ঢাকা ৩০ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু শনিবার

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু শনিবার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার (২ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুই দফায় আলোচনায় বসেন। 

তিনি জানান, আলোচনার প্রধান বিষয় হবে, ৬টি সংস্কার কমিশন এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি। ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানানো হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হবে। রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হবে। আমরা জানি, রাজনৈতিক দলগুলো আমাদের অন্যতম স্টেকহোল্ডার (অংশীজন)। 

কতক্ষণ সংলাপ হবে এবং এক দিনেই সবার সঙ্গে সংলাপ হবে কি না, জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। আলোচনা শুরুর পর ঠিক হবে সংলাপের সময় বাড়ানো হবে কি না।’ 

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘কমিশনের কাজ শেষ হবে ৩১ ডিসেম্বর। কমিশন রিপোর্ট দেওয়ার পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে যে কীভাবে সংস্কারগুলো করা হবে।’

প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 

শফিকুল আলম বলেন, ‘৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়েছে। শনিবার থেকে আবার নতুন দফায় আলোচনা শুরু হবে।’ 

তিনি বলেন, ‘আমরা আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে।’ 

রাজনৈতিক আলোচনার ওপর কমিশন গঠন নির্ভর করছে না জানিয়ে তিনি বলেন, ‘কমিশনগুলোর প্রধানরা কাজ শুরু করেছেন। তাদের জন্য অফিস খোঁজা হচ্ছে। যারা যারা কমিশনের সদস্য হবেন, সেক্ষেত্রে তাদের সম্মতি লাগবে, এখন তাদের সম্মতি নেওয়ার কাজ চলছে।’ 

কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার ওপর। পুরোটাই উপদেষ্টামণ্ডলী সিদ্ধান্ত নেবে। আমি যতটুকু জেনেছি যে, প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে।’

যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম
যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

অমিয়/

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:২৫ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১০:২৮ এএম
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
প্রতীকী ছবি

বিশ্ব হাত ধোয়া দিবস মঙ্গলবার (১৫ অক্টোবর)। প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালন করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো সব সমাজে সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা। এ ছাড়া সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণী দিয়েছেন।

বাণীতে তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকার দেশব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এই অভীষ্ট অর্জনে সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

দিবসটি উপলক্ষে অপর এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থী-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। 

ওএমএসে ডিম আলু পেঁয়াজসহ সবজি বিক্রি আজ থেকে

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:১১ এএম
ওএমএসে ডিম আলু পেঁয়াজসহ সবজি বিক্রি আজ থেকে
খবরের কাগজ গ্রাফিকস

রাজধানীতে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ডিমসহ শাকসবজি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। সরাসরি কৃষকের কাছ থেকে ডিম, আলু, পেঁয়াজ, পেঁপে, লাউ, কাঁচা মরিচ কিনে আজ মঙ্গলবার থেকে ২০টি এলাকায় খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা হবে। প্রতি কেজি আলু ৩০ টাকা, ডিমের ডজন ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে বিক্রি করা হবে।

সোমবার (১৪ অক্টোবর) কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান খবরের কাগজকে এসব তথ্য জানান। 

এর আগে গত রবিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টাদের মধ্যে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নিত্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

সম্প্রতি চিনির শুল্ক কমানো হয়েছে। গত ৯ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড চিনি আমদানিতে শুল্ক ৩০ থেকে কমিয়ে ১৫ শতাংশ করে। অপরিশোধিত চিনির আমদানি খরচ প্রতি কেজিতে ১১ টাকা ১৮ পয়সা এবং পরিশোধিত চিনির খরচ ১৪ টাকা ২৬ পয়সা কমানো হয়েছে। সরকার অন্যান্য পণ্যের ওপরও শুল্ক কমানোর পরিকল্পনা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বৈঠকে প্রধান উপদেষ্টা বাজার মনিটরিং টাস্কফোর্সকে কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। এ ছাড়া তিনি নিত্যপণ্য আমদানিকারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য বাণিজ্য উপদেষ্টাকে নির্দেশ দেন।

কৃষিসচিব বলেন, সারা দেশে বন্যা ও অধিক বৃষ্টিতে সবজিসহ কিছু জিনিসের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষ বিশেষ করে স্বল্প আয়ের মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার তাদের কথা ভেবে ভর্তুকি মূল্যে কিছু পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। প্রথমে ডিম, আলু, পেঁয়াজ, পচনশীল নয় এমন সবজি যেমন লাউ, পেঁপে বিক্রি করা হবে। প্রথমে ২০টি এলাকায় এটা সরবরাহ করা হবে। পরে সংখ্যা বাড়ানো হবে। 

সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৪০ এএম
সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

গোপালগঞ্জ-১ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।

ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম
ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি
তাপসী তাবাসসুম ঊর্মি

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি। এবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সোমবার (১৪ অক্টোবর) সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় তাপসী তাবাসসুম ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।