দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ছয় পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুই পূর্ণকালীন সদস্য, বুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, ঢাবি ও বুয়েটে উপ-উপাচার্য পদে মোট ছয় শিক্ষাবিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউজিসির সদস্য হলেন অধ্যাপক তানজিম ও আনোয়ার হোসেন
ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। গত বৃহস্পতিবার তারা কমিশনে যোগদান করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী তাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি বিষয়ে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে পলিটিক্যাল ইকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে তার ৩৫টিরও অধিক নিবন্ধ ও গ্রন্থ প্রকাশিত হয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কানাডার কার্লেটন বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিষয়ে মাস্টার্স এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে তার মোট ১১৩টি প্রকাশনা নিবন্ধ রয়েছে। মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১০ সালে নেহরু হিউম্যানেটারিয়ান অ্যাওয়ার্ড এবং ২০১১-১২ সালে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইডিআরসি) কানাডা রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন।
অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে ইউজিসির তিন সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক বোরহান, উপ-উপাচার্য আব্দুল হাসিব
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী উপ-উপাচার্য পদে নিয়োগ লাভ করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১১(১) এবং (২) ধারা অনুযায়ী উপাচার্য এবং ১২(এ) ধারা অনুযায়ী উপ-উপাচার্য পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাদের মেয়াদকাল চার বছর।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাবি অধ্যাপক ওবায়দুল ইসলাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১২(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেন রাষ্ট্রপতি। এই নিয়োগের মেয়াদ চার বছর। অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী এই নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে আছেন। অধ্যাপক মামুনের নিয়োগের কারণে পৃথক প্রজ্ঞাপন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী এই নিয়োগ অনুমোদন করেন রাষ্ট্রপতি।