না। তবে বয়স্ক ও ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সংক্রমণ ঝুঁকি রয়েছে।’ 

৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি।

জানা গেছে, মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা জমা দিয়ে পরীক্ষার সুযোগ রয়েছে। এতে সরকারি ফি ১০০ টাকা নির্ধারিত এবং দুপুরের মধ্যে ফল পাওয়া যাচ্ছে। মাস্ক পরে যাওয়া বাধ্যতামূলক।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, বর্তমানে একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এনায়েত/পপি/

সব চাকরিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক চায় ইসি: এনআইডি মহাপরিচালক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৫:০০ পিএম
সব চাকরিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক চায় ইসি: এনআইডি মহাপরিচালক
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর

সরকারি বিভিন্ন দপ্তরসহ সব চাকরিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা দরকার বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (৩ জুন) নির্বাচন ভবনে এনআইডি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

এনআইডি মহাপরিচালক বলেন, ‘সরকারি চাকরিজীবী যাদের আইবাসের মাধ্যমে বেতন হয়ে থাকে চাকরিকালীন দেওয়া তথ্যের সঙ্গে তাদের এনআইডির তথ্যের অসঙ্গতির কারণে অনেকের বেতন আটকে আছে বা বেতন ভাতা বন্ধ হয়ে আছে। এতে তারা এনআইডি সংশোধনের আবেদন নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হচ্ছেন। চাকরি দেওয়ার সময়ে এনআইডি বাধ্যতামূলক থাকলে তাদের এ সমস্যায় পড়তে হতো না। এজন্য চাকরি দেওয়ার ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা দরকার বলে আমরা মনে করি।’

এ বিষয়ে সোমবার (২ জুন) সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা অফিসের কর্মকর্তাদের সঙ্গে চাকরিজীবীদের এনআইডি সম্পর্কিত সমস্যা নিয়ে বৈঠক করেছে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। 

এ সময় চাকরির আইনে এনআইডি বাধ্যতামূলক করা না হলেও এনআইডির তথ্য অমিল থাকা বা এনআইডিকে প্রাধান্য দিতে প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেওয়া হয়েছে। কারণ অনেকের একাডেমিক সার্টিফিকেটের সঙ্গে এনআইডির তথ্য অমিল থাকায় চাকরির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সংশোধনীর জন্য বলা হয়েছে। 

এ সময় এনআইডির হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি জানতে চাইলে মহাপরিচালক জানান, আইনগত কিছু বিষয় থাকায় হালনাগাদের কিছু কাজ স্থগিত রাখা হয়েছে। তবে নতুন ভোটার করার কাজ চলমান। 

তিনি জানান, আগামী জুলাইয়ের ১৫ তারিখের মধ্য জাপানে ভোটার তালিকার কাজ শুরু হবে।

এলিস/পপি/