ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র। মঙ্গলবার (১ অক্টোবর) কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত নদ-নদীর পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের সব প্রধান নদ-নদীসমূহের পানি উচ্চতা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন পর্যন্ত সিলেট বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) প্রবণতা রয়েছে। যার পরিপ্রেক্ষিতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। অন্যান্য প্রধান নদীসমূহ- মনু, খোয়াই, ধলাই ও যাদুকাটার পানির উচ্চতা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিন সিলেট বিভাগের এসব নদীর পানির বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে গোমতী ও হালদা নদী, ফেনী ও মাতামুহুরী নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন বৃষ্টিপাতের কারণে এসব নদীর পানি কিছুটা বাড়তে পারে।
৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।