ঢাকা ২৫ কার্তিক ১৪৩১, রোববার, ১০ নভেম্বর ২০২৪

ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ, তদন্তে তিন উপদেষ্টা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম
ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ, তদন্তে তিন উপদেষ্টা
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আসিফ নজরুল ও নাহিদ ইসলাম (বাঁ থেকে)

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

বিষয়টি তদন্তের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে নেওয়া কার্যক্রম বিষয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে জনপ্রশাসন সচিব তদন্ত করেন। তার বিরুদ্ধেই এখন ওঠা ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ সরকার তদন্ত করবে কি না?

এর জবাবে উপদেষ্টা শারমীন বলেন, ‘অবশ্যই আমরা এটার তদন্ত করব, সরকার (তদন্ত) করবে। কিন্তু এখানে দুটি জিনিস মিডিয়াকে মাথায় নিতে হবে। এটাও কিন্তু আমরা তলিয়ে দেখছি যে, যে ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রডিউসড। সেটা কতখানি রিয়েল, কতখানি ফেক, আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটার টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কী, সেটা জানার জন্য কেবিনেটে (উপদেষ্টা পরিষদে) কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। আমরা অবশ্যই তদন্ত করব। অত্যন্ত দায়িত্বশীল জায়গায় প্রতিষ্ঠিত কর্মকর্তাদের কোনো ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া যাবে না। এটাও আমাদের অনুশাসনের অধীনে আনতে হবে। এ বিষয়ে উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া হয়েছে। একটা কমিটি করে তারা এটা দেখবেন। তথ্যপ্রযুক্তি, আইন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিনজনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। একটি কমিটি করে বিষয়টি তদন্ত করা হবে।’

 

কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৪৬ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১০:৫০ এএম
কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
খবরের কাগজ গ্রাফিকস

গাজীপুরের কালিয়াকৈরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

গতকাল শনিবার রাত ২টা ৪০মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (১০ নভেম্বর) সকালে নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে। তারা টাঙ্গাইলের মধুপুর থেকে এক বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন।

এসআই শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। পথে তাদের প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই, মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পলাশ প্রধান/অমিয়/

আইসিএসসির সদস্য নির্বাচিত রাষ্ট্রদূত আব্দুল মুহিত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৩২ এএম
আইসিএসসির সদস্য নির্বাচিত রাষ্ট্রদূত আব্দুল মুহিত
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত আইসিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার(৮ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ, চীন ও দক্ষিণ কোরিয়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে বাংলাদেশ ও চীন বিজয়ী হয়। 

রাষ্ট্রদূত মুহিত বলেন, বাংলাদেশের এই জয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যোগ্য নেতৃত্বে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আস্থা ও বিশ্বাস এবং জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও অবদানেরই স্বীকৃতি। আইসিএসসি হলো জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা। এ কমিশন জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ প্রদান, কর্মীদের প্রাপ্যতাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সুপারিশ করার কাজ সম্পাদন করে থাকে।

রাষ্ট্রদূত মুহিত ২০২২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেন এবং বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির (ইকোনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি) চেয়ার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এবং ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) এক্সিকিউটিভ বোর্ডের ২০২৪ সালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের চেয়ার, ইউএন উইমেনের এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন।

রাজধানীর যেসব স্থানে আজ থেকে সুলভ মূল্যে বিক্রি হবে ডিম

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:১৫ এএম
রাজধানীর যেসব স্থানে আজ থেকে সুলভ মূল্যে বিক্রি হবে ডিম
পাইকারি দোকানে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ডিম। ছবি: খবরের কাগজ

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরশেনর ১৩টি স্থানে উৎপাদক থেকে ডিলারের মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে দৈনিক ২০ লাখ ডিম সরবরাহ করা হবে।

রবিবার (১০ নভেম্বর) থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এবং দুই সিটি করপোরশেনর তত্ত্বাবধানে দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলক এ কার্যক্রম  চলবে।

ঢাকা উত্তর সিটি করপোরশেনের (ডিএনসিসি) তেজগাঁও বাজার,  মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনির আখড়া ও চিটাগাংরোডসহ মোট ১৩টি স্থানে সুলভ মূল্যে ডিম বিক্রি করা হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ২০ লাখ ডিমের মধ্যে তেজগাঁও বাজার ও কাপ্তান বাজারে প্রতিদিন সাড়ে ছয় লাখ করে মোট ১৩ লাখ এবং অবশিষ্ট ১১টি বাজারে মোট সাত লাখ ডিম সমানুপাতিক হারে বন্টন করে বিক্রির জন্য সরবরাহ করা হবে।

ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান (ফার্ম ও কর্পোরেট), অ্যাজেন্ট-ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তর সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গত ৬ নভেম্বর ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় হয়। 

অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান সাংবাদিকদের জানান, মতবিনিময় সভায় পরীক্ষামূলকভাবে ডিম সরবরাহ করার সিদ্ধান্তের পাশাপাশি চাহিদা কম থাকাকালীন সময়ে ডিম সংরক্ষণের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ডিম সংরক্ষণ সংক্রান্ত খসড়া নীতিমালা প্রণয়নের জন্য কাজ সম্পর্কে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সংকট কাটাতে সরকার আমাদের ডিম আমদানির অনুমতি দিয়েছেন ঠিকই, কিন্ত প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লক্ষ্য হচ্ছে, ভবিষ্যতে অভ্যন্তরীণ বাজার থেকেই দেশের চাহিদা সম্পূর্ণভাবে মেটানো, যেটা আমাদের পক্ষে সম্ভব বলে আমরা মনে করি।’

অমিয়/

ডিসেম্বরেই অগ্রগতি প্রতিবেদন দেবে গুম কমিশন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১১:১৫ পিএম
ডিসেম্বরেই অগ্রগতি প্রতিবেদন দেবে গুম কমিশন
গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

গত ১৫ বছরে গুমের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানিয়ে আগামী ডিসেম্বরেই প্রতিবেদন জমা দেবে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানিয়েছে কমিশন।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

এ সময় কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘কমিশনের যা কিছু প্রয়োজন, তার সব দেব ও সব ধরনের সহায়তা করব।’ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘সরকার প্রয়োজনে কমিশনের মেয়াদ ২ বছর বাড়াবে ও ক্ষতিগ্রস্তদের সুরক্ষার জন্য আইনি ব্যবস্থা তৈরিসহ প্রয়োজনীয় আদেশ জারি করবে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কমিশন অভিযুক্তদের তালিকা দিলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বৈঠকে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০টি অভিযোগ পাওয়া গেছে। ৪০০টি অভিযোগ যাচাই-বাছাই করা হয়েছে এবং ১৪০ অভিযোগকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ঢাকা ও এর আশপাশে ৮টি আয়নাঘর খুঁজে পাওয়া গেছে।’ 

কমিশন সদস্যরা বলেছেন, ‘এ বিষয়ে আরও কাজ করার আগে তারা ডিসেম্বরের মাঝামাঝি সরকারকে অগ্রগতি প্রতিবেদন দেবেন। অভিযোগের সংখ্যা দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। এ পর্যন্ত ১ হাজার ৬ শরও বেশি অভিযোগ এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিশোধের ভয়ে অনেকে এখনো কমিশনে আসছেন না। এ থেকে আমরা বুঝতে পারি যে, ঘটনার সংখ্যা এখন পর্যন্ত যতটা রিপোর্ট করা হয়েছে তার চেয়ে অনেক বেশি। গুমের সংখ্যা কমপক্ষে ৩ হাজার ৫০০ হতে পারে। কারা অপরাধ করেছে এবং কারা তাদের নির্দেশ দিয়েছে তা চিহ্নিত করার জন্য কাজ করছে কমিশন। ভুক্তভোগীদের অনেকেই কারাগারে রয়েছেন, কেউ কেউ মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন, কারণ তাদের গ্রেপ্তার দেখানোর পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছিল। কিছু গুমের শিকার ব্যক্তি প্রতিবেশী ভারতের কারাগারে বন্দি বলে ধারণা করা হচ্ছে। কমিশনের সদস্যরা গোপন স্থানের আলামত রক্ষার জন্য সরকারের সহায়তা চেয়েছেন, যেখানে ভিকটিমদের লুকিয়ে রাখা হয়েছিল। অনেক ভুক্তভোগী আমাদের বলেছেন, তারা বছরের পর বছর সূর্য দেখেননি। যখন সকালের নাস্তা পরিবেশন করা হয় তখনই কেবল তারা উপলব্ধি করতে পারেন যে, এটি একটি নতুন দিন।’ 

অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও সম্ভব হলে তাদের পাসপোর্ট বাতিল করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। 

বৈঠকে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, নূরজাহান বেগম, আদিলুর রহমান খান, এম সাখাওয়াত হোসেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্যসচিব মো. সিরাজ উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শহিদ নূর হোসেন দিবস আজ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
শহিদ নূর হোসেন দিবস আজ
তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহিদ হন তরুণ নূর হোসেন। ছবি: সংগৃহীত

শহিদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহিদ হন তরুণ নূর হোসেন। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ ও ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করে এই দিন মিছিলের অগ্রভাগে ছিলেন তরুণ নূর হোসেন। 

দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহিদ নূর হোসেনের মহান আত্মত্যাগ একটি তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী ঘটনা। শহিদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এইচ এম এরশাদের পতন ঘটে।

এদিকে শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসূচির মাধ্যমে মাঠে নামার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলটি আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। গত শনিবার রাতে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।