ঢাকা ২২ আশ্বিন ১৪৩১, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণে বিনিয়োগে আগ্রহী চীন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৬:১৫ পিএম
বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণে বিনিয়োগে আগ্রহী চীন
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। ছবি : সংগৃহীত

সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে চীনের আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। 

তিনি বলেন, ‘বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চীনে মাছ রপ্তানি করতে চায়।’ 

বুধবার (২ অক্টোম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।  

বাংলাদেশ ও চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে ফরিদা আখতার বলেন, ‘চীনের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্তভাবে রপ্তানিতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।’ 

রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য, আম রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করেন। চীনের বাজারে এসব পণ্যের যথেষ্ট চাহিদা থাকায় বাংলাদেশ রপ্তানির সুযোগ নিতে পারে। দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়।  

এ সময় মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেনসহ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর সং ইয়াং, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শি ছেন, থার্ড সেক্রেটারি বাই ঝাওশি উপস্থিত ছিলেন। 

তিথি/সালমান/

 

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০২ পিএম
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’। 

১৬তম বারের মতো প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের তালিকা প্রকাশ করল প্রতিষ্ঠানটি। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে।

ধর্মীয় চিন্তাভাবনা, রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের এ তালিকায় স্থান পান।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি তৈরি করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার কৌশলগত নেতৃত্ব আগামী দিনগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র : ইউএনবি

সমন্বিত স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে হবে : ড. হোসেন জিল্লুর

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম
সমন্বিত স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে হবে : ড. হোসেন জিল্লুর
কর্মশালায় বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। ছবি : সংগৃহীত

দ্রুত নগারায়নের ফলে স্বস্থ্যসেবার চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আর এ কারণেই সমন্বিত স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপিএইচই অডিটোরিয়ামে ‘নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচির’ অগ্রগতি ও মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘রোগ নিরাময় করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। এমন বাস্তবতায় নগরাঞ্চলে রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশংসা কুড়িয়েছে সেফটিনেট বাংলাদেশ। শুধু মহানগরে নয়, সারা দেশেই রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোকে আরও এগিয়ে আসতে হবে।’

২০২০ সালে চালু হওয়া এই কর্মসূচি দেশের ১২টি সিটি করপোরেশনে জনস্বাস্থ্য সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। এ ছাড়া ১২টি সিটি করপোরেশনে জনস্বাস্থ্য ও মহামারি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার প্রশংসাও করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র এবং বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহায়তায় সেফটিনেট বাংলাদেশ এই মতবিনিময় সভার আয়োজন করে।

সেফটিনেট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. সৈয়দ হাসান আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান ও ইউএসসিডিসি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা. নিলি। 

এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশের প্রথিতযশা জনস্বাস্থ্যবিদ উপস্থিত ছিলেন।

ইউএসসিডিসি সেফটিনেট গত চার বছরে কর্মসূচিটি শহুরে জনস্বাস্থ্য উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এটি উচ্চ রক্তচাপ এবং স্থূলতার মতো অসংক্রামক রোগ এবং ডেঙ্গু ও হেপাটাইটিস বি-এর মতো সংক্রামক রোগগুলোর ওপর গুরুত্বারোপ করে জনস্বাস্থ্য প্রচারণা পরিচালনা করেছে। যা হাজার হাজার শহুরে বাসিন্দাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

এ ছাড়া কর্মসূচিটি Applied Epidemiology and Public Health Management Fellowship নামক প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে, যা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদের এবং চিকিৎসা পেশাজীবীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে, যাতে তারা জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় আরও দক্ষ হয়ে উঠতে পারেন। 

পাশাপাশি ছয়টি প্রধান সিটি করপোরেশনে একটি সংক্রামক রোগ নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যা শহরগুলোর রোগ শনাক্তকরণ ও প্রতিরোধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও সুসংহত করেছে। 

মতবিনিময় সভায় অভিজ্ঞতার প্রতি আলোকপাত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সালমান/

 

১১ অক্টোবর থেকে খুলবে শিল্পকলা একাডেমি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ পিএম
১১ অক্টোবর থেকে খুলবে শিল্পকলা একাডেমি
বাংলাদেশ শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ও দুটি মহড়া কক্ষ (১ ও ২) আগামী ১১ অক্টোবর থেকে স্বল্প পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তাদের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে শিল্পকলা একাডেমি। 

এতে বলা হয়েছে, হল ও মহড়া কক্ষ বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার পাশাপাশি বিরাজমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বিভিন্ন কক্ষে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সেনাসদস্যরা অবস্থান করছেন। ৫ আগস্ট পরবর্তী সময় থেকে জাতীয় নাট্যশালার ৩টি মিলনায়তন, ৬টি মহড়া কক্ষ, সেমিনার কক্ষ, আর্কাইভ কক্ষ সাংস্কৃতিক সংগঠনের অনুকূলে বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের চাহিদার প্রেক্ষিতে স্বল্প পরিসরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন ও দুটি মহড়া কক্ষ নাটক মঞ্চায়ন ও মহড়ার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পরিস্থিতি বিবেচনায় যেসব নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 

জাতীয় নাট্যশালার মূল হল, নাটক মঞ্চায়নের জন্য বিবেচ্য নাট্যদলকে এক শিফটে একটি প্রদর্শনী করার জন্য বরাদ্দ দেওয়া হবে। মিলনায়তন বরাদ্দ চূড়ান্ত করার সময় বরাদ্দপ্রাপ্ত দলকে অবশ্যই তাদের উপস্থিত সদস্যদের তালিকা সংগঠনের প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তর কক্ষে জমা দিতে হবে। এই তালিকা মিলনায়তন ব্যবহারের নির্ধারিত দিনে সব গেটে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য সরবরাহ করা হবে। জাতীয় নাট্যশালার মূল গেটে দর্শক প্রবেশের জন্য নাটক প্রদর্শনীর দুই ঘণ্টা আগে খুলে দেওয়া হবে। হল বরাদ্দ ছাড়া জাতীয় নাট্যশালার মূল গেট খোলা হবে না। 

জাতীয় নাট্যশালার মূল হলে যেসব সংগঠন বা দল নাটক মঞ্চায়ন করবে, দুটি মহড়া কক্ষ অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। মিলনায়তন ব্যবহারকারী নাট্যদল মহড়া কক্ষ ব্যবহার করতে না চাইলে, অন্য দলকে কেবল নাটকের মহড়ার জন্য বরাদ্দ দেওয়া হবে। সেক্ষেত্রে বরাদ্দপ্রাপ্ত দলকে অবশ্যই সদস্যদের তালিকা সংগঠনের নিজস্ব প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তর কক্ষে প্রদান করতে হবে। 

মূল গেট দিয়ে কেবল বরাদ্দপ্রাপ্ত সংগঠনের সদস্য, মহড়াকক্ষ ব্যবহারকারী সংগঠনের সদস্য, শিল্পকলা একাডেমির স্টাফ, সেনাসদস্য এবং টিকেট বা আমন্ত্রণপত্র প্রদর্শনী সাপেক্ষে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। কোনোভাবে টিকেট বা আমন্ত্রণপত্র ছাড়া দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। জাতীয় নাট্যশালার মূল হল ও মহড়া কক্ষ ব্যবহারকারী নাট্যকর্মী, সাংবাদিক ও টিকিট বা আমন্ত্রণপত্রধারী দর্শনার্থীদের যানবাহন নির্ধারিত সময়ে নাট্যশালার নিচতলার পার্কিং ব্যতীত অন্য কোথাও পার্কিং করা যাবে না। 

জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ব্যবহারের জন্য নাট্যসংগঠনগুলো অনলাইনে আবেদন করতে পারবেন।

জয়ন্ত সাহা/সালমান/

প্রবীণদের পরিচর্যা বিষয়ে রিক-এফআরইবির আলোচনা সভা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম
প্রবীণদের পরিচর্যা বিষয়ে রিক-এফআরইবির আলোচনা সভা
রিক-এফআরইবির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এন্ডারলি, বাংলাদেশ (এফআরইবি) এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় রিকের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণদের জন্য পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, এফএনবির সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট বিজ্ঞান লেখক ড. মুহাম্মাদ ইব্রাহিম। 

এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো. শহীদ খান। সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। 

এ ছাড়া বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

সালমান/

 

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম
সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত
তাপসী তাবাসসুম উর্মি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় সমালোচিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

সালমান/