ঢাকা ৩০ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

শিক্ষায় বৈষম্য দূর করতে মেগা প্রকল্প নেওয়ার তাগিদ

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পিএম
শিক্ষায় বৈষম্য দূর করতে মেগা প্রকল্প নেওয়ার তাগিদ
ছবি : সংগৃহীত

শিক্ষায় বৈষম্য দূর করতে মেগা প্রকল্প নেওয়ার পক্ষে মত দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী রাশেদা কে চৌধূরী। 

বুধবার (২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ অভিমত দেন। 

অনুষ্ঠানে ‘বৈষম্য দূরীকরণে শিক্ষায় নিরবচ্ছিন্ন রূপান্তর: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক পলিসি ব্রিফ নিয়ে বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচের আহ্বায়ক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী।

রাশেদা কে চৌধূরী বলেন, ‘কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ নয়, কাঠামোর মধ্যে আনতে হবে। যদি বৈষম্য নিরসন করতে হয়, তাহলে শিক্ষায় মেগা প্রকল্প নিতে হবে।’ 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদ বলেন, ‘বিভাগ বিভাজনটা ঢালাওভাবে না হয়ে আরও বিবেচনার মাধ্যমে হওয়া উচিত। আর শিক্ষায় কমিশন স্থায়ী হওয়া উচিত।’

আহমদ মোশতাক রাজা চৌধুরী বলেন, ‘পৃথিবীর দেশগুলো তাদের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করছে। শিক্ষায় রূপান্তর এখন শুধু একটি শিক্ষাক্রম বা নতুন পাঠ্যবই ছাপানোর কার্যক্রম নয়। একটি সার্বিক রূপান্তর প্রক্রিয়ায় শিখন-শেখানো পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিখন-শেখানো সামগ্রী প্রস্তুত, মূল্যায়ন প্রক্রিয়া প্রণয়ন এবং শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পিত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এই রূপান্তর হতে হবে নিরবচ্ছিন্ন এবং শিক্ষার সব স্তরে সামগ্রিকভাবে।’

বিইউআইইডির নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়ম বলেন, ‘শিশুদের ৮০ শতাংশ ব্রেইন ডেভেলপ হয় শূন্য থেকে পাঁচ বছর বয়সে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কাঠামো দরকার। আমরা দেখেছি খেলার মাধ্যমে যে বিকাশটা হয়, এটা খুবই ভালো।’

নটর ডেম বিশ্ববিদ্যালয় ঢাকার উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মধ্যে আনন্দ নেই। এর মধ্যে আনন্দময় শিক্ষা উপকরণ যোগ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলো শিশুদের উপযোগী করতে হবে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাব থাকলেও ব্যবহার হচ্ছে না।’

লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেন বলেন, ‘সরকার পরিবর্তন হলে শিক্ষাব্যবস্থার পরিবর্তন হয়ে যায়। কিন্তু একটা শিক্ষাব্যবস্থার আউটপুট আসতে ২০ থেকে ২৫ বছর অপেক্ষা করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা হচ্ছে না বেতনের কারণে। ১১ হাজার ৭৫০ টাকা দিয়ে শিক্ষক পুষবেন? আবার কোয়ালিটি শিক্ষকের আশা করবেন। রাষ্ট্রব্যবস্থায় এখনো বৈষম্য আছে। তিন ধারার শিক্ষা এখনো আছে। শিক্ষাকে এখনো মৌলিক অধিকার করা হয়নি।’

 

যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম
যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

অমিয়/

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:২৫ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১০:২৮ এএম
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
প্রতীকী ছবি

বিশ্ব হাত ধোয়া দিবস মঙ্গলবার (১৫ অক্টোবর)। প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালন করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো সব সমাজে সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা। এ ছাড়া সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণী দিয়েছেন।

বাণীতে তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকার দেশব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এই অভীষ্ট অর্জনে সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

দিবসটি উপলক্ষে অপর এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থী-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। 

ওএমএসে ডিম আলু পেঁয়াজসহ সবজি বিক্রি আজ থেকে

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:১১ এএম
ওএমএসে ডিম আলু পেঁয়াজসহ সবজি বিক্রি আজ থেকে
খবরের কাগজ গ্রাফিকস

রাজধানীতে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ডিমসহ শাকসবজি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। সরাসরি কৃষকের কাছ থেকে ডিম, আলু, পেঁয়াজ, পেঁপে, লাউ, কাঁচা মরিচ কিনে আজ মঙ্গলবার থেকে ২০টি এলাকায় খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা হবে। প্রতি কেজি আলু ৩০ টাকা, ডিমের ডজন ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে বিক্রি করা হবে।

সোমবার (১৪ অক্টোবর) কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান খবরের কাগজকে এসব তথ্য জানান। 

এর আগে গত রবিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টাদের মধ্যে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নিত্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

সম্প্রতি চিনির শুল্ক কমানো হয়েছে। গত ৯ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড চিনি আমদানিতে শুল্ক ৩০ থেকে কমিয়ে ১৫ শতাংশ করে। অপরিশোধিত চিনির আমদানি খরচ প্রতি কেজিতে ১১ টাকা ১৮ পয়সা এবং পরিশোধিত চিনির খরচ ১৪ টাকা ২৬ পয়সা কমানো হয়েছে। সরকার অন্যান্য পণ্যের ওপরও শুল্ক কমানোর পরিকল্পনা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বৈঠকে প্রধান উপদেষ্টা বাজার মনিটরিং টাস্কফোর্সকে কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। এ ছাড়া তিনি নিত্যপণ্য আমদানিকারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য বাণিজ্য উপদেষ্টাকে নির্দেশ দেন।

কৃষিসচিব বলেন, সারা দেশে বন্যা ও অধিক বৃষ্টিতে সবজিসহ কিছু জিনিসের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষ বিশেষ করে স্বল্প আয়ের মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার তাদের কথা ভেবে ভর্তুকি মূল্যে কিছু পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। প্রথমে ডিম, আলু, পেঁয়াজ, পচনশীল নয় এমন সবজি যেমন লাউ, পেঁপে বিক্রি করা হবে। প্রথমে ২০টি এলাকায় এটা সরবরাহ করা হবে। পরে সংখ্যা বাড়ানো হবে। 

সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৪০ এএম
সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

গোপালগঞ্জ-১ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।

ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম
ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি
তাপসী তাবাসসুম ঊর্মি

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি। এবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সোমবার (১৪ অক্টোবর) সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় তাপসী তাবাসসুম ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।