ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি: রাষ্ট্রদূত

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম
বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি: রাষ্ট্রদূত
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পুলিশ বাহিনিতে সংস্কারে ইতালি সহায়তা দেবে। এ ছাড়া দেশটিতে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। 

বুধবার (২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এ কথা জানান। খবর বাসসের।

আলোচনায় ইতালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ সংস্কার প্রাধান্য পেয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পরে এ সাক্ষাৎ হলো। জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে বড় আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। 

মেলোনি বলেন, উভয় দেশেরই অবৈধ অভিবাসন ঠেকাতে জোর প্রচেষ্টা চালানো উচিত। তিনি বলেন, আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আমাদের আরও উন্নত নিয়মিত অভিবাসনের জন্য কাজ করতে হবে।

ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ সংস্কারে ইতালির সহায়তার প্রস্তাব দেন। 

তিনি বলেন, আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এ সহায়তা দিয়ে থাকে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ‘শিগগিরই ঘুরে দাঁড়াবে’। 

তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি জানান, ইতালি দূতাবাসও শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব ও একটি ব্যালে অনুষ্ঠানের আয়োজন করবে।

দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:৪১ পিএম
দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ছবি: খবরের কাগজ

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

এতে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অমিয়/

রামগড়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে গেল বাস

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:০৭ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:১২ পিএম
রামগড়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে গেল বাস
ছবি: খবরের কাগজ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস অন্তত ১০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে গেছে।

মঙ্গলবার (২৪ জুন) ভোর ৬টার দিকে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- খাগড়াছড়ি সদর উপজেলার জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮) ও রেদোয়ার (৭), মুন্সীগঞ্জ জেলার নজরুল ইসলাম (৪২), খোরশেদ আলম (৫২), তানিয়া আক্তার (২২), বাসের সুপারভাইজার আজাদ হোসেন (৩৬) ও হেলপার রমজান আলী (৪৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে রাত ১১টা ৪০ মিনিটে বাসটি খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসে। বাসটিতে চালকসহ মোট ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। সকালে মাহবুবনগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে গুইমারায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাসের এক যাত্রী জানান, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পথে মুন্সীগঞ্জে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর কুমিল্লায় চালককে সতর্ক করলে তিনি উল্টো যাত্রীদের পেছনের সিটে গিয়ে বসতে বলেন। তার অভিযোগ, চালকের বেপরোয়া আচরণই এই দুর্ঘটনার জন্য দায়ী।

রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, ঘটনাস্থলে চালককে পাওয়া যায়নি। শান্তি পরিবহনের স্টাফরা জানায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় গাড়িটি উদ্ধারের প্রস্তুতি চলছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনউদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দিদারুল আলম/অমিয়/

সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩১ পিএম
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
সাবেক সিইসি নূরুল হুদা। ইনসেটে স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফ মিয়া। ছবি: সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফ মিয়াকে আটক করা হয়েছে। তিনি উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

সোমবার (২৩ জুন) রাতে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে। পরে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হানিফ মিয়াকে আটক করে সোমবার রাতে থানায় হস্তান্তর করেছে। নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

এর আগে রবিবার (২২ জুন) রাতে সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় নূরুল হুদাকে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করে একদল। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

সালমান/

রাজনৈতিক বিশ্বাস বাইরে রাখুন, বিশ্ববিদ্যালয়ে নয়: শিক্ষা উপদেষ্টা

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০৮ পিএম
রাজনৈতিক বিশ্বাস বাইরে রাখুন, বিশ্ববিদ্যালয়ে নয়: শিক্ষা উপদেষ্টা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: খবরের কাগজ

রাজনৈতিক বিশ্বাসকে বিশ্ববিদ্যালয়ে নয় বরং বাইরে রাখার পরামর্শ দিয়েছেন  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক বিশ্বাস রাখতে পারি, তবে সেই বিশ্বাস থাকবে ব্যক্তিগত জায়গায়। কেউ যদি রাজনীতি করতে চান, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতির ময়দানে যান। কারণ রাজনীতিতেও যোগ্য লোকের দরকার আছে, সম্মানও আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চত্বরে রাজনীতি আনা যাবে না।’ 

সোমবার (২৩ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ড. চৌধুরী রফিকুল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এক সময় ভোটের নামে নিয়োগ হতো। আমরা সেই বাস্তবতা পার করে এসেছি। এখন আমাদের নতুনভাবে ঢেলে সাজাতে হবে। শিক্ষকদেরই নিশ্চিত করতে হবে নিয়মিত ক্লাস ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। যাতায়াত, আবাসন কিংবা ল্যাব সংকট- এসব সমস্যা উপেক্ষা করার সুযোগ নেই।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এই অঞ্চলে এর আগে আমার আসা হয়নি। এই আয়োজনে না এলে হয়তো এই অভিজ্ঞতাটুকুও হতো না। অনেক বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানালেও যাইনি। তবে এখানে রিসার্চ ফেয়ার এবং একাডেমিক এক্সিলেন্সের কথা শুনেই আকৃষ্ট হই। তখনই বুঝি, এটি শুধু ইচ্ছার জায়গা নয়, দায়িত্বের জায়গা।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছি। কোনোদিন ক্লাসে ফাঁকি দিইনি, পরীক্ষার খাতা সময়মতো জমা দিয়েছি। বিদেশে ছুটি নিয়েও ক্লাস মিস করিনি। কারণ, আমি আদর্শ শিক্ষক হতে চেয়েছি।’

শিক্ষার পরিবেশ বিনষ্টের পেছনে রাজনৈতিক সংস্কৃতিকে দায়ী করে রফিকুল আবরার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে যুগের পর যুগ গণরুমে ছাত্ররা থেকেছে। বড় ভাইদের প্যারেডে রাতে ঘুম হয়নি, ক্লাসে এসে ঘুমিয়েছে। শিক্ষকেরা দেখেও কিছু করতে পারেননি। এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে হবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাদে যারা আছে, তারা চান বিশ্ববিদ্যালয় চলুক, ছাত্ররা শিখুক। আমি বিশ্বাস করি, সামনে যারা ক্ষমতায় আসবেন, তারা এই বাস্তবতা বিবেচনায় নেবেন।’

নোবিপ্রবি দিবস উপলক্ষে রিসার্চ ফেয়ার, অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করা হয়। 

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন গোলচত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ারের উদ্বোধন করেন অধ্যাপক আবরার। 

পরে তিনি অতিথিদের সঙ্গে বিভিন্ন বিভাগ ও সংগঠনের স্টল পরিদর্শন করেন।

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত একাডেমিক এক্সিলেন্স অনুষ্ঠানে ৭০ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং ৩১ জন শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একইসঙ্গে শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

কাউসার/পপি/

২০১৮-এর নির্বাচন: শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৪৬ এএম
২০১৮-এর নির্বাচন: শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়েছে দুদক

২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চেয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিশেষ করে যেসব কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, সেসব কেন্দ্রে দায়িত্বপালনকারী কর্মকর্তা ও নির্বাচনসংশ্লিষ্টদের যাবতীয় তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে কিছু কর্মকর্তার তথ্য-উপাত্ত পাওয়া গেছে। ওই নির্বাচনে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগের অনুসন্ধান চলছে। প্রয়োজনে জড়িত সবাইকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে।’ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীকে নিয়ে দিনের ভোট আগের রাতেই কারচুপির মাধ্যমে বাস্তবায়ন করা হয়। এই কাজে সহযোগিতা করেন পুলিশের তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারী, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, র‌্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, তৎকালীন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা, সরকারে বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা, নির্বাচন কমিশন ও কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

চলতি বছরের শুরুর দিকে দুদকে এ ধরনের অভিযোগ এলে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। সেই সিদ্ধান্তের আলোকে অনুসন্ধান চলছে বলে দুদক সূত্র জানিয়েছে।