ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আসছে আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর)। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি প্রস্তাব দেবে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নয়াদিল্লি থেকে ঢাকায় আসবে। তাদের সঙ্গে থাকছেন ডোনাল্ড লু। তবে তিনি সরাসরি ওয়াশিংটন থেকে আসবেন না।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ বেশ কয়েকটি প্রস্তাব দেবে। পাচার হওয়া টাকা ফেরত আনতে সহায়তা, সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা ও অন্তর্বর্তী সরকারের প্রতি ভারতীয় মনোভাব যাতে সহায়তাপূর্ণ থাকে তেমন প্রস্তাব।
নবনিযুক্ত পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে। এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয় তার একটা বড় প্রতিফলন। আমাদের সঙ্গে তাদের আলোচনাটা বহুমাত্রিক হবে। এটা শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেভাবেই আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছি।’
আলোচ্যসূচিতে কোন বিষয়ে গুরুত্ব পাবে- জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা বলব এবং তার মধ্যে বহুমাত্রিকতা হবে। কিন্তু আমি আলোচনার আগে বা প্রতিনিধিদল বসার আগে কোনো ধরনের সুনির্দিষ্ট আলোচ্যসূচির বিষয় প্রকাশ করে আলোচনাকে প্রভাবিত করতে চাই না।’
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।