ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ১১ জুন ২০২৫
English

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর সরকার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর সরকার

দেশের বিভিন্ন স্থানে সুফি দরগাহ ও মাজারে হামলাকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানানো হয়। 

বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্মীয় উপাসনালয় এবং সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হামলায় জড়িত অশুভ চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত দেশের সুফি দরগাহ এবং মাজারে হামলা চালিয়েছে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। অন্তর্বর্তী সরকার যেকোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং ধর্মীয়, সাংস্কৃতিক স্থাপনা ও সুফি দরগাহের হামলার কঠোর নিন্দা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব ধর্ম-বিশ্বাসী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। আমরা বাংলাদেশকে এই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির দেশ হিসেবে রাখব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্ন করার যেকোনো চেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবিলা করবে।

তাপপ্রবাহ কমে বাড়তে পারে বৃষ্টি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১১:১৯ এএম
তাপপ্রবাহ কমে বাড়তে পারে বৃষ্টি
ছবি: খবরের কাগজ

দেশের চার বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ বুধবার কমতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাই তাপমাত্রা কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাজ্যের কাছে ৩ সংস্থার আহ্বান

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৪৭ এএম
পাচারের অর্থ ফেরাতে যুক্তরাজ্যের কাছে ৩ সংস্থার আহ্বান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে

আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্যে পাচার হওয়া অবৈধ অর্থ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী তিনটি সংস্থা।

সংস্থাগুলো হলো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আছেন। তারই পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ জুন) তিন সংস্থার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য সরকারের কাছে দেশটিতে অবস্থানরত সন্দেহভাজন অর্থ পাচারকারী বাংলাদেশি অলিগার্ক, যাদের দুর্নীতি ও চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে দেশটির আইনপ্রয়োগকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রচেষ্টা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ও জবাবদিহিমূলক সুশাসনের পথে অগ্রযাত্রার অভূতপূর্ব সম্ভাবনার বর্তমান সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারের লক্ষ্যে যুক্তরাজ্য সরকারকে জরুরি ভিত্তিতে এগিয়ে আসতে হবে।’

তার ভাষ্য, ‘রাষ্ট্র সংস্কারের চলমান উদ্যোগ, বিশেষ করে দুর্নীতির কার্যকর নিয়ন্ত্রণের অন্যতম ক্ষেত্র হিসেবে পাচার হওয়া সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে জোরালো বার্তা দিতে হবে যে, চূড়ান্ত বিবেচনায় অর্থ পাচারকারীদেরকে শুধু উৎস হিসেবে বাংলাদেশই নয়, গন্তব্য দেশ যুক্তরাজ্যেও কার্যকরভাবে জবাবদিহি করতে হয়।’

স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুসান হাওলি বলেন, ‘সময়ের অপচয় না করে তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্য সরকারের উচিত বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ জব্দে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও অর্থ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টা জোরদার করতে হবে।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের পলিসি ডিরেকটর ডানকান হেমস বলেন, ‘অর্থপাচারের বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার যে যুদ্ধ ঘোষণা করেছে, তার প্রতিফলন ঘটাতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দুর্নীতি ও চৌর্যবৃত্তির মাধ্যমে অর্জিত (বাংলাদেশ থেকে পাচার হওয়া) যুক্তরাজ্যে ৪০০ মিলিয়ন পাউন্ড সম্পদের যে তথ্য প্রকাশিত হয়েছে, যথাযথভাবে অনুসন্ধান করে যুক্তরাজ্য সরকারকে তা জব্দ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্য সরকারের প্রতিশ্রুতি যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাংলাদেশের গণতান্ত্রিক পুনঃযাত্রার প্রচেষ্টায় কার্যকরভাবে সহযোগীর ভূমিকা পালন করতে হবে।’ 

সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম
সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা
ছবি: খবরের কাগজ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার কোন সম্ভাবনা নেই। বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমি নিজেও বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। আমি দেখেছি, বিজিবি খুব সতর্ক অবস্থায় রয়েছে।’

মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাটের আরাফাতনগর এলাকার কোরবানির পশুর কাঁচা চামড়ার সংরক্ষণাগার ও মোকাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত ১০/১৫ বছরের চেয়ে এবার সবচেয়ে বেশি দামে পশুর চামড়া বিক্রি হচ্ছে। যেগুলোর মান খারাপ সেগুলো কম দামে বিক্রি হচ্ছে। চামড়ার মূল্য বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও পদক্ষেপ নিয়েছে। সারাদেশে সাড়ে ৭ লাখ মণ লবণ বিতরণ করা হয়েছে। মসজিদের খুতবায় এটাকে ব্যাখ্যা করেছি। পোস্টার ও লিফলেট বিলি করেছি। পাশাপাশি ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রপ্তানিকে উদারিকরণ করার জন্য চামড়া রপ্তানির জন্য তিন মাস ওপেন করে দেওয়া হয়েছে। এর ফলে একটা চাহিদা সৃষ্টি হবে। সরকার এবার যত উদ্যোগ নিয়েছে তা দেশের ইতিহাসে আগে কখনো নেওয়া হয়নি। সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত না হয়ে সমস্ত দায় যদি ড. ইউনুসকে দেওয়া হয়, তিনি সব চামড়া কিনে নিবেন, তাহলে এটা জুলুম হয়ে যাচ্ছে। বাস্তবতা স্বীকার করতে হবে। সরকারের উদ্যোগে আপনি কতটুকু অংশগ্রহণ করেছেন এটা বড় বিষয়।’

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল ও জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আবু বক্কর সিদ্দিক শামিমসহ পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা ।  

সাগর/মেহেদী

দেশে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:০৫ পিএম
আপডেট: ১০ জুন ২০২৫, ০৪:২৮ পিএম
দেশে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট
ফাইল ছবি

দেশের প্রথম ফিরতি হজ ফ্লাইট ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৭৪ যাত্রী নিয়ে দেশে পৌঁছেছে। 

মঙ্গলবার (১০ জুন) দুপুর ২টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনভর ১২টি ফ্লাইট সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে। প্রথম দিনে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হজযাত্রী। চলবে ১০ জুলাই পর্যন্ত। 

জানা গেছে, এ বছর  বাংলাদেশ থেকে হজ পালন করেছেন ৮৬ হাজার ৯৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৯ জন হজযাত্রী। এ ছাড়া সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৯০ বাংলাদেশি এবং দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন।

মেহেদী/

লন্ডন পৌঁছেছেন ড. ইউনূস

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
লন্ডন পৌঁছেছেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস।

মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এ ছাড়া  আগামী শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার।

এ বৈঠক নিয়ে সোমবার (৯ জুন) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়ে নেতাদের জানিয়েছেন।

বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মেহেদী/