সাভারের আশুলিয়ায় টানা ৫২ ঘন্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকরা।
বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে আন্দোলনরত শ্রমিকরা সরে গেলে দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত সোমবার সকাল সাড়ে ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বার্ডস গার্মেন্টসের কয়েক শ শ্রমিক।
শ্রমিকরা বলেন, গত তিন দিন ধরে সড়কে অবস্থান করে শ্রমিকরা আন্দোলন করছি। কিন্তু কোনো পক্ষই আমাদের সঙ্গে কথা বলেনি। আজ দুপুরে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়, বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
জানা গেছে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লে-অফ করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য্য ছিল। কিন্তু মালিকপক্ষ কোনো পাওনা পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকী তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশও ঝুলিয়ে দেয় তারা। পরে শ্রমিকরা নোটিশ দেখে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বুড়ির বাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের টানা ৫৬ ঘন্টা পর মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বার্ডস গ্রুপের মালিক ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ারকে আটক করা হয়েছে। এই খবর পাওয়ার পর দুপুর ১টার দিকে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। পরে সড়কে যান চলাচল শুরু হয়।
ইমতিয়াজ ইসলাম/অমিয়/