গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শত শত মানুষকে গুলি করে হত্যার ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।
সাংবাদিকরা সাম্প্রতিক গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার বলেন, ‘আমরা মনে করি, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও এতে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।’
তিনি আরও বলেন, ‘দায়ী যেই হোক না কেন, পূর্ণ জবাবদিহি থাকতে হবে।’
এক সাংবাদিক জানতে চান, ‘ঢাকার অদূরে আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে হতাহতের খবরও পাওয়া গেছে। বিদেশি সম্পর্কবিষয়ক মার্কিন স্টেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ রানা প্লাজা ট্র্যাজেডির প্রথমবার্ষিকীতে বলেছিলেন, পশ্চিমা দেশগুলো বাংলাদেশি শ্রমিকদের রক্তে রঞ্জিত পোশাক কিনবে না। যুক্তরাষ্ট্র শ্রম অধিকার ও শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে, এ নিয়ে পররাষ্ট্র দপ্তরের কোনো মন্তব্য আছে কি না, এমন প্রশ্নে তিনি জানান, বিষয়টি জেনেশুনে উত্তর দেওয়া হবে।
অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশসহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চাই।’